Zufaneesh

Zufaneesh তুমিও মানুষ আমিও মানুষ
তফাৎ শুধু শিড়দাঁড়ায়….
বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

বুকে হাত দিয়ে বলেন তো এমন খবর এর আগে দেখেছেন কখনো। আল্লাহ ওদের কাজগুলো কবুল করুন। 🤲🤲
13/04/2025

বুকে হাত দিয়ে বলেন তো এমন খবর এর আগে দেখেছেন কখনো।
আল্লাহ ওদের কাজগুলো কবুল করুন। 🤲🤲


If the bombs don’t stop, neither do we. On April 7, we rise — boycotting exams, schools, and classrooms in unwavering so...
06/04/2025

If the bombs don’t stop, neither do we. On April 7, we rise — boycotting exams, schools, and classrooms in unwavering solidarity with the people of Gaza. With faith in Allah and fire in our hearts, we’re preparing to join national actions that demand justice and liberation.

Hope lives. Palestine resists. The world is watching.

From classrooms to the streets — we stand, we speak, we act!


04/04/2025

My powerful professor 🔥


প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাবে না করে দিয়েছে বিএনপি।মানে আরো একজন হাসিনা লোডিং…….অথচ এতো এতো রক্ত দেওয়ার পর আম...
28/03/2025

প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাবে না করে দিয়েছে বিএনপি।

মানে আরো একজন হাসিনা লোডিং…….

অথচ এতো এতো রক্ত দেওয়ার পর আমাদের আশা ছিলো, অন্তত আর কিছু না হোক, দুর্নীতি না কমুক, অন্তত আরেকজন হাসিনা যাতে না হয়, সেই আইনটা করতে যাইতে।

আলী রিয়াজ স্পষ্ট করে বলেছিলেন, এই সিস্টেম থাকলে আবার ফ্যাসিবাদ আসবে। এইটা সংস্কার করতে হবে।

বিএনপি আজ স্পষ্ট জানাইয়া দিছে এই সংস্কার ওরা করতে দেবে না।

৯০ এর সাথেও এই দলটা প্রথম গাদ্দারি করেছিলো।

২৪ এর সাথেও প্রথম বেঈমানিটাও এরাই করলো।

বাট ফ্যাক্ট ইজ, এরা গাদ্দারি করে বারবার আওয়ামীলীগকে ফেরত আনে।

১৯৯৬ তে কেয়ারটেকার বাতিল করছিলো ক্ষমতায় থাকার জন্য। পারে নাই। মাঝখান দিয়ে আওয়ামীলীগ আসছে।

২০০৬ এ আবার এরা বিচারকের বয়স বাড়াইয়া বাটপারি করার চেষ্টা করে।

পারে নাই। মাঝখান দিয়ে ১/১১ আইনা নিজেরাও ডুবসে, দেশটাকেও ডুবাইসে।

২৪ এ ভাবছিলাম এরা কিছু অন্তত শিখছে। বাট আজ প্রমাণ হলো, কিছুই শেখে নাই। কিছুই বদলায় নাই। এরা হাসিনার বিরোধিতা করতো মূলত নিজেরা হাসিনা হওয়ার জন্যই।

নাগরিক পার্টির অবশ্যই এই সংস্কারে পক্ষে দাঁড়াতে হবে। প্রয়োজনে এই দাবিতে আন্দোলন করতে হবে।

যদি এই সংস্কার ইউনূস করতে না পারেন, আজ থেকে ১০ বছর পর আবার জুলাই আসবে।।আবার গণহত্যা হবে। আরো ২০০০ ছাত্র জনতাকে প্রাণ দিতে হবে।

ছাত্র জনতার রক্তের উপর দিয়ে উঠে আসা দল হিসেবে নাগরিক পার্টিকে অবশ্যই প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রশ্নে কোন আপোষ করা যাবে না।

ডক্টর ইউনূসের জন্যও এটা টেস্ট কেস।

যদি একটা রাজনৈতিক দলের কথা শুনে প্রধানমন্ত্রীর ক্ষমতা না কমান, যদি এই মিনিমাম সংস্কারটাও না করেন, তাহলে প্রমাণ হবে আপনারা জনগণের সরকার না। একটা রাজনৈতিক দলের সরকার।

অন্য কোন খাতে কী সংস্কার হবে না হবে জানি না। কোন রাজনৈতিক দলও যদি একমত না হয়, তাও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমান। হাসিনা হওয়ার রাস্তা বন্ধ করেন।

এই দেশ আর কোন জুলাই এর ভার সহ্য করতে পারবে না।
C

মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা খুবই ভ'য়ং'কর কথা বলেছেন। তিনি বেসিক্যালি শেখ হাসিনার কথাটাই ঘুরিয়ে বলেছেন। একজন নাগরিক হি...
28/03/2025

মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা খুবই ভ'য়ং'কর কথা বলেছেন। তিনি বেসিক্যালি শেখ হাসিনার কথাটাই ঘুরিয়ে বলেছেন। একজন নাগরিক হিসেবে আমি এইটাতে খুবই অপমানিত বোধ করেছি।

তিনি নাকি বলেছেন- "সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে দুই বেলা দু'মুঠো ভাত, মোটা কাপড় আর মাথার ওপর ছাদ। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, দয়া করে দেশের মানুষকে শান্তি দিন।"

এইটা খুবই ভ'য়ংক'র ১টা কথা। দেশের জনগন সম্পর্কে ১জন রাজনীতিক এই পর্যায়ের নিচু ধারণা পোষণ করেন কীভাবে, ভাবতেই আশ্চর্য হতে হয়। যিনি নাকি আবার একটা দলের কার্যত দ্বিতীয় শীর্ষ নেতা।

সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা শুধু দুই বেলা ভাত আর মোটা কাপড় চায়!! দেশের মানুষকে কি তাহলে ফখরুল সাহেব কৃতদাস মনে করেন? দু'মুঠো ভাত আর মোটা কাপড় ছাড়া আমাদের আর কোনো চাহিদা নাই?

দেশের মানুষ যদি শুধু ভাত আর কাপড়ই বোঝে, তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিলো! শেখ হাসিনার আমলে কি ভাত কাপড়ের অভাব পড়েছিলো? সাধারণ মানুষ রক্ত দিয়ে হাসিনাকে তাড়ালো কেন?

হাসিনা তো ভালোই ভাত কাপড়ের ব্যবস্থা করছিলো, উন্নয়ন উন্নয়ন জিগিরও করতো। সংস্কার যদি দরকার না হয়, মানুষ যদি সংস্কার না বোঝে তাহলে ওবায়দুল কাদেরের চেয়ে আপনি কোন দিক দিয়ে উন্নত হইলেন?

আবার বলছেন- দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে শান্তি দিন। তো এইযে 'দেশের মানুষের' কথা বললেন, এরা কারা? যারা সংস্কার বোঝেনা, তারা দ্রুত নির্বাচন আর ধীরে নির্বাচন বোঝে? দ্রুত নির্বাচন দিলে তারা শান্তি পাবে সেটাই বা কে বললো?

সাধারণ মানুষ যদি শুধু দুই বেলা ভাত, আর মোটা কাপড়ই বোঝে, তাহলে তো নির্বাচনেরও দরকার হয় না, কারণ ভাত-কাপড় তো ড. ইউনূসের সরকারও দিচ্ছে। তাহলে আর দ্রুত নির্বাচনের কথাই বা আসে কেন?

রাজনীতিকদের বলি, দেশের মানুষকে সম্মান করতে শিখুন। সাধারণ মানুষ সংস্কার বোঝেনা- এইসব অসম্মানজনক কথা বলা থেকে বিরত থাকুন। নিজেদের অসাধারণ মানুষ আর অন্যদের সাধারণ মানুষ ভাবা বন্ধ করুন।

ভিআইপি গিরি ছেড়ে রাস্তার মোড়ে চায়ের দোকানে বসুন, বাসে ট্রেনে যাতায়াত করুন।
মাঠে কাজ করে যে কৃষক ভাইবোনেরা, রিকশা-ভ্যান চালায় আমার যে ভাই, গার্মেন্টসে, কারখানায় কাজ করেন যে শ্রমিক ভাইবোনেরা, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কী চায়।

সরেজমিনে দেখুন, কোনোরকম গুণগত সংস্কার ছাড়া যেন-তেন প্রকারে ক্ষমতার হাতবদল করে 'পুরান বোতলে নতুন মদ' এর মত এক দলের জায়গায় আরেক দলকে তারা চায় কিনা?

C

ইউনূস ধার্মিক মানুষ না। উনি একজন লিবারেল ডেমোক্রেট।হাসিনার মতো তাহাজ্জুদের গল্প উনি শোনান না। অথচ ইউনূসের হাত ধরেই হজ্জে...
25/03/2025

ইউনূস ধার্মিক মানুষ না। উনি একজন লিবারেল ডেমোক্রেট।

হাসিনার মতো তাহাজ্জুদের গল্প উনি শোনান না।

অথচ ইউনূসের হাত ধরেই হজ্জের জন্য বিশেষ অ্যাপ তৈরি হলো। দোয়া থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত পাবেন হাজ্বীরা।

এবারই প্রথম রমজানে সেহরি বা ইফতারে কারেন্ট গেল না। গ্রামের লোকজন যে কী আরাম পাইছে, তারাবী পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, চিন্তা করতে পারবেন না।

রমজান পার হয়ে ঈদ চলে আসলো। বাজার স্টেবল। কত মানুষ যে কতজনকে ইফতার করাইতে পারছে এবার। অথচ গতবার এইটা কমাতে হয়েছিলো অনেক।

আজ ভাষণে ইউনূস বললেন, ঈদে আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। শবে ক্বদরে দেশের জন্য দোয়া করবেন। গরীব আত্মীয়দের সাহায্য করবেন।

এই কথা বা কাজগুলো গত ১৫ বছর তথাকথিত তাহাজ্জুদ পড়া কওমী জননীর থেকে শুনতে পেয়েছিলেন?

পান নাই।

পেয়েছিলেন আমি সবাইকে খাওয়াই, সবাইকে ইফতার করাই, দেশে প্রচুর উন্নয়ন হয়েছে, কোন গরীব নাই, মিষ্টি কুমড়ার বেগুনি খান, রমজানে এতো বেশি বেশি খান কেন? কম খান। সাথে তো তারাবি আর সাহরিতে লোড শেডিং ছিলো। ইভেন মসজিদের এসি চালাইতে না করছিলো গতবার।

অথচ ইউনূস নাকি ইসলাম বিরোধী। ইউনূস নাকি আমেরিকার দালাল। ইউনূস নাকি লিবারেল। সে আসলে ইসলাম ধ্বংস হয়ে যাবে।

ফ্যাক্ট ইজ, এতো আরাম করে রমজান পালন এই দেশের মানুষ আগে করতেই পারে নাই।

সাথে চাঁদরাতে অনুষ্ঠানের ঘোষণা দিছে। ঈদের দিন হবে বাংলা সালতানাতের ঐতিহ্যবাহী ঈদ মিছিল।

ইউনূসের হাত ধরেই আমাদের এই বাঙালি মুসলমানের ঐতিহ্য পুনরুদ্ধার শুরু হলো।

তাই লেবাস দেখে, পারসেপশন দেখে বা ধর্মের মুখোশ দেখে কে ভালো কে খারাপ প্রচার কইরেন না।

অযোগ্যরাই কেবল চুরি করে, খুন করে, গুম করে এসে তাহাজ্জুদের গল্প শোনায়।

যোগ্যরা দায়িত্ব পাইলে গল্প না শুনিয়ে মানুষের ধর্ম পালনটা সহজ আর সুন্দর করে দেয়।

একজন শাসকের জন্য এরচে বড় ইবাদত আর কী হতে পারে, বলেন তো?

Sadiqur rahman khan

তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান—দুই ঘণ্টার মধ্যে এনজিওগ্রাম, রিং—সব সেরে ফেলেন ডাক্তার! একটা দেশের মূল্যবান ক্রিকেটার, তা...
24/03/2025

তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান—দুই ঘণ্টার মধ্যে এনজিওগ্রাম, রিং—সব সেরে ফেলেন ডাক্তার! একটা দেশের মূল্যবান ক্রিকেটার, তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই— হাসপাতালও তখন সেবা দেয়, দয়া করে না।

আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন— কিন্তু যারা তামিম না? যারা শুধুই নাগরিক? তাদের বুক ব্যথা মানেই— বুকের উপরে ভর্তি ফরম, সিরিয়াল, অ্যানালাইসিস ফি, প্রতীক্ষার ওয়ার্ড, আর হয়তো একটা শোকবার্তা! এখানে সেবা পেতে হলে তুমি ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে, নয়তো হতে হবে নিছক ভাগ্যবান!

একই রিং, একই ডাক্তার, একই অপারেশন— তবু কারো জন্য পঁচিশ হাজার, আর কারো জন্য দুই লাখ! এটা কি সেবা?না ভাই, এটা স্টেন্ট নামের চুক্তিভিত্তিক ডা*কাতি। বাংলাদেশে চিকিৎসা নেই—এই মিথ্যে বলে যারা, তারা আসলে সত্যকে আড়াল করে। চিকিৎসা আছে—সততা নেই। ডাক্তার আছে—দায়িত্ব নেই। হাসপাতাল আছে—মানবতা নেই।

এখানে ওটি মানে 'অপারেশন থিয়েটার' না, এটা একেকটা 'অফিস টেবিল', যেখানে প্রতিটি রোগী একটা টাকার ইউনিট।
বুকের ব্যথা কেটে যাবে একদিন, কিন্তু এই ব্যবস্থার ব্যথা কাটবে কবে? একদিন রিং পড়বে এই সিস্টেমের বুকে—হৃদপিণ্ড খুলে বের করা হবে প্রতারণার রক্ত। সেইদিন চিকিৎসা হবে আবার সেবা, ব্যবসা নয়।

- Mahmud Hasan Tabib

22/03/2025

A history of Real Apa😎

ঠিক তিন ঘন্টা আগে শায়েখ কাবার প্রান্তরে লাখো মুসলিমদের  নিয়ে দোয়া করার ভিডিওটা আপলোড করলেন। তারপর  তিনঘন্টা পর  লিখলেন.....
19/03/2025

ঠিক তিন ঘন্টা আগে শায়েখ কাবার প্রান্তরে লাখো মুসলিমদের নিয়ে দোয়া করার ভিডিওটা আপলোড করলেন। তারপর তিনঘন্টা পর লিখলেন.....🙂

মুসলমানদের সব সমস্যাগুলো যদি শুধু দোয়ার মাধ্যমে সমাধান হতো! তাহলে আল্লাহর রাসূল (সঃ) যু দ্ধ করতেন না। অতচ তিনিই হলেন এমন ব্যক্তি, যিনি দোয়া করলেই কবুল হয়ে যেতো৷

এই হচ্ছে হকার ময়ুখদের দেশে সংখ্যালঘু মুসলিমদের অবস্থা। আমাদের দেশের হিন্দুদের চিন্তায় তাদের ঘুম আসে না, আমরা নাকি সংখ্যা...
16/03/2025

এই হচ্ছে হকার ময়ুখদের দেশে সংখ্যালঘু মুসলিমদের অবস্থা। আমাদের দেশের হিন্দুদের চিন্তায় তাদের ঘুম আসে না, আমরা নাকি সংখ্যালঘুদের নির্যাতন করি। কিন্তু সেই সুচনা থেকেই মুসলিম সংখ্যালঘুদের উপর যে বর্বর নিয্রাতন সেটা তাদের অসভ্য সানি পড়া চোখে ধরা পড়ে না।
ওদের কথা বাদ দেন আমাদের দেশি হিন্দুদের কথা চিন্তা করেন। তাদের বদলা হারায় গেলেও ফেসবুকে ঝড় তুলে ফেলে তারা নাকি নির্যাতিত। অথচ মুসলিম নির্যাতন নিয়ে একটা হিন্দুকেও দেখবেন না একটা কথা বলতে।
আমার দেশের খাটাশ মিডিয়ারও কোনো মাথা ব্যাথা নাই। রিপাবলিক বাংলার এক ময়ুখ পুরো বাংলাদেশ নাড়ায় ফেলছে মিথ্যে বানোয়াট খবর প্রচার করে। অন্যদিকে আমাদের কোনো মিডিয়া সত্য ঘটনাগুলোও রিপোর্ট করবেনা, একটা টকশো ও করবেনা।
আমরা পিছনে, অনেক পিছনে। সারা বিশ্বে আমরা নির্যাতিত।


অনেক হতাশা নিরাশার মধ্যে লাস্ট তিন-চারদিনের কয়েকটা সুখবর আপনাগো শুনাই। দেশের ভালো শুনাইতে এবং শুনতে ভালোই তো লাগে। - ইন্...
11/03/2025

অনেক হতাশা নিরাশার মধ্যে লাস্ট তিন-চারদিনের কয়েকটা সুখবর আপনাগো শুনাই। দেশের ভালো শুনাইতে এবং শুনতে ভালোই তো লাগে।

- ইন্টেরিম লাস্ট ৬ মাসে দেশী বিদেশী ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা।

- দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি।

- দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি টাকা।

- হাসিনা ও তার পরিবারের একাউন্ট থেকেই উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা।

- দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২ শতাংশ।

- রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশংকাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টেরিম।

- গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে।

- ধর্ষণের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে।

- আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিলো৷ বাফুফের উপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

- জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে আসতেছে। ইমাজিন! যেটা কেউ পারে নাই, সেটা ইউনুস পারতেছে। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ডওয়াইড রিকগনিশন বাড়াবে৷

অনেক কিছু বলা সহজ। গাইলানো সহজ৷ নির্বাচন দ্রুত চাওয়াও সহজ৷ বিএনপি সবসময় নির্বাচন চাইতেছে জাস্ট একটু চাপে রাখার জন্য এবং পলিটিক্যাল এক্টিভিজম হিসেবে৷ বিএনপির হাই-কমান্ড জানে যে, হাসিনার রেখে যাওয়া ধ্বজভঙ্গ অর্থনীতিকে বিএনপি আইসা সোজা করতে ঘাম ছুইটা যাবে। উপরন্তু, অর্থনীতি, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলে বিএনপির ক্ষমতায় আসলেও যে টিকতে মুশকিল হবে, এটা ভালো করেই জানে।

ইউনুস সাব হিমশিম খাইতেছে অনেক কিছু করতে। ধ্বজভঙ্গ একটা দেশ এবং চুতিয়া একটা জাতিকে ঠিক করতে। তারপরও, অনেক কিছু করতেছে এবং করবে। একটু ক্ল্যাপ দেন লোকটারে। ইন্টেরিমকে একটু সাহস দেন।

টেম্পু সিএনজি সব আমাগো দখলে তাহলে ওরা এত টাকা পায় কই!! 📣প্রিও নাসির ভাই, আসেন অংকের একটা ক্লাস করাই-ছাত্রশিবিরের রানিং স...
07/03/2025

টেম্পু সিএনজি সব আমাগো দখলে তাহলে ওরা এত টাকা পায় কই!! 📣

প্রিও নাসির ভাই, আসেন অংকের একটা ক্লাস করাই-

ছাত্রশিবিরের রানিং সদস্য, সাথী, কর্মী ও সমর্থক সবাই এই সংগঠনে অর্থ দান করেন। এবং প্রতিষ্ঠা কালীন থেকে শুরু করে সাবেক সকল জনশক্তি অর্থ দান করেন।
এবার নাসির ভাই একটা অংক করেন আর হিসাব মিলান::
ধরেন, যদি রানিং এক লক্ষ ছাত্র প্রতিমাসে গড়ে ১০০/- অর্থ দান করে তাহলে এমাউন্ট দাঁড়ায়:-
১,০০,০০০×১০০=১,০০,০০,০০০/(এক কোটি)

এবার সাবেক জনশক্তি যদি
এক লক্ষ লোক অর্থ দান করে, গড়ে প্রতিমাসে ৫০০/- হলে এমাউন্ট দাঁড়ায়:-
১,০০,০০০×৫০০= ৫,০০,০০,০০০/- (পাঁচ কোটি)

এটা শুধু এক লক্ষ লোকের হিসেবে বাকি হিসাব আপনি মিলিয়ে নিয়েন। ধন্যবাদ।

আরো হিসাব আছে, সেগুলো আপনার মাথায় ধরবেনা।
সবদল টেম্পু দিয়ে চলে না ভাই।

Address


Telephone

+8801615557371

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zufaneesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zufaneesh:

  • Want your business to be the top-listed Media Company?

Share