25/08/2025
মনের আস্তানা
নাজমুল হুদা সাকিব
২৫/০৮/২০২৫
লভিয়া মনের শমসের বাহাদুরি করে,
শুন্যালোকে আলোর ধারা অঝোরে ঝরে।
দেদীপ্য গ্রহমালা ভূ-তলে গড়াগড়ি করে,
লৌহপিণ্ড পেছন থেকে টেনে রাখে ধরে।
যাবে ভেবে উননে রান্না বসায়,পেট পুরে খাবে,
সরল আলোর সন্ধানে সেই অচিন পুরে যাবে।
গোপন করে চুপটি বসে গোপন প্রিয়ার চোখে,
তৃণসম প্রাচীরটাতে ঝড় উঠবে বোশেখে।
কবির কাছে রবির কথা চিত্তে তৃপ্ত লাগে,
আস্তানাতে ভর করেছে ভূত পেত্নী বাগে।
প্রেতের সাথে কথা বলে, একা বসে থাকে,
এক সমুদ্র ব্যথা নিয়ে চন্দ্র হাসে বাঁকে।
মিটির মিটির প্রোজ্জ্বল বাতি দ্যুতি ছাড়ে,
ভাব দেখে মনের মধ্যে তার সাহস বাড়ে।