আকরাম সরদার

আকরাম সরদার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আকরাম সরদার, Cumilla.
(2)

শব্দের আঁচলে জড়িয়ে রাখি হৃদয়ের ছবি,
কলমের ছোঁয়ায় ভালোবেসে ডাকি—কবি।

লেখকের সাথে সরাসরি যুক্ত হতে ক্লিক করুন:
🔗 https://www.facebook.com/lekhok.akramsardar
🔗https://www.instagram.com/__akramsardar__

08/08/2025

আমার খুব ইচ্ছে হয়,
মন খুলে সবার সাথে নিঃশব্দে আড্ডায় জড়িত হই!
“ভাগ্যর” কী নির্বিশেষ সেটা উপভোগ করার আগে কেঁড়ে নিয়ে যায়।
তবুও চাইলেও “মন” খুলে হাসঁতেও পারা যায় না।
মনের মাঝে প্রতিটা রূপকার ভালোবাসা ঘিরে তুলে-
সেটা হোক প্রিয়জন অথবা আপনজন।

07/08/2025

যখন মাথায় কিছু ঠিক থাকে না,তখন কী করেন আপনি?

ইচ্ছে করলে নিজেকে দূরে সরানো যায়,কিন্তু মায়া তো বড্ড ভয়ংকর-ভালোবাসাটা ও দেখতে দেখতে বেড়ে যায়!___❐ লেখা আকরাম সরদার
06/08/2025

ইচ্ছে করলে নিজেকে দূরে সরানো যায়,
কিন্তু মায়া তো বড্ড ভয়ংকর-
ভালোবাসাটা ও দেখতে দেখতে বেড়ে যায়!

___❐ লেখা আকরাম সরদার

খুব অবাক লাগে,তাঁকে শতবার চেয়েও পায়নি-কিন্তু দিন শেষে যে চায় নি,সে পেয়ে গেলো...___❐ লেখা আকরাম সরদার
05/08/2025

খুব অবাক লাগে,
তাঁকে শতবার চেয়েও পায়নি-
কিন্তু দিন শেষে যে চায় নি,সে পেয়ে গেলো...
___❐ লেখা আকরাম সরদার

05/08/2025

কত গোধূলি আসলো গেলো,
তুমি আর আসলে না।
আমি সেই গোধূলির অপেক্ষায়,
যেই গোধূলিই তুমি আসবে!
#আকরাম -সরদারের-গল্পতে স্বপ্ন বলা মানুষ #

বিকেল বেলার সাথী-কোন এক কারণে হারিঁয়ে যায়।খুঁজে পেতে চাইলেও সক্ষম হওয়া অসম্ভব।___❐ লেখা আকরাম সরদার
05/08/2025

বিকেল বেলার সাথী-
কোন এক কারণে হারিঁয়ে যায়।
খুঁজে পেতে চাইলেও সক্ষম হওয়া অসম্ভব।
___❐ লেখা আকরাম সরদার

03/08/2025

সে তুমি যতই সুন্দরী হও,
নিজের ভাইয়ের কাছে তুমি সারাজীবন পেত্নীই থাকবে..
___❐ লেখা আকরাম সরদার

কিছু রাগ বদলানো যায়,কিন্তু মানুষের রুপ ভয়ংকর ভাবে পূর্ণতা পায়।যতটা বাকবদ্ধ ঘটে, সেটা প্রকাশ্য নয়!___❐ লেখা আকরাম সরদার
03/08/2025

কিছু রাগ বদলানো যায়,
কিন্তু মানুষের রুপ ভয়ংকর ভাবে পূর্ণতা পায়।
যতটা বাকবদ্ধ ঘটে, সেটা প্রকাশ্য নয়!
___❐ লেখা আকরাম সরদার

কিছু রাগের মাঝে-নিঃস্বার্থভাবে লুকিয়ে থাকে ভালোবাসা।কেউ অনার্য ভালোবাসার মাঝে,বেশিরভাগই কুটি সৃষ্টি করে।নিসর্গের অনুভূতি...
02/08/2025

কিছু রাগের মাঝে-
নিঃস্বার্থভাবে লুকিয়ে থাকে ভালোবাসা।
কেউ অনার্য ভালোবাসার মাঝে,
বেশিরভাগই কুটি সৃষ্টি করে।

নিসর্গের অনুভূতি গুলো-
একের পর নিস্তব্ধতার আওয়াজ তুলে।
ভালোবাসা বেশিরভাগই ভ্রূণ তৈরি কর।
সত্যিকারের সংজ্ঞা গুলো,
একাধিক নিরুৎসাহিত হয়ে যায়।

ক্রটিপণ ক্ষুদ্র থাকে,
নিরূপণ আস্থাহীন তখনি ঘটে-
যখন একে-অপরের বিচ্ছেদ নামে।
ধীরে ধীরে একাকিত্বও বেড়ে যায়।

ভালোবাসার সংজ্ঞা গুলো,
মানুষের কাছে অনাকাঙ্ক্ষিত থেকে যায়।
ভালোবাসাও দিন দিন অনুপাতে বেড়ে যায়।

❐ রাগে মাঝে লুকিয়ে থাকে নিঃস্বার্থ ভালোবাসা।
❐ লেখা আকরাম সরদার

আমি যাকে, বেশিরভাগই অহংকারী লোক ভাবি-সে তো অহংকারী নয়।ভুল ভেবে স্রোতস্বিনী-তবুও সে নিজেকে আড়াঁলে রাখে।চোখের কোণে,দৃষ্টিগ...
02/08/2025

আমি যাকে,
বেশিরভাগই অহংকারী লোক ভাবি-
সে তো অহংকারী নয়।
ভুল ভেবে স্রোতস্বিনী-
তবুও সে নিজেকে আড়াঁলে রাখে।

চোখের কোণে,
দৃষ্টিগুলো বেশিরভাগই বিভ্রান্ত দেখে।
কখন কাকে বিপদে ছোয়াঁবে।
তবুও নিজের দিকে খেয়াল-
রাখেনি একবারও...

কিছু মানুষকে অহংকারী ভেবো না,
তারাঁ কিন্তু সত্যিকারের গরীবের বন্ধু।
পর্দার আড়ালের মানুষ গুলো-
খুবই মায়াবীহীন ব্যক্তি...

❐ অন্যকে অহংকারী ভেবো না
❐ লেখা আকরাম সরদার

যে আমায় দুঃখ দেয়,সে তো আমার মন বুঝে না।তাকেঁ কী করে বলি-তোমাকে জড়িয়ে ধরে দু:খ প্রকাশ করতে চাই।সেদিন তো বুঝেনি আমায়!যখন থ...
30/07/2025

যে আমায় দুঃখ দেয়,
সে তো আমার মন বুঝে না।
তাকেঁ কী করে বলি-
তোমাকে জড়িয়ে ধরে দু:খ প্রকাশ করতে চাই।
সেদিন তো বুঝেনি আমায়!

যখন থাকবো না আমি,
তখন আমার মূল্যটা সেদিন ভোগ করবে।
সেদিন চাইলেও আর ফিরে আসবে না-
কারণ আমি সেই হভাগা দিন পরিবর্তন করতে শিখে যাবো।

ওগো দুঃখ দিও আমায়,
তবুও ছাড়ইা যাইও না!
সেই তোমার আচঁলের সুগন্ধি-
আমাকে আজও পাখির মতো বন্ধি করে রাখছে।
তবুও তোমাকে বারে-বারেই চাই!

❐ দুঃখ দিও আমায় ছাইড়া যাইও না।
❐ লেখা আকরাম সরদার

নিঃস্বর্গ হয়ে দেখো,সেদিন চিনবে না কেউ তোমায়-স্বার্থ ছাড়া মানুষের ঢল নেই।প্রভুর সাথে স্বার্থের ঢল মিলানো যায়,সেটা মানুষের...
29/07/2025

নিঃস্বর্গ হয়ে দেখো,
সেদিন চিনবে না কেউ তোমায়-
স্বার্থ ছাড়া মানুষের ঢল নেই।
প্রভুর সাথে স্বার্থের ঢল মিলানো যায়,
সেটা মানুষের সাথে সম্ভব নেই।

কিছু বৃথা যখন সৃষ্টি হবে,
তখন মূর্হতের বাজনা ঘটবে।
ভালোবাসার টলমলে নিজেকে দিবে ঠাঁই।
তবু নিজের স্বার্থে নয়,
অন্যর স্বার্থের এগিয়ে যাওয়া উওম।

মানুষ হয়ে জন্মেছিলে যখন,
তবে উপন্যাস স্থীর স্রোতস্বিনী তৈরি করো।
মানুষের মনে মাঝে ভেঁসে যাও।
মনোরম নির্জন শহরের উপভোগ করো!

❐ নিঃস্বর্গ হয়ে দেখো
❐ লেখা আকরাম সরদার

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when আকরাম সরদার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share