08/01/2025
দুর্বলতা হচ্ছে এমন একটা জিনিস, যেটার প্রতি আপনার বেশি ঝোঁক থাকে, কিংবা যার জন্য আপনি সব করতে পারেন । আর কেউ যখন আপনার সেই দুর্বলতা জেনে যায়, তখন সে আপনার দুর্বলতার সুযোগ নিতে চায় ।
খেয়াল করে দেখবেন, আপনাকে যে বা যারাই কষ্ট দিয়েছে কখনো, তারা ঠিক আপনার সেই দুর্বলতা জেনে-বুঝেই কষ্ট দিয়েছে !
কাউকে বশে আনতে, কিংবা তাকে বাধ্য করতে মানুষ মূলত তার দুর্বলতাকে কাজে লাগায় । সম্পর্কের শুরুতে কেউ কারো দুর্বলতা না জানলেও সম্পর্ক গভীর হওয়ার পর আপনা-আপনিই জেনে যায় । আর তারপর যারা কোনো উদ্দেশ্য হাসিল করতে, কিংবা জাস্ট সময় কাটাতে সম্পর্কে জড়ায়, তারা চলে যাওয়ার আগে সেই দুর্বলতার সুযোগ নেয় ।
একটা মানুষের সাথে না মিশলে, কখনোই তার দুর্বলতা ঠিক কোথায় তা জানা যায় না । মানুষ কাছে আসবে, ভালো না বেসেও ভালোবাসার ভান করবে, আপন হওয়ার অভিনয় করবে । এ সবকিছুই কেবল আপনার দুর্বলতা ঠিক কোথায়, তা জানার জন্য ।
অতিরিক্ত মিশুক স্বভাব, আবেগী মনোভাব এবং সরল মানুষগুলোই কেবল নিজের দুর্বলতা অকপটে প্রকাশ করে দেয় । আর বিনিময়ে তারা সম্পর্কে হয় হতভাগা ।