Forhad Traveller

Forhad Traveller Travelling lover
(1)

আপনাদের সবাইকে ফরহাদ ট্রাভেল ফেসবুক পেজে স্বাগতম জানাচ্ছি ! যেকোনো ভ্রমণ সংক্রান্ত সেবা পেতে আমাদের সঙ্গে থাকুন।

📌আমাদের সেবাসমূহ জানতে পেজটি ফলো করুন।
📞 বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন।

21/11/2025

ভোরের আলো ফুটতেই কক্সবাজার ফিশারি ঘাটে শুরু হয় জীবন্ত এক উৎসব।
নৌকা ভরা টাটকা সামুদ্রিক মাছ, জেলেদের কোলাহল আর সমুদ্রের লবণাক্ত বাতাস—সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি।
যারা কক্সবাজারে যান, তারা একবার এই ঘাটের সকালটা না দেখলে সত্যিকারের সমুদ্রের জীবনকে অনুভব করা হয় না।

আজকের সকালটা ঠিক এমনই রঙিন ছিল… 🌤️🐠


21/11/2025

পাটুয়ারটেকের পাথর রাণী বিচ—যেখানে ঢেউ এসে ছুঁয়ে যায় পাথর, আর পাথর ছুঁয়ে জেগে ওঠে বিস্ময়।
নীল সমুদ্র, সাদা ফেনার ঢেউ আর সমুদ্রতটে ছড়িয়ে থাকা পাথরের রূপ—সব মিলিয়ে যেন এক অনন্য শান্তির স্বর্গ।
এমন ভিউ দেখে মন বলেই ওঠে—“প্রকৃতি, তুমি সত্যিই অপরূপ!” 😍🌊✨

#পাটুয়ারটেক #পাথররাণীবীচ #কক্সবাজারসমুদ্রসৈকত

21/11/2025

রাঙ্গামাটি… যাকে দেখলে মনে হয় প্রকৃতি নিজের হাতে এঁকে রাখা এক শান্ত শহর।
কাপ্তাই লেকের নীল জল, চারদিকে সবুজ পাহাড়, আর পাহাড়ি জীবনের সাদাসিধে সৌন্দর্য—সব মিলিয়ে রাঙ্গামাটি যেন এক টুকরো স্বপ্ন।

যেদিকে তাকাই শুধু শান্তি, সৌন্দর্য আর ভালো লাগার অনুভূতি।
রাঙ্গামাটি সত্যি আলাদা… সত্যি সুন্দর। 😍🌄💚



20/11/2025

কাপ্তাই লেকের বুকে ভাসমান আনারসের দোকান—এ যেন রাঙামাটির সবচেয়ে মিষ্টি চমক!
নৌকার ওপর সাজানো তাজা পাহাড়ি আনারস, আর সেই আনারসের ঘ্রাণে ভরে যায় পুরো লেকের বাতাস।
প্রাকৃতিক সৌন্দর্য আর স্বাদের এই মেলবন্ধন না দেখলে সত্যিই মিস! 💛✨
রাঙামাটি গেলে অবশ্যই একবার এই ভাসমান দোকান দেখে আসার মতো জায়গা!

20/11/2025

রাঙামাটির বনরুপা বাজারে সকাল মানেই ব্যস্ততার রঙ আর পাহাড়ি জীবনের ছন্দ।
তাজা সবজি, পাহাড়ি ফল, নৌকার শব্দ আর মানুষের হাসিমুখ—সব মিলিয়ে এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দেয় এই বাজার।
যদি রাঙামাটি ঘুরে থাকেন, তবে বনরুপা বাজারে একবার না গেলেই নয়! ❤️✨

20/11/2025

টাইটানিক ভিউ পয়েন্টে দাঁড়ালে মনে হয়—পাহাড় আর মেঘের সমুদ্রে ভেসে আছি! ⛰️☁️
প্রতিটি বাতাসের ছোঁয়া, প্রতিটি দৃশ্য যেন ছবি হয়ে মনে গেঁথে যায়।
বান্দরবানের এই জায়গাটা শান্তি, সৌন্দর্য আর রোমাঞ্চ—সব একসাথে অনুভব করার দুর্দান্ত স্পট! 💛✨
একবার গেলে হৃদয় ছুঁয়ে যাবে, বারবার যেতে মন চাইবে…

19/11/2025

রাতের রাস্তায় যেন অন্যরকম জাদু লুকিয়ে থাকে।
হালকা বাতাস, লাইটপোস্টের নরম আলো আর ফাঁকা পথ— সব মিলিয়ে এক শান্ত, রহস্যময় পরিবেশ। 🌙🚶‍♂️
মনটা যেন নিজের অজান্তেই হারিয়ে যায় এই নীরবতার মাঝে…
রাতের রাস্তা সবসময়ই বলে— “যাত্রা থেমে নেই, পথ চলতেই হবে।”



👉 রাতের নীরব রাস্তা কি আপনাকে টানে?



#রাতেররাস্তা

19/11/2025

আজ বনরুপা বাজারে দেখা মিলল টাটকা আদা ফুলের! 😲🌸
গোলাপি-সাদা মেশানো রঙ আর মিষ্টি সুবাসে বাজারের পুরো পরিবেশই বদলে গেছে।
যারা ভেষজ গুণে ভরসা করেন, তাদের কাছে আদা ফুল এখন সোনার মতো মূল্যবান! 🌿💚
প্রকৃতির এই অনন্য উপহার দেখে সবাই ছবি তুলতে আর কিনতে ব্যস্ত!

👉 আদা ফুলের গন্ধ কি আপনি কখনো কাছ থেকে অনুভব করেছেন?



#বনরুপাবাজার #আদাফুল #পাহাড়িগাছ #রাঙ্গামাটি #টাটকাপণ্য

Stars Gifts — Thanks Everyone for the Love & Support! 💛🙏Stars Gifts–কে ভালোবাসা ও ভরসা দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে অস...
19/11/2025

Stars Gifts — Thanks Everyone for the Love & Support! 💛🙏

Stars Gifts–কে ভালোবাসা ও ভরসা দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে অসীম ধন্যবাদ! 🙏💛
আপনাদের হাসি, রিভিউ আর সমর্থনই আমাদের প্রতিদিন আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ🙏💛

👉 আপনার ভালোবাসাই আমাদের শক্তি।

19/11/2025

ফেরিতে পারাপারের সেই মুহূর্ত— নদীর ঢেউ, বাতাসের ছোঁয়া আর চারপাশের নীরবতা মিলিয়ে এক অদ্ভুত শান্তি। 😍
গাড়ি, মানুষ, পণ্য— সবাইকে নিয়ে ফেরির ধীর গতির যাত্রা যেন সময়কে একটু থামিয়ে দেয়।
নদীর বুক চিরে এগিয়ে যাওয়ার এই অনুভূতি— সত্যিই আলাদা! ✨⛴️

👉 শেষবার কবে ফেরিতে পার হয়েছেন? অভিজ্ঞতা কেমন ছিল?

#ফেরিপারাপার #নদীপথ #নদীজীবন

18/11/2025

চিম্বুক পাহাড়ে দাঁড়িয়ে মনে হয়— আকাশটা হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে! 😍
মেঘের ভেলা, ঠাণ্ডা বাতাস আর দূরে পাহাড়ের সারি— প্রকৃতির এই সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে রাখবে ঘণ্টার পর ঘণ্টা।
বান্দরবানের অন্যতম সেরা ভিউপয়েন্ট, যেখানে প্রতিটি মুহূর্তই ছবি তোলার মতো! 📸✨

👉 চিম্বুক পাহাড়ে গেলে প্রথমে কী অনুভব করেছিলেন?

#চিম্বুকপাহাড় #বান্দরবান #মেঘেররাজ্য

Address

Holdia, Holdia, Shagatha
Bonarpara
5057

Alerts

Be the first to know and let us send you an email when Forhad Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Forhad Traveller:

Share