26/09/2024
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ
উচ্চারণঃ- আল্লাহু লা — -ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যূল কাইয়্যূম
অর্থঃ- আল্লাহ, যিনি ব্যতীত কোন উপাস্য নেই।
لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ
উচ্চারণঃ- লা তা’খুযুহু সিনাতুঁও ওয়ালা নাউম
অর্থঃ- যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক।
لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ
উচ্চারণঃ- লাহু মা-ফিসসামা-ওয়া-তি ওয়ামা ফিল আরদ্ব
অর্থঃ- কোন তন্দ্রা বা নিদ্রা তাঁকে পাকড়াও করতে পারে না।
مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ
উচ্চারণঃ- মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদা — -হূ ইল্লা বিইযনিহ
অর্থঃ- আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তাঁরই মালিকানাধীন।
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ
উচ্চারণঃ- ইয়া‘লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খলফাহুম
অর্থঃ- তাঁর হুকুম ব্যতিত এমন কে আছে যে, তাঁর নিকটে সুফারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন।
وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ
উচ্চারণঃ- ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইম মিন্ ইলমি — হী ইল্লা বিমা শা — আ
অর্থঃ- তাঁর জ্ঞানসমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতুটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতিত।
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ
উচ্চারণঃ- ওয়াসি‘আ কুরসিয়্যুহুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব
অর্থঃ- তাঁর কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে।
وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا
উচ্চারণঃ- ওয়ালা ইয়াউদুহূ হিফযুহুমা
অর্থঃ- আর সেগুলির তত্ত্বাবধান তাঁকে মোটেই শ্রান্ত করে না।
وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
উচ্চারণঃ- ওয়া হুয়াল ‘আলিয়্যূল ‘আযী-ম ।
অর্থঃ- তিনি সর্বোচ্চ ও মহান’।