22/08/2025
@@@সীতাকুণ্ডের জমিনের মহান এক দা'ঈ ৪৯ বছরের একজন যুবক আজ ৭০ বছরের এক বৃদ্ধ দেখাচ্ছে এর পেছনের গল্প কতোটা নিদারুণ হারানোর এবং বিচ্ছেদের তা কেবলমাত্র এক আল্লাহ ছাড়া আর কেউ নেই বুঝার ।
সাবেক উপজেলা আমীর তৌহিদুল হোক চৌধুরী ভাইয়ের অসমাপ্ত অবহেলিত জীবনের নিদারুণ উপখ্যান.....
সবরের অধ্যায় : ২০১০ – ২০২৩ (বিভীষিকাময় স্মৃতিগুলো)
• সীতাকুণ্ড উপজেলায় সাতজন শহীদের ঘটনার জীবন্ত সাক্ষী।
• ফ্যাসিস্ট সরকারের ক্রসফায়ারের তালিকায় সীতাকুণ্ডে প্রথম স্থানে থাকা (হায়াতের মালিক আল্লাহ, এখনও বেঁচে আছে)।
• ৮৬টি মামলার আসামি।
• ৩ বার কারাবরণ।
• র্যাব, সোয়াট, পুলিশ ও ডিবি’র ব্যেষ্টিত অবস্থায় কারাগার থেকে কোর্টে হাজিরা।
• ৬০ হাজার টাকা বেতনের চাকরি থেকে চাকরিচ্যুত।(এলবিয়ন ল্যাবঃ লিমিটেড)
• ৩০টিরও বেশি কোম্পানির ডিলারশিপ হারানো (প্রায় ২ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি)।
• ফ্যাসিস্ট এমপি কর্তৃক প্রায় ২.৫ কোটি টাকার পানির প্ল্যান্ট (ডক্টর ওয়াটার) বন্ধ ঘোষণা।
• পুলিশি হয়রানির কারণে পরিবহন ব্যবসা ধ্বংস।
• র্যাব কর্তৃক ডাকাতের মতো ঘর ভাঙচুর ও গুদাম লুটপাট।
• ৬ থানার যৌথ অভিযানে বাড়ি ও গ্রামে শত শত বুলেট নিক্ষেপ (২০১৩ সালের অক্টোবরে এটিএন নিউজে প্রচারিত হয়েছিল গুলির বুলেট এর খোসাসমেত।
• শত শত দিনের নিদ্রাহীন রাত যাপন।
• পাহাড়ের গুহায়, কুয়াশা ঝরা রাতে, ঝড়-বৃষ্টির মধ্যে রাস্তায় ও বিলের মাঝপথে রাত যাপন।
• যৌবনের গুরুত্বপূর্ণ দিনগুলো সংসার ছেড়ে বন-জঙ্গলে কাটানো।
• জীবনে কখনও না দেখা ছিন্নমূলের ১১টি মামলায় জেলগেটে থেকে ১১ বার পুনরায় গ্রেফতার।
• ছোট ছোট সন্তানদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থতা।
• অসুস্থ স্ত্রীকে রেখে বন-জঙ্গলে রাত কাটানো।
• রিকশা চালানো ও টেম্পুর হেল্পার হওয়া।
• আত্মীয়স্বজন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা।
• বহুবার আহত হওয়া এবং ২০১৩ সালের ২৮ অক্টোবর পুলিশের গুলিতে পায়ে বুলেট বিদ্ধ হওয়া।(যেই নিউজ গুলো তৎকালীন জাতীয় পত্রিকায় রিপোর্ট হয়েছিলো)
• নির্যাতনের তাণ্ডবে আজ ৪৯ বছর বয়সে এসে আমি যেন ৭০ বছরের এক বৃদ্ধ।
পুরো বাংলাদেশের খতিয়ান বাদ দিলাম শুধু সাবেক একজন উপজেলা আমীর জীবনের কোরবানি হিসাবে করে বুঝে নেওয়ার চেষ্টা করতে পারেন গোটা বাংলাদেশে কি পরিমাণ কোরবানি ছিলো এই সংগঠনের
আল্লাহ সীতাকুণ্ডের জমিনের এই মহান দা'ঈকে কল্যানময় হায়াত দান করুন।
copy sfgh