Najmul Hasan

Najmul Hasan لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ (ﷺ)
(213)

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপোষহীন বিপ্লবী শরীফ ওসমান হাদী আজ ইন্তেকাল করেছেন। খুব কষ্ট লাগতাছে ভাইটির জন্য...
18/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আপোষহীন বিপ্লবী শরীফ ওসমান হাদী আজ ইন্তেকাল করেছেন। খুব কষ্ট লাগতাছে ভাইটির জন্য অল্প কয়েকদিনে মানুষের মন জয় করে চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে 😭 আপনি শহীদ, শহীদরা কখনো মরে না আপনি সারাটা জীবন মানুষ এর হৃদয়ে যায়গা করে নিয়েছেন 😭 ভালো থাকবে ভাই আল্লাহর কাছে

হেল্প পোস্ট।আসসালামুয়ালাইকুম।।হাজার বার ভাবার পর পোস্টটা করলাম।কিন্তু মুখে লজ্জা রাখলে  আমার বাচ্চার জন্য ক্ষতি।সবাই ইতি...
17/12/2025

হেল্প পোস্ট।
আসসালামুয়ালাইকুম।।
হাজার বার ভাবার পর পোস্টটা করলাম।কিন্তু মুখে লজ্জা রাখলে আমার বাচ্চার জন্য ক্ষতি।
সবাই ইতি মধ্যে জেনেছেন আব্দুর রহমান গত আড়াই বছর আগে টি*বি মে নে নজাইটিসে আক্রান্ত হয়েছিলো।। যার ফলে আব্দুর রহমানের চোখে দেখার যে অপ্টিক নার্ভ ছিলো সেই নার্ভ ক্ষ তি গ্রস্ত হয়েছে।।আব্দুর রহমানের যখন টি বি মেনেন জাইটিস হয়েছিলো তখন এই রো গের চিকিৎসা খরচ এতই ছিলো যে আমাদের আপনাদের সকলের কাছে মানবিক আবেদন করতে হয়েছে।।আপনাদের সকলের সহযোগিতাতেই আমরা আব্দুর রহমানের চিকিৎসা খরচ সংগ্রহ করে ট্রিটমেন্ট করিয়েছি।।এইটা আমার বলতে কোন লজ্জা নাই।আব্দুর রহমানের অবস্থা তখন বেশ খারাপ থাকায় আমরা উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে নিতে পারি না।পরবর্তীতে যখন আব্দুর রহমান সুস্থ হলো তখন আর আমাদের কাছে টাকাও ছিলো না এবং মুখো লজ্জায় আমরা আর মানবিক আবদন করি নাই কারন আব্দুর রহমানের জন্য বেশ কয়েকবার মানবিক আবদন করেছিলাম।যাই হোক মেইন কথায় আসি আব্দুর রহমানের এখন সে সমস্যা সে এখন চোখে খুবই কম দেখে।।যেটাকে লো ভিশন বলে।।ইন্ডিয়াতে বেশ কয়েকটা হাসপাতালে খোজ খবর নিয়ে যানতে পারি এর ট্রিটমেন্ট আছে তবে একটু ব্যায়বহুল প্লাস তারা রো গি দেখার পর বলতে পারবে আসলে কতটুকু ক্ষ তিগ্রস্ত হয়েছে আব্দুর রহমানের অপ্টিক নার্ভ। আর এর জন্য মিনিমান ৮থেকে ১০লক্ষ টাকার প্রয়োজন।। আসলে আমরা অনেক চিন্তা করেছিলাম যে এই আবেদন করবো না।।কিন্তু একটা কথা ভাবলাম যে পেটে ক্ষুদা রেখে মুখে লাজ রাখা উচিৎ না।।আর সেখানে তো আব্দুর রহমান আমার সন্তান।।যদি আবার আল্লাহ চায় আপনাদের সকলের সহযোগিতাতে আব্দুর রহমান নরমাল জীবনে ফেরত আসতে পারে তাহলে কেনোই বা আমরা বাবা মা হয়ে ছোট হতে পারবো না।প্রতিটা বাবা মা চায় তার সন্তান যাতে নরমাল জীবনযাপন করে।।আমরা অনেক চেষ্টা করেছি টাকাটা ম্যানেজ করতে কোনভাবেই পারি নাই।আর আব্দুর রহমানকে যত ছোট থাকতে এই ট্রিটমেন্টটি নেওয়া যায় ততই কার্যকর হবে।।এত্তদিন ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাথে তা ঠিক হয়ে যাবে কিন্তু তা ঠিক হচ্ছে আমার মনে হচ্ছে আব্দুর রহমানের আগের ভিশন থেকে আগে যা দেখতো এখন দিন দিন আরও কম দেখছে।।অপ্টিক নার্ভ ড্যামেজ হলে তার চিকিৎসা খুবই রেয়ার আর ব্যায়বহুল।।তাই আবারও যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তাহলে হয়তো আব্দুর রহমানের চোখের চিকিৎসার জন্য ইন্ডিয়াতে নিয়ে যেতে পারতাম।।
সহযোগিতার জন্য
সিটি ব্যাংক
হোল্ডার নাম: Sanjida Sultana
একাউন্ট নাম্বার:2224529639001
যাত্রাবাড়ী শাখা

বিকাশ:01641733349 আব্দুর রহমানের বাবা।।
নগদ:01641733349 আব্দুর রহমানের বাবা

আর আব্দুর রহমানের সকল আপডেট আমাদের পেজ Proma's vlog, proma's creations এই পেজ দুটোতেই পাবেন।।যোগাযোগের জন্য:01628880815/ 01641733349
এই ২নাম্বারে যোগাযোগ করবেন।
অন্য কোন নাম্বার বা অন্য কারো মাধ্যমে টাকা প্রদান করে প্রতারিত হবেন না।
ধন্যবাদ।

16/12/2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিজয়ের ৫৪ বছরে আমাদের ভালোবাসার বাংলাদেশ...🇧🇩🇫🇷

আহা সময় কখন যে জীবন থেকে হারিয়ে যায় বুঝা যায় না 😭 জীবনকে প্রতিষ্ঠিত করতে নিজের সাথে যুদ্ধ করতে হয় কেউ জায়গা করে দেয় না 😭...
11/12/2025

আহা সময় কখন যে জীবন থেকে হারিয়ে যায় বুঝা যায় না 😭 জীবনকে প্রতিষ্ঠিত করতে নিজের সাথে যুদ্ধ করতে হয় কেউ জায়গা করে দেয় না 😭🇧🇩🇫🇷‼️

09/12/2025

আমরা প্রবাসীরা কামলা তাই এয়ারপোর্টে গেলে আমাদের সম্মান নাই কিন্তু আমাদের টাকা দিয়ে আরাম আয়েশে জীবন যাপন করে ওই সালার পুত রা 😭🇧🇩🇫🇷
#প্রবাসি

08/12/2025

যার বাবা নাই সেই যানে বাবা না থাকার যন্ত্রণা 😭 মনে হয় পৃথিবীটা শূন্য হয়ে পড়ে রয়েছে 😭 এই কষ্ট এই অনুভূতি কাউকে বুঝানোর মতো না ‼️🇫🇷🇧🇩

28/11/2025

চোখ বন্ধ করতে এখন ভয় হয় 😭 কি জবাব দিবো আল্লাহর কাছে 😭😭
হজুরের কথা গুলো কলিজায় গিয়ে লাগলো ‼️

24/11/2025

একবার পুরুষ জীবিকার জন্য ঘর থেকে বের হলে আর ঘরে ফিরা হয় না 😭 মন চাইলে ও পারা যায় না ফি রা 😭‼️🇧🇩🇫🇷

প্রথমে তো চুদলিং পং করে দিলো বিশ্বসেরা কোচ হাবিয়ার ক্যারাবেরা😜। আজকে এই একাদশকে আপনি ১০ এ কত দিবেন ‼️😜🇧🇩
18/11/2025

প্রথমে তো চুদলিং পং করে দিলো বিশ্বসেরা কোচ হাবিয়ার ক্যারাবেরা😜। আজকে এই একাদশকে আপনি ১০ এ কত দিবেন ‼️😜🇧🇩

সম্মানিত আমীরে জামায়াত, ডা.শফিকুর রহমান হাফিজাহুল্লাহ এর হার্টে ৩ টা ব্লক ধরা পড়েছে। জরুরী হার্টে বাইপাস সার্জারী করতে ...
30/07/2025

সম্মানিত আমীরে জামায়াত, ডা.শফিকুর রহমান হাফিজাহুল্লাহ এর হার্টে ৩ টা ব্লক ধরা পড়েছে।
জরুরী হার্টে বাইপাস সার্জারী করতে হবে।

পরিবার এবং ব্যক্তিগত চিকিৎসকদের প্রস্তাব ছিলো দেশের বাইরে। তিনি দেশেই সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।

মহান আল্লাহ হেফাজত করুন।এবং মহান রবের দরবারে আমীরে জামায়াতের সুস্থতা এবং নেক হায়াত কামনা করছি।

Shout out to my newest followers! Excited to have you onboard! Yousuf Ali, Ali Hossain
23/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Yousuf Ali, Ali Hossain

‼️একটি জীবন বাঁচাতে সাহায্য করুন‼️২১ বছর বয়সী ছাত্র নকিব হাসান নিলয়ের আপনার জরুরি সাহায্য প্রয়োজনআসসালামু আলাইকুম ওয়া রহ...
21/07/2025

‼️একটি জীবন বাঁচাতে সাহায্য করুন‼️

২১ বছর বয়সী ছাত্র নকিব হাসান নিলয়ের আপনার জরুরি সাহায্য প্রয়োজন

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,

ভারাক্রান্ত হৃদয়ে আমরা আপনার সমর্থন এবং প্রার্থনা কামনা করছি।
মাত্র ২১ বছর বয়সী নকিব হাসান নিলয় এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে — দুটি কিডনিই অকেজো হয়ে গেছে, এবং তার ক্রিয়েটিনিনের মাত্রা ৭.৬-এ পৌঁছেছে। তার জরুরি ভিত্তিতে ডায়ালাইসিস এবং উন্নত চিকিৎসা প্রয়োজন।

😔 তার মা ইতিমধ্যেই ডায়ালাইসিস করছেন

এখন একমাত্র ছেলেও একই পরিণতির মুখোমুখি...

দয় করে নিলয়ের জীবন বাঁচাতে সাহায্য করুন।

🏥 বর্তমানে ভর্তি আছেন:

মিরপুর কিডনি ফাউন্ডেশন, ঢাকা

📲 আপনি কীভাবে আর্থিকভাবে সাহায্য করতে পারেন:

বিকাশ (ব্যক্তিগত): 01310721431
🏦 এক্সিম ব্যাংক অ্যাকাউন্ট: 0112000801156
🏦 ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট: 1527348506602

যদি আপনি দান করতে না পারেন, তবে সামান্য অংশ বা আন্তরিক দুআ এখনও একটি জীবন বাঁচাতে পারে।
আল্লাহ আপনার দয়া এবং প্রচেষ্টার জন্য আপনাকে পুরস্কৃত করুন।
fans

Address


Alerts

Be the first to know and let us send you an email when Najmul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Najmul Hasan:

  • Want your business to be the top-listed Media Company?

Share