Owaziha's diary

Owaziha's diary This is Rastifa Mahmud Owaziha Reels

আত্মবিশ্বাসী নারীরা কারও পিছনে লাগে না।তারা নিজের পথে হাঁটে, নিজের আলোয় জ্বলে।যারা অন্যকে বিশ্লেষণ করে, নিন্দা করে, তুলন...
08/11/2025

আত্মবিশ্বাসী নারীরা কারও পিছনে লাগে না।
তারা নিজের পথে হাঁটে, নিজের আলোয় জ্বলে।
যারা অন্যকে বিশ্লেষণ করে, নিন্দা করে, তুলনা করে বেড়ায় তারা আসলে নিজেদের জীবন নিয়েই অসন্তুষ্ট।
যে নারী নিজের জীবনে শান্ত, সে অন্যের সাফল্যে জ্বলে না সে অনুপ্রাণিত হয়।




07/11/2025

সাভার পল্লী বিদ্যুত এ দেখি কেক বিক্রি হচ্ছে। খারাপ না। 🥹




অলস দুপুরে রোদটা জানালার পর্দা পেরিয়ে ঘরে ঢুকে হাই তোলে…🥱
07/11/2025

অলস দুপুরে রোদটা জানালার পর্দা পেরিয়ে ঘরে ঢুকে হাই তোলে…🥱





সকাল সকাল আর হয়না। শুক্রবার দুপুর দুপুর নাস্তা করলাম আর কি 😀
07/11/2025

সকাল সকাল আর হয়না। শুক্রবার দুপুর দুপুর নাস্তা করলাম আর কি 😀




06/11/2025

ছোট্ট পায়ের শব্দে বদলে যায় পৃথিবী,
মেয়েকে নিয়ে ঘুরে বেড়ানোয় যেন নতুন করে বাঁচি আমি 🌸

সকাল সকাল কফি খাইয়া মুখ টা তিতা করলাম। সারা দিন আমার থেকে মিষ্টি মিষ্টি কথা আশা করবেন না প্লিজ 🙏
06/11/2025

সকাল সকাল কফি খাইয়া মুখ টা তিতা করলাম। সারা দিন আমার থেকে মিষ্টি মিষ্টি কথা আশা করবেন না প্লিজ 🙏




একদিন অবশ্যই আসবে, কারন দুইদিন কখনো একসাথে আসতে পারেনা।🤪     ゚viralシfypシ゚viralシalシ
05/11/2025

একদিন অবশ্যই আসবে, কারন দুইদিন কখনো একসাথে আসতে পারেনা।🤪




゚viralシfypシ゚viralシalシ

কাচকি মাছের চরচরি, আলু পেয়াজ সাথে ছোট কাচকি মাছ।  আমার অনেক পছন্দের খাবার। 😋
05/11/2025

কাচকি মাছের চরচরি, আলু পেয়াজ সাথে ছোট কাচকি মাছ। আমার অনেক পছন্দের খাবার। 😋




দুঃসম্পর্ক আর ভুল বোঝাবুঝি নিয়ে বছরটা শেষ করতে চাচ্ছি না। আর মাত্র ২মাস বাকি আছে , মাফ চান আমার কাছে।😂😂😂😂😂
05/11/2025

দুঃসম্পর্ক আর ভুল বোঝাবুঝি নিয়ে বছরটা শেষ করতে চাচ্ছি না।
আর মাত্র ২মাস বাকি আছে , মাফ চান আমার কাছে।😂😂😂😂😂

04/11/2025

মেয়ে আমার বাইরে যাওয়ার জন্য পাগল করে দেয়। একটু খোলামেলা জায়গা পেলে সে অনেক খুশি হয়। ওর খুশি তে আমিও খুশি 💚😊




এ কয়েকবছর রান্নাবান্না করে বুঝলাম রান্নাঘর ক্লিন রাখার একমাত্র উপায় 😎😎 রান্না না করা । এছাড়া আর কোনো উপায় নাই রে বইন। 🤣...
04/11/2025

এ কয়েকবছর রান্নাবান্না করে বুঝলাম রান্নাঘর ক্লিন রাখার একমাত্র উপায় 😎😎 রান্না না করা । এছাড়া আর কোনো উপায় নাই রে বইন। 🤣🤣




04/11/2025

এই চড়ুই পাখি ২টা প্রতিদিন সন্ধ্যায় আমার বারান্দায় আসে। বারান্দার কার্নিশে এরা রাতে থাকে। আমি সন্ধ্যার পরে তাই আর বারান্দায় যাইনা। ভয়ে যদি ওরা চলে যায়.. এত রাতে কোথায় যাবে। তাই ভেবে। এরা আমার বারান্দার কার্নিশের পাশে পটি করে রাখে। আমি কিছুদিন পর পর পরিষ্কার করে দেই। ভাবছি ওদের জন্য একটা বাসা কিনে আনবো। তাতে কি ঐ বাসায় ওরা থাকবে? আমার মেয়ে ওদের দেখে অনেক খুশি হয়। পাখি ২টাও মনে হয় আমার মেয়েকে দেখে খুশি হয়। ওরা হয়তো আমার মেয়ের সাথে কথা বলে। আমার তাই মনে হয়। 😊




゚viralシfypシ゚viralシalシ

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Owaziha's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share