08/11/2025
আত্মবিশ্বাসী নারীরা কারও পিছনে লাগে না।
তারা নিজের পথে হাঁটে, নিজের আলোয় জ্বলে।
যারা অন্যকে বিশ্লেষণ করে, নিন্দা করে, তুলনা করে বেড়ায় তারা আসলে নিজেদের জীবন নিয়েই অসন্তুষ্ট।
যে নারী নিজের জীবনে শান্ত, সে অন্যের সাফল্যে জ্বলে না সে অনুপ্রাণিত হয়।