Al-Adil Tv

Al-Adil Tv সঠিক পথের একজন ক্ষুদ্র দিসারী

15/12/2022

আগামীকাল ‘রাণীরবন্দর বায়তুন নাজাত জামে মসজিদ' এ জুমআ'র খুতবা দিবেন “মুফতী মীর মোয়াজ্জম হোসাইন সাইফী”।
ইন শা আল্লাহ।।

07/10/2022

অলরেডি জাতিসংঘসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ২০২৩
সালের দুর্ভিক্ষের ব্যাপারে বেশ পরিষ্কার ভাষায় সতর্কতা জারি করেছে। ব্যাপকভাবে এসব আজাব-গজব কেন আসছে, সে ব্যাপারে সাড়ে চৌদ্দশ বছর পূর্বেই হাদিসে সুস্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :

‘যখন কোনো জনপদে ব্যভিচার ও সুদ প্রকাশ পায়, তখন তারা (অর্থাৎ সে জনপদের অধিবাসীরা) নিজেদের জন্য আল্লাহর আজাবকে বৈধ করে নেয়।’
[মুসতাদরাকুল হাকিম : ২২৬১; শুআবুল ঈমান : ৫১৪৩ -হাদিসটি হাসান।]
অন্য বর্ণনায় এটা আরও বেশি তাগিদের সাথে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :

‘কোনো জাতির মাঝে ব্যভিচার ও সুদ (ব্যাপকভাবে) প্রকাশ পাওয়া মাত্রই তারা নিজেদের জন্য মহান আল্লাহর শাস্তিকে বৈধ করে নেয়।’
[সহিহু ইবনি হিব্বান : ৪৪১০; মুসনাদু আহমাদ : ৩৮০৯ -হাদিসটি হাসান।]

এ হাদিস দুটির আলোকে আমরা যদি আজকের অবস্থা বিবেচনা করি, তাহলে দেখতে পাবো বর্তমান দুনিয়ায় আধুনিকতা, নারী স্বাধীনতা ও উন্নত সভ্যতার নামে সমগ্র বিশ্বে জিনা-ব্যভিচারের অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে এবং সুদকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। অর্থনৈতিক ও চারিত্রিক এ দুটো সেক্টরকে দূষিত করে উম্মাহর মেরুদণ্ডই ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা ও প্রগতির নামে আজ শিক্ষাঙ্গন থেকে শুরু করে কর্মক্ষেত্র—প্রতিটি জায়গা অশ্লীলতা, ব্যভিচার, সুদ-ঘুষ ও দুর্নীতিতে সয়লাব হয়ে গেছে। ফলে আজ পুরো বিশ্বজুড়ে নেমে এসেছে আসমানি আজাব। শেষ জমানার চূড়ান্ত লড়াইয়ের আগে এসব পাপ থেকে জাতির ফিরে আসার দূরতম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। আর তাই অনিবার্যভাবেই আমাদের সবার ওপর নেমে আসতে যাচ্ছে আল্লাহর আজাব, যার লক্ষণ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। জানা নেই, সামনে আমাদের জন্য আরও কী ভয়ংকর সব বিপর্যয় অপেক্ষা করছে! আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং তাঁর আজাব-গজব থেকে রক্ষা করুন।

- মুফতি তারেকুজ্জামান হাফিজাহুল্লাহ

07/10/2022

🔴🔴🔴লাইভ চলছে...
"জুমআ'র খুতবা"
স্থানঃ-
"" রাণীরবন্দর বায়তুন নাজাত জামে মসজিদ""
বিষয়ঃ- “ ”
আলোচকঃ- Munawar Bin Muhiuddin (মুনাওয়ার বিন মুহিউদ্দিন)

শেয়ার করুন, সাথেই থাকুন...

05/08/2022

🔴🔴🔴লাইভ চলছে...
"জুমআ'র খুতবা"
স্থানঃ-
"" রাণীরবন্দর বায়তুন নাজাত জামে মসজিদ""
বিষয়ঃ- “পূণ্যের পথ অনেক”
আলোচকঃ- Munawar Bin Muhiuddin (মুনাওয়ার বিন মুহিউদ্দিন)

শেয়ার করুন, সাথেই থাকুন...

❝আসেন বন্ধুদের সাথে পরিচিত হই❞“হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।”[1] “সেদিন বন্ধুরা একে অন্যের ...
31/07/2022

❝আসেন বন্ধুদের সাথে পরিচিত হই❞
“হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।”[1]
“সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মুত্তাকীরা ছাড়া।”[২]
“অতএব আজ এখানে তার কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না।”[৩]

“সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।”[৪]
“আর অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না।
তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে। অপরাধী চাইবে যদি সে সেদিনের শাস্তি থেকে তার সন্তান-সন্ততিকে পণ হিসেবে দিয়ে মুক্তি পেতে, আর তার স্ত্রী ও ভাইকে, আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত। আর যমীনে যারা আছে তাদের সবাইকে, যাতে এটি তাকে রক্ষা করে।” [৫]
“তারা আল্লাহর মুকাবিলায় তোমার কোন কাজে আসবে না। আর নিশ্চয় যালিমরা মূলত একে অপরের বন্ধু এবং আল্লাহ মুত্তাকীদের বন্ধু।”[৬]
“শুনে রাখ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই, আর তারা পেরেশানও হবে না।”[৭]
”তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনগণ, যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে বিনীত হয়ে।” [৮]
______
______
[1] ~ সূরা ফুরকান ২৫ : ২৮
[২] ~ সূরা আয-যুখরুফ ৪৩ : ৬৭
[৩] ~ সূরা আল-হাক্কাহ ৬৯ : ৩৫
[৪] ~ সূরা আদ-দুখান ৪৪ : ৪১
[৫] ~ সূরা আল মাআরিজ ৭০ : ১০-১৪
[৬] ~ সূরা আল-জাসিয়া ৪৫ : ১৯
[৭] ~ সূরা ইউনুস ১০ : ৬২
[৮] ~ সূরা আল-মায়িদাহ ০৫ : ৫৫

08/07/2022

🔴🔴🔴লাইভ চলছে...
"জুমআ'র খুতবা"
স্থানঃ-
"" রাণীরবন্দর বায়তুন নাজাত জামে মসজিদ""
বিষয়ঃ- “কুরবানির গুরুত্ব ও তাৎপর্য”
আলোচকঃ- Munawar Bin Muhiuddin (মুনাওয়ার বিন মুহিউদ্দিন)

শেয়ার করুন, সাথেই থাকুন...

07/07/2022

আগামীকাল ‘মুনাওয়ান বিন মুহিউদ্দিন’ স্যারের জুমআর খুতবা লাইভ সম্প্রচার হবে আমাদের পেইজ থেকে, ইন শা আল্লাহ।
বিষয়ঃ- ❝কুরবানির গুরুত্ব ও তাৎপর্য❞

Address


Telephone

+8801834005484

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Adil Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Adil Tv:

  • Want your business to be the top-listed Media Company?

Share