
26/02/2025
রাজশাহী পাসপোর্ট অফিসে দুর্নীতির মহা উৎসব। প্রশাসন কি করে? ছোট খাট বিষয়ে ভুল ধরে রিজেক্ট করে, আবার সেটা দালালে মাধ্যমে করালে হয়ে যায়। সব গুলো চোর বসে আছে। আমি গিয়ে পুরো অবাক? এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম?
কয়েকটি উদাহরণ -
আমার ভুল - আমার স্থায়ী ঠিকানা এক জেলায় আমি শহরে থাকে সেখান থেকে আবেদন করেছি নিয়ম জেনেই৷ এখন বলছে নিজ জেলায় গিয়ে করতে। আনলাইন পেমেন্ট আমার, ৮২০০ টাকা বাদ।
আরেক জনের স্মার্ট কার্ড আছে অথচ নাকি সেটার আবার ভেরিফাই কপি লাগবে? তাহলে আইডি কার্ড স্মার্ট করে কি বা*ল ফালাইছে?
আরেক জনের ভুল- বাপের আইডি কার্ড আছে অথচ বিদ্যুৎ বিলের কাগজে নামের শেষে হোসেন নেই কিন্তু আইডি কার্ডে হোসেন আছে। আইডি বাদ দিয়ে বিদ্যুৎ বিলের গুরুত্ব বেশি।তাহলে আইডি কার্ড কি কাজের??
যে ভুল গুলো ধরে সব গাজাখরি। টাকার জন্য কাহিনি করে, শিক্ষিত হয়ে পাসপোর্ট অফিসে চাকরি না করে চুরি করলেই তো ভাল হতো। মানুষের ভোগান্তির শেষ নেই - সরকার কি চুলের সংস্কার করছে?