Mah'bub K.

Mah'bub K. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mah'bub K., Munshiganj.

কোভিড ২০২৫ ইংপরিস্থিতি পর্যালোচনা করলে বলতে হয় কোভিড ২০২৫ এর হানা থেকে নিজেকে কিছুটা নিরাপদ করতে আমরা আবার মাস্ক পরার দি...
13/06/2025

কোভিড ২০২৫ ইং

পরিস্থিতি পর্যালোচনা করলে বলতে হয় কোভিড ২০২৫ এর হানা থেকে নিজেকে কিছুটা নিরাপদ করতে আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।

তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকেন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

জনসচেতনতা তৈরীতে সম্ভব হলে পোষ্টটি শেয়ার করুন।

(ছবিটি বিগত কভিটের সময়ে দাফনের কাজে নিয়োজিত টিমের)

দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো..…. √ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য - ...
07/06/2025

দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো..….

√ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য - নামজারি প্রক্রিয়া ও খরচ :

নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি অপরিহার্য।

√ নামজারি করতে যা যা প্রয়োজন:

নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে :

1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।

2. এস এ/আর এস খতিয়ানের কপি।

3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।

4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।

5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।

6. মোবাইল নম্বর।

7. জাতীয় পরিচয়পত্র (NID)।

8. কর/খাজনার রশিদ।

√ নামজারি প্রক্রিয়া:

১ম ধাপ:
mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২য় ধাপ:
আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।

৩য় ধাপ:
এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।

√সময় ও খরচ:
নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

মোট খরচ: ১১৭০ টাকা।

√ তথ্য ও সহায়তা :
নামজারি আবেদন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করুন।



দেশের মূদ্রা ব্যাবস্থায় কেমন যেন ডলার ডালার ভাব চলে এসেছে। 🥰কাক ময়ুরের পুচ্ছ লাগলেই তো তা ময়ূর হয়ে যায় না।তাই আমাদের সকল...
07/06/2025

দেশের মূদ্রা ব্যাবস্থায় কেমন যেন ডলার ডালার ভাব চলে এসেছে। 🥰
কাক ময়ুরের পুচ্ছ লাগলেই তো তা ময়ূর হয়ে যায় না।
তাই আমাদের সকলের একান্ত কামনা ও প্রচেষ্টা হোক, দেশের মূদ্রার আধুনিকায়নের সাথে সাথে দেশটাকেও ডলার প্রচলিত দেশের মত অত্যাধূনিক করে গড়ে তোলায় ভূমিকা রাখা। 🙏

২০২৪ অর্থবছরে আশাতীত পার্ফমেন্স দেখানো ব্যাংকগুলো।
18/05/2025

২০২৪ অর্থবছরে আশাতীত পার্ফমেন্স দেখানো ব্যাংকগুলো।

দেশের পুঁজিবাজারের জানাজা সম্পন্নের মধ্য দিয়ে, দেশের অর্থনীতিতে এক নতুন লজ্জাকর ইতিহাস -বিস্তারিত প্রথম কমেন্ট -
18/05/2025

দেশের পুঁজিবাজারের জানাজা সম্পন্নের মধ্য দিয়ে, দেশের অর্থনীতিতে এক নতুন লজ্জাকর ইতিহাস -

বিস্তারিত প্রথম কমেন্ট -

এই যে জনাব কুলাঙ্গার, শুনছেন?; হ্যা, আপনাকে বলছি।।ব্যাবহার কখনও বংশের পরিচয় হতে পারে না, - কখনই না।কেননা, আপনার-আমার আশে...
16/05/2025

এই যে জনাব কুলাঙ্গার, শুনছেন?; হ্যা, আপনাকে বলছি।।

ব্যাবহার কখনও বংশের পরিচয় হতে পারে না, - কখনই না।
কেননা, আপনার-আমার আশেপাশে অনেকে বংশীয় হওয়া সত্বেও অতি উচ্চমানের কুলাঙ্গার - ফলতঃ ভন্ড।

যারা মানুষকে ঠকিয়ে বাড়তি কিছু প্রাপ্তির আনন্দে আত্মহারা হয়ে উঠে পরম তৃপ্তির ঢেঁকুর তোলে।

এই যে জনাব কুলাঙ্গার; হ্যা, আপনাকে(দের) বলছি, "নিজেকে কয়েকগুণ বেশি ঠকার জন্য মানুষিক ও শারীরিকভাবে প্রস্তুত করছেন তো?"

যা সত্য, তাই চিরন্তন; তাকে সাময়িক ভাবে দাবিয়ে রাখতে পারলেও সময়েও বিবর্তনে তা আরোও বিকট আকৃতি নিয়ে
প্রকাশ পাবেই। আর তখন, প্রতিবার আপনার নামের স্মরন/উচ্চারণের সাথেই থাকবে মানুষের দীর্ঘশ্বাস, ঘৃনা, তিরস্কার ও অফুরান অভিশাপ। যার ফলাফল সোজা চলে যাবে আপনার সেই সাড়ে তিন হাত নিবাসে। যাদের ভরনপোষণের জন্য ঐ ভন্ডামি ও প্রতারণার আশ্রয় নিয়েছিলেন - তারা কেউই আপনার এই প্রাপ্তির দায়ভার নিয়ে সমব্যাথি হবেনা।

সুতরাং اتَّقُوا اللّٰهَ - আল্লাহকে ভয় করো, যথাযথভাবে।

15/05/2025

সেক্স ও সফলতা কখনই একসাথে চলতে পারে না।
তাই, কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।

কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে। আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে।

আপনি জানেন কি?❓
অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স।‼️

যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে। কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয়।

তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন,
তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।❗

➤ কঠিন সত্যঃ🛐

1️⃣ ক্ষমতাবান পুরুষ যৌন-বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বল পুরুষ না বলতে পারে না।
ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল: তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত।

আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন—তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি।

এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন—তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না।

মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন—কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি।

কিন্তু আজকের অনেক পুরুষ কী করছে?
প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পর্ন ও মাস্টারবেশনে নষ্ট করছে।
মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে।
একটা মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যত গড়ার চেয়ে।
অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না।

2️⃣ যৌনতা আপনার শক্তি, মনোযোগ, ও উদ্যম কেড়ে নেয়।
প্রতিবার আপনি "রিলিজ" করলে, আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না— আপনি হারান:
টেস্টোস্টেরন (যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়)
উদ্যম (জয় পাওয়ার ক্ষুধা)
মানসিক স্থিরতা (মনোযোগ ধরে রাখার ক্ষমতা)
তাইতো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে।

ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন— তাহলে আপনি কীভাবে শক্তিশালী হবেন?

3️⃣ মেয়েদের পেছনে প্রতিটি মিনিট মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে যাওয়া। প্রতিদিন আপনি কত সময়:
মেয়েদের ছবি স্ক্রল করে কাটান?
ফ্লার্ট ও চ্যাটিংয়ে ব্যয় করেন?
পর্ন দেখে বা মাস্টারবেট করে নিজের শক্তি নষ্ট করেন?

ভাবুন, এই সময়গুলো যদি আপনি ব্যয় করতেন:
উচ্চ আয়ের দক্ষতা শেখায়, নিজের ব্যবসা বা ক্যারিয়ারে, শরীর গঠনে— তাহলে আপনাকে কারো পেছনে ছুটতে হতো না, তারা নিজেরাই আপনার দিকে ছুটে আসত।

4️⃣ ইতিহাস বলে, যৌন দুর্বলতাই অনেক মহান পুরুষকে ধ্বংস করেছে।
ভেবে দেখুন, ইতিহাসের অনেক শক্তিশালী পুরুষ কীভাবে ধ্বংস হয়েছে? না যুদ্ধ, না দারিদ্র্য— বরং যৌন দুর্বলতায়।
শিমশোন (Samson) তার শক্তি হারিয়েছিল ডেলিলার কারণে।
সলোমন ছিলেন জ্ঞানী, কিন্তু নারীদের কারণে ধ্বংস হয়েছিলেন।
টাইগার উডস হারিয়েছেন কোটি কোটি টাকার স্পনসরশিপ যৌন স্ক্যান্ডালের জন্য।
বিল ক্লিনটনের ক্যারিয়ার পড়ে গিয়েছিল বিপদের মুখে।

অর্থাৎ একজন অসংযত পুরুষ মানে একটি নিশ্চিত বিপর্যয়ের অপেক্ষা।

5️⃣ নারীরা কখনোই এমন পুরুষকে সম্মান করে না যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না।
আপনি কি ভাবেন, কোনো নারী তার পেছনে ছুটে বেড়ানো একজন পুরুষকে সম্মান করে? না। নারীরা সম্মান করে সেই পুরুষকে যার আছে: লক্ষ্য, আত্মসংযম, বড় কোনো মিশন জীবনে।

যখন আপনি আপনার উদ্দেশ্যে মনোযোগ দিবেন, নারীরাই আপনাকে খুঁজবে।

6️⃣ পর্ন, মাস্টারবেশন ও আকস্মিক যৌনতা পুরুষদের দুর্বল করে দিচ্ছে। আধুনিক পুরুষ: দুর্বল, অলস, অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত— এবং এর মূল কারণ হলো সস্তা আনন্দে আসক্তি।

পর্ন ধ্বংস করে আপনার মস্তিষ্ক।
মাস্টারবেশন খেয়ে ফেলে আপনার উদ্যম।
ক্যাজুয়াল সেক্স নষ্ট করে আপনার নিয়মানুবর্তিতা।

ফলাফল?⁉️
পুরুষেরা আজ: অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত ও দিকহীন।

7️⃣ যে পুরুষ নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে ভবিষ্যৎও নিয়ন্ত্রণ করতে পারবে না।
আপনি হয়ত বলছেন আপনি ধনী, ক্ষমতাবান ও সফল হতে চান। কিন্তু আপনি কি পারেন:
এক সপ্তাহও সেক্স বা পর্ন ছাড়া থাকতে?
কাজের মাঝে নারীর চিন্তা বাদ দিতে?
প্রতিটি নারী দেখে তার পেছনে না ছুটতে?

যদি নিজের শরীরকেই আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন,
তাহলে এই পৃথিবী আপনি কীভাবে জয় করবেন?

8️⃣ সফল পুরুষ সেক্সকে নিয়ন্ত্রণ করে, ব্যর্থ পুরুষ সেক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সেক্স একটি মাধ্যম। দুর্বলরা এটা ব্যবহার করে শুধুই আনন্দের জন্য। শক্তিশালীরা ব্যবহার করে এটা নিয়ন্ত্রণের জন্য।

সফল পুরুষ জানে কবে, কীভাবে এই চাহিদা নিয়ন্ত্রণ করতে হয়। ব্যর্থ পুরুষ নিজের কামনার গোলাম হয়ে থাকে।
অথচ এই পৃথিবী শাসন করে সেসব পুরুষ, যারা ভোগ নয় বরং নিয়ন্ত্রণকে বেছে নেয়।

9️⃣ নারী আসবে যাবে, কিন্তু সফলতা চিরস্থায়ী।
আজকে আপনি হয়ত ১০০ জন নারীর সাথে আছেন, কালকে তারা একসাথে চলে যেতে পারে। কিন্তু যদি আপনার থাকে: অর্থ, ক্ষমতা, অবস্থান— তাহলে শত শত নারী নিজে থেকেই আসবে।

তাই সফল পুরুষদের নারীর অভাব হয় না, আর দুর্বল পুরুষদের জীবন কাটে পিছনে ছুটে।‼️

🔟 প্রথমে নিয়মানুবর্তিতা, পরে আনন্দ।
সেক্স নিজে খারাপ কিছু নয়। কিন্তু যদি আপনি আনন্দকে উদ্দেশ্যের আগে রাখেন, তাহলে আপনি সবসময় সংগ্রামে থাকবেন। যদি আপনি আত্মসংযম রপ্ত করেন, তাহলে আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন।

☞ শেষ কথা:
যদি আপনি ধনী, শক্তিশালী ও সফল হতে চান⁉️ তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে।

কারণ শেষ পর্যন্ত…
যে পুরুষ নিজের কামনাকে জয় করে, সে-ই নিজের ভবিষ্যৎ জয় করে। আর যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে একদিন সবকিছু হারায়।

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তসহ ৫ দফা নির্দেশনা প্রধান উপদেষ্টার।পুঁজিবাজার ডেস্ক পুঁজিবাজার রবিবার, ১...
12/05/2025

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তসহ ৫ দফা নির্দেশনা প্রধান উপদেষ্টার।

পুঁজিবাজার ডেস্ক পুঁজিবাজার রবিবার, ১১ মে ২০২৫।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের পুঁজিবাজারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনেকেই গুরুতর দুর্নীতির সঙ্গে জড়িত—এমন অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

একই সাথে প্রধান উপদেষ্টা সরকারি অংশীদারিত্ব রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুততম সময়ের মধ্যে শেয়ারবাজারে (আইপিও) তালিকাভুক্ত করাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে ‘শেয়ারবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ শীর্ষক এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, শেয়ারবাজারে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ পদক্ষেপের মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে বার্তা যাবে—কোনো অনিয়ম সহ্য করা হবে না।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

বিএসইসি চেয়ারম্যান বৈঠকে গত ৯ মাসে গৃহীত সংস্কার কার্যক্রম ও চলমান উদ্যোগ নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন। আলোচনা শেষে ড. ইউনূস শেয়ারবাজারের দীর্ঘস্থায়ী উন্নয়নে পাঁচটি নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা হলো:

১. সরকারি অংশীদারিত্ব রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুততম সময়ের মধ্যে শেয়ারবাজারে (আইপিও) তালিকাভুক্ত করা।

২. দেশীয় বড় বেসরকারি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা বিবেচনায় নেওয়া।

৩. বাজারে নিহিত স্বার্থে জড়িত ব্যক্তিদের প্রভাব হ্রাস করে নিরপেক্ষ মনিটরিং নিশ্চিত করা এবং বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে তিন মাসের মধ্যে রিফর্ম শুরু করা।

৪. বড় প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাংক ঋণের পরিবর্তে কোম্পানিগুলো যেন বন্ড বা শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহে আগ্রহী হয়, সে বিষয়ে কৌশল নির্ধারণ।

৫. দুর্নীতিগ্রস্ত মধ্যস্থতাকারী বা দালালদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

প্রেস সচিব বলেন, শেয়ারবাজারে যে প্রভাবশালী গোষ্ঠী সংস্কার প্রতিহত করে, তাদের নিয়ন্ত্রণে এনে গভীর সংস্কার কার্যকর করতে হবে। এতে করে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আসবে।

কি আশ্চর্যজনক আবিষ্কার! বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পিঁপড়ারা শীতের জন্য প্রয়োজনীয় শস্য এবং বীজ সংগ্রহ করার পরে তাদে...
08/05/2025

কি আশ্চর্যজনক আবিষ্কার! বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পিঁপড়ারা শীতের জন্য প্রয়োজনীয় শস্য এবং বীজ সংগ্রহ করার পরে তাদের বাসাগুলিতে সংরক্ষণ করার আগে সেই বীজগুলির প্রতিটি অর্ধেক ভাগ করে ফেলে! এর কারণ সেগুলিকে অর্ধেক করে ভেঙ্গে বৃষ্টির মধ্যেও অঙ্কুরোদগম করা থেকে বিরত রাখে ।

কিন্তু বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন যখন তারা আবিষ্কার করেছিলেন যে পিঁপড়ার বাসাটিতে সংরক্ষিত ধনের বীজ ২ টুকরার পরিবর্তে ৪ টুকরো হয়ে গেছে। গবেষণার পরে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে একটি ধনে বীজ দুটি ভাগে বিভক্ত হওয়ার পরেও অঙ্কুরিত হবে, তবে এটি চার ভাগে বিভক্ত হওয়ার পরেও অঙ্কুরিত হবে না।

তাহলে এই ক্ষুদ্র প্রাণীরা কিভাবে এই সব জানে? মানুষ কতই না কম জানে, তার অন্যান্য প্রাণীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

সূবহান-আল্লাহ্!
রাব্বানা মা-খ্বলাকতা হাজা বাতিলান, সূবহানাক ফা-ক্বীনা আজবান নার।

দেশের অর্থনীতিতে নতুন এক ইতিহাস রচিত হলো!দীর্ঘদিন যাবত নিস্তেজ দেশের শেয়ারবাজার। তার ওপর ভারত-পাকিস্তান হামলার ইস্যুতে গ...
08/05/2025

দেশের অর্থনীতিতে নতুন এক ইতিহাস রচিত হলো!
দীর্ঘদিন যাবত নিস্তেজ দেশের শেয়ারবাজার। তার ওপর ভারত-পাকিস্তান হামলার ইস্যুতে গতকাল সূচকের ব্যাপক অবনতি ঘটে। তাতে করে দেশের সাধারন বিনিয়োগকারী মূলধন হারাবার শোক সইতে না পেরে কাফন পরিধান করে একই সাথে শোক ও দাবী মিছিলে জড়ো হন মতিঝিল এলকায়। দেশের বর্তমান পরিচালকগন কি সাধারন বিনিয়োগকারীদের দাবী মেটাতে গ্রহন করবে যুগোপযোগী কোন কার্যকর ব্যাবস্থা?
©

🔴 কোন স্টেশনে নামলে, কোথায় কোথায় যেতে পারবেন...★১)  #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্...
08/05/2025

🔴 কোন স্টেশনে নামলে, কোথায় কোথায় যেতে পারবেন...
★১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।

★২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

★৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন বাজার, এয়ারপোর্ট, । উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

★৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়,মুসলিম বাজার, ইসিবি চত্বর, রুপনগর, আবাসিক, দুয়ারিপাড়া, আরিফাবাদ।

উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।

মতিঝিল থেকে: ৮০ টাকা।

★৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, আধুনিক,ইসিবি চত্বর, মিরপুর ১১, মিল্কভিটা, চলন্তিকা মোড়, শিয়াল বাড়ি, প্রশিকা, মিরপুর-১, ৬, ৭, চিড়িয়াখানা।

উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।

মতিঝিল থেকে: ৭০ টাকা।

★৬) #মিরপুর_১০ (Mirpur- 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২,BRTA, হোপ মার্কেট,শাহ আলী মার্কেট, চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

★৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

★৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।

★৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।

★(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ,নব থিয়েটার, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।

★(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

★(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

★(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ জাদুঘর, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

★(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

★(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

★(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।

বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।

উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।

মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিঃ এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:৪০ মিঃ।

প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে: ৩:৩০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:০০ মিঃ।

এবং মতিঝিল থেকে বিকাল ৩:৫০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:৪০ মিঃ।

প্রতি ৮/১০ মিনিট পরপর উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেল ছাড়ে।

Bangladesh Metro Railway Information.!! 🏵️

🐝 When a queen dies, a decision must be made.Not in panic. Not in fear.But with purpose.The hive doesn’t collapse. It ad...
27/04/2025

🐝 When a queen dies, a decision must be made.
Not in panic. Not in fear.
But with purpose.

The hive doesn’t collapse. It adapts.
From a sea of ordinary larvae, a few are chosen. Not because they’re special. But because they could be.

They’re fed something extraordinary: royal jelly—the nectar of transformation.
And that’s where the magic begins.

This isn’t fate. It’s nurture.
One larva, fed with care, becomes what no one expected—a queen.
Not born. Made.

She’ll live longer. Rebuild order.
And where there was silence, she’ll bring rhythm again.

Because in a hive, crisis doesn’t create chaos—it creates leadership.
🧡

And maybe there’s something in that for us, too:
That greatness isn’t always a matter of blood or title.
It’s what happens when someone ordinary is given extraordinary support.

Let’s feed each other better futures. 🍯
Let’s raise more queens.
©

Address

Munshiganj

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801720526204

Alerts

Be the first to know and let us send you an email when Mah'bub K. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share