29/11/2024
বর্তমান পরিস্থিতির কথা----🙂
দুর্নীতি-চাঁদাবাজি-ক্ষমতার অপব্যবহার চলছে অনেক জায়গায় !
------- অমানুষ মানুষের মতো দেখতে -!
---তাই মানুষ হওয়া কোনো অপরাধের কাজ নয় -!
--আমার বাপ কালো ---
--আবার আমার চাচা ফর্সা--এটাতে আমার দাদার কোনো পাপ নাই --!
তাই দয়া করে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার না করে শান্তি প্রিয় সমাজ চাই -! 🙂
-----কান্নার আওয়াজ খুব যন্ত্রণার ভাই -----
আপনাকে যে কান্দায় নি --তার কেনো আপনার জন্য কাঁদতে হয় --!
আপনি কোন মায়ের সন্তান ভাই--?
--- আরে আপনার তো বেঁচে থাকার ই কোনো গ্যারান্টি নাই--!
আর এই জীবন নিয়ে , ,,
ক্ষমতার গরমে সুযোগে সরল মানুষের সাথে দেখান দুর্নীতির বড়াই-!🙂----
আজ সুর্য উঠেনি ভাই-!
তার মানে সূর্যের অস্তিত্ব কিন্তু হারায় নায়--!
সূর্য তাপেও মারতে জানে -!
আবার সূর্যের তাপ না থাকলে মানুষ ঠান্ডায় ও ম*রে 😏!
----সব কিছুই উপরওয়ালার হাতে ভাই 😊 -!
মনে রেখো আমরা সস্থা মানুষ -,
,,বলতে পারো আবার মাটির মানুষ ,,,!
মানুষ হয়ে মানুষ কে কাঁদাও ,,,
কেনো-?
তোমার চোখে বুঝি পানি নাই-? 😡
--ওই আল্লাহ সবার -আজ ক্ষমতা আছে দেখে ক্ষমা করতে ভুলে যাচ্ছো--
কি বুঝাও-?🙂
মহান আল্লাহর কি ক্ষমতা নাই-? 🙂
সময়, থাকতে মানুষ হও-!
বেইমান' দূর্নীতি কে ,চাঁদাবাজি, অত্যা*চার , ক্ষমতার অপব্যবহার ,,কইরো না ,,,এগুলো অমানুষের কাজ ,,
তুমি তো আর অমানুষ নও,! 😎🙂😎