08/08/2025
আমার খুব ইচ্ছে হয়,
মন খুলে সবার সাথে নিঃশব্দে আড্ডায় জড়িত হই!
“ভাগ্যর” কী নির্বিশেষ সেটা উপভোগ করার আগে কেঁড়ে নিয়ে যায়।
তবুও চাইলেও “মন” খুলে হাসঁতেও পারা যায় না।
মনের মাঝে প্রতিটা রূপকার ভালোবাসা ঘিরে তুলে-
সেটা হোক প্রিয়জন অথবা আপনজন।