09/09/2025
জীবনসঙ্গী দেখতে যেমনই হোক, তার মন-মানসিকতা যদি খুব ভালো হয়, তবে আপনি সবচেয়ে সৌভাগ্যবান মানুষ💌 যার মন-মানসিকতা ভালো, সে সঙ্গীকে সম্মান করে, ভালোবাসে এবং যত্ন নেয়।☺️
Cheap Mentality আছে, এমন মানুষ সঙ্গীর সাথে শুধুই দুর্ব্যবহার করে! তাদের সঙ্গীর প্রতি টান খুব কমই থাকে। অন্যের সামনে সঙ্গীকে ছোট করাটা তাদের কাছে আনন্দের ব্যাপার। তারা সঙ্গীকে অন্য কারো সাথে তুলনা করতেও কখনো ভাবে না🙂💔
জীবনসঙ্গী দেখতে সুন্দর, সুশ্রী হওয়ার চাইতে তার মন-মানসিকতা ভালো হওয়া গুরুত্বপূর্ণ বেশি। একটা মানুষের সাথে একদিন বা দু'দিন কিংবা কয়েকমাস বা কয়েক বছর নয়, আমৃ ত্যু একসাথে থাকার চুক্তির মাধ্যমই হচ্ছে বিবাহ।
আপনি যার সাথে এতকাল একসাথে থাকবেন, একবার ভাবুন, সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনাকে অসম্মান করে, আপনার প্রতি যত্নশীল না হয়, তবে এতকাল একসাথে থাকবেন কীভাবে? দেখতে সুন্দর হলে আপনি তার চেহারা দেখে সব দুঃখ ভুলে যাবেন, সব অপমান, অসম্মান মেনে নিবেন?
পৃথিবীতে মানুষ মনের কদর খুব কমই করে!
তবে যে একজন Cheap Mentally সম্পন্ন মানুষকে তার জীবনসঙ্গী হিসাবে পেয়েছে, তার কাছে সুন্দর চেহারার চাইতে সুন্দর মনের গুরুত্ব বেশি।
একজন ভালো মানুষের বৈশিষ্ট্য হলো, তার মন-মানসিকতা ভালো হওয়া। আর একজন আদর্শ সঙ্গীর বৈশিষ্ট্য হলো, সে তার সঙ্গীকে সম্মান করে এবং সঙ্গীর প্রতি সে যথেষ্ট যত্নবান হয়।
মনে রাখবেন,
নিকৃষ্ট মন-মানসিকতার মানুষের সাথে একদিনও একসাথে থাকা যায় না। তবে যারা বাধ্য হয়ে থাকে, তারা সন্তানের মুখের দিকে তাকিয়ে আর নয়তো কোনো বাধ্যবাধকতা, মায়ার কারণেই সবকিছু মেনে নেয়।🙂❤️