21/11/2025
ভোরের আলো ফুটতেই কক্সবাজার ফিশারি ঘাটে শুরু হয় জীবন্ত এক উৎসব।
নৌকা ভরা টাটকা সামুদ্রিক মাছ, জেলেদের কোলাহল আর সমুদ্রের লবণাক্ত বাতাস—সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি।
যারা কক্সবাজারে যান, তারা একবার এই ঘাটের সকালটা না দেখলে সত্যিকারের সমুদ্রের জীবনকে অনুভব করা হয় না।
আজকের সকালটা ঠিক এমনই রঙিন ছিল… 🌤️🐠