JOY BRO 五

JOY BRO 五 Streamer | E-Sports Caster | Analyst
Official Caster at Garena Free Fire 🇧🇩

01/08/2025

গর্জে ওঠো বাংলাদেশ || মিশন ওয়ার্ল্ড সিরিজ ২০২৫ - FFWS 2025 GLOBAL FINAL 💥

লক্ষ্য এবার একটাই, দেশের পতাকা হাতে বিশ্বমঞ্চে দাপিয়ে বেরানোর!
প্রস্তুত হয়ে যান আপনিও।।

✉ Business Mail - [email protected]

My Social Sites -
Youtube Channel: https://www.youtube.com/joybro.official
Instagram Page: https://www.instagram.com/joybro.official
Tiktok Profile: https://www.tiktok.com/.official
________________________

Subscribe and hit the notifications bell for future free fire live and videos.







"আজ রাত ১২ টার কনফার্ম আপডেট"উপরের লাইন টা মূলত ভিডিওর কন্সেপ্ট। গত ৩ বছর যাবত কন্টিনিউ ফ্রি ফায়ার এর সকল ইভেন্টের এডভ্...
28/07/2025

"আজ রাত ১২ টার কনফার্ম আপডেট"

উপরের লাইন টা মূলত ভিডিওর কন্সেপ্ট। গত ৩ বছর যাবত কন্টিনিউ ফ্রি ফায়ার এর সকল ইভেন্টের এডভ্যান্স আপডেট দেয়া ছেলেটা SaaD Gaming.

একটা সময় ওনার ভিডিওগুলো দেখতাম, কিন্তু সময়ের ব্যবধানে ইউটিউব অন্যান্য কন্টেন্ট রিকমান্ড করেছে যার ফলে এই মানুষের ভিডিও খুব একটা দেখা হয়নি।

তবে আজকে আবারো হঠাৎ ইউটিউব ফিডে প্রথমেই একটা ভিডিও! হ্যাঁ, ফেস রিভিল ভিডিওটা হঠাৎ রিকমান্ড ইউটিউব!
ভাই বিশ্বাস করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সেরা ফেসরিভিল ভিডিও।।

ভিডিও লিংক: https://youtu.be/lZ7WlJpb1oM?si=Olyw4AapfkIh3E79

ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দুমাত্র বোরিং ফিল হয়নি আমার, যথেষ্ট সুন্দর স্টোরিটেলিং আর ভিডিও কোয়ালিটি হয়তো কাউকেই বোর করবে না। অসাধারন এই ভিডিও ১০/১০ ই পাবে রেটিং।

আমার না আছে ওনার সাথে কোনো পরিচয়, না এটা কোনো প্রমোশনাল পোস্ট! আমি সচরাচর এমন ধরনের পোস্ট করিনা। কিন্তু এটা কোয়ালিটিফুল একটা ফেসরিভিল ভিডিও তাও আবার বাংলাদেশী একজন গেমারের, তাই তর সইলো না তাকে নিয়ে কিছু লিখতে।

শুভ কামনা SaaD Bro! রেগুলার আপডেট ভিডিওগুলোতে ফেডক্যাম হলে ব্যাপারগুলো আরো জমে যাবে।💥

এগিয়ে যাক সকল গেমার, সবার ইচ্ছে পূরণ হোক।। ❤️

27/07/2025

ইস রে!
একটা BOOYAH AWARD হলে খারাপ হইতো না..🥺

21/07/2025

সৃষ্টিকর্তা এ কেমন পরীক্ষা নিচ্ছেন!
মাইলস্টোন এর ছোট্ট বাচ্চাগুলোর জন্য বুকটা ফেটে যাচ্ছে।

সবাই ওদের জন্য প্রার্থনা করুন।।

🚨 ইতোমধ্যেই শেষ হলো ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৫ এর ফ্রি ফায়ার সেগমেন্ট এর নকআউট স্টেজ!শুরু থেকেই আমি জয় যুক্ত ছিলাম আ...
18/07/2025

🚨 ইতোমধ্যেই শেষ হলো ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৫ এর ফ্রি ফায়ার সেগমেন্ট এর নকআউট স্টেজ!

শুরু থেকেই আমি জয় যুক্ত ছিলাম আপনাদের সঙ্গে কাস্টার ডেস্ক- এ।

৩ দিন ব্যাপী নকআউট স্টেজ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে কোয়ালিফাই হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন TEAM FALCON.

অন্যদিকে পুরো নকআউট স্টেজে TEAM LOS এবং EVOS ESPORTS, যারা নিজেদের ডমিনেশন দেখিয়েছে নজরকাড়া!

আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মত বাংলাদেশ হতে পৌঁছেছিল RedHawks. 🇧🇩 যথেষ্ট চেস্ট, পরিশ্রম করেছেন তারা। নিজেদের সেরাটুকু দিয়ে খেলেছেন, শিখেছেন অনেককিছুই যা তাদের ভবিষ্যৎ টুর্নামেন্টে অনেক বেশি সাহায্য করবে।।❤️

শুধু মনে রাখতে হবে, এটাই শেষ নয়!
বাঙ্গালী ফিরবে আবারো বীরের বেশে, সেই কামনাই থাকবে আমাদের!

▶️ আগামী ১৯ তারিখ অনুষ্ঠিত হবে এই আসরের Point Rush ইভেন্ট। যেখানে খেলবেন ফাইনালিস্ট দলগুলো কিছু এক্সট্রা পয়েন্ট কালেক্ট করে ফাইনাল শুরু করার জন্য।।

▶️ আগামী ২০ তারিখ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল, চ্যাম্পিয়ন রাশ ফরমেটের মধ্য থেকে।।

🔴 রোমাঞ্চের মাত্রা আরো একধাপ বৃদ্ধি করতে আপনাদের সঙ্গে কাস্টার ডেস্ক-এ আবারো যুক্ত হবো আমি!

⚠️ প্রতিটি আপডেট এবং লাইভ ম্যাচ দেখতে যুক্ত থাকবেন - Garena Free Fire Bangladesh এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে!

দ্রুত সুস্থ হয়ে উঠো আলভী!CR7 Esports কে আবারো লিড দিতে হবে, আবারো বড় স্টেজে নিজেদের পটেনশিয়ালিটি প্রুভ করতে হবে।সৃষ্ট...
16/07/2025

দ্রুত সুস্থ হয়ে উঠো আলভী!
CR7 Esports কে আবারো লিড দিতে হবে, আবারো বড় স্টেজে নিজেদের পটেনশিয়ালিটি প্রুভ করতে হবে।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তুমি সুস্থ হয়ে দ্রুত ফিরে আসো আমাদের মাঝে। আমরা সবাই তোমার অপেক্ষায়।। ❤️

Let's Goooo! 🎙️
15/07/2025

Let's Goooo! 🎙️

বিশ্ব চিনুক এই লাল সবুজ পতাকা আবারো তোমাদের হাত ধরে।আমার দৃঢ় বিশ্বাস তোমরা আমাদের স্বপ্ন পূরণ করবে।। আমাদের পিছে ফিরে দ...
14/07/2025

বিশ্ব চিনুক এই লাল সবুজ পতাকা আবারো তোমাদের হাত ধরে।
আমার দৃঢ় বিশ্বাস তোমরা আমাদের স্বপ্ন পূরণ করবে।।

আমাদের পিছে ফিরে দেখার আর কোনো সুযোগ নেই, এবার শুধুই সামনে এগোনোর পালা।। 💯

চলো টিম বাংলাদেশ, চলো RedHawks! 🇧🇩

নকআউট স্টেজের রোমাঞ্চ নিয়ে Esports World Cup 2025 আসছে ১৬ই জুলাই থেকে! 🔥 এই মহাযুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আমাদে...
13/07/2025

নকআউট স্টেজের রোমাঞ্চ নিয়ে Esports World Cup 2025 আসছে ১৬ই জুলাই থেকে! 🔥 এই মহাযুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আমাদের RedHawks 🇧🇩।

ম্যাচের প্রতিটি মুহূর্তের উত্তেজনা, বিশ্লেষণ, রোমাঞ্চ আর নিখুঁত গেমিং ইনসাইট নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো আমি এবং আমার প্রিয় কোকাস্টাররা।

আমাদের ধারাভাষ্যে প্রতিটি ম্যাচ উপভোগ করতে চোখ রাখুন আমাদের লাইভ স্ট্রিমে:
🔵 Facebook:
🔴 YouTube:

একসাথে উপভোগ করুন এই শ্বাসরুদ্ধকর অ্যাকশন এবং আমাদের RedHawks-এর জন্য গলা ফাটান!

11/07/2025

এমনি..😓

🚨🚨 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: আপনারা হয়তো FREAK 22 এর রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে ভাবতে পারছেন না, কিন্তু আমার চোখে এটাই সেরা রিপ্লেসমেন্ট...
11/07/2025

🚨🚨 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: আপনারা হয়তো FREAK 22 এর রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে ভাবতে পারছেন না, কিন্তু আমার চোখে এটাই সেরা রিপ্লেসমেন্ট।।🎀

Address


Alerts

Be the first to know and let us send you an email when JOY BRO 五 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share