26/09/2025
মহিলা মাদ্রাসার কিছু কিছু শিক্ষিকা ডিভোর্সি । এর কারণ কি বলতে পারেন? নোট_ এক নারীর মুখ থেকে শুনা... প্রয়োজনে এসির রুমে বসে কান্না করবো,,,তবুও কষ্ট করতে চাইনা!
ইলম শিখেছে নিজের ফায়দা ও পরিবারের ফায়দার জন্য, বিশেষ করে তাকওয়া অর্জন করার জন্য কিন্তু যে ইলম তাকে সংসার করতে দেয় না, স্বামীর কামাই ভালো লাগতে দেয় না এবং শশুর শাশুড়ি সাথে একত্রে থাকতে দেয় না , সে ইলম তার জন্য রহমতের জায়গায় আযাব বয়ে আনছে।
মানুষ মহিলা মাদ্রাসায় নিজের মেয়েকে পড়ায় দ্বীন শিক্ষা করার জন্য কিন্তু সেখানে গিয়ে তারা কিছু কিছু হয় উচ্চাকাঙ্ক্ষী ,অহংকারী ও অতিরিক্ত বুদ্ধিজীবী। এই কারণেই কিছু কিছু মহিলা মাদ্রাসা পড়ুয়া মেয়েরা সংসার করতে পারে না। বিপরীতও হতে পারে। আবার কিছু কিছু সমকামিতাতেও জড়িয়ে যায়। মেক্সিমাম মহিলা মাদরাসায় পড়া মেয়েগুলো একাধিক বিয়ের সাংঘাতিক বিরোধিতা। বলতে পারেন বিরোধিতার শীর্ষে অবস্থান করেছে। আপনি খুঁজ নিয়া দেইখেন।
আল্লাহ এই ইলম তাদের জন্য রহমত করুক, সমাজ ও রাস্ট্রের জন্য সংস্কার হউক। আযাবের কারণ না বানাক।
(কার্টেসি সাকী ভাই)
কপি পোস্ট করলাম