সাকিব'স কবিতা ঘর

  • Home
  • সাকিব'স কবিতা ঘর

সাকিব'স কবিতা ঘর This page is about Reciting and writting poem. And also Education based to teach something to audience. poem.

17/06/2025

তারা খচিত নক্ষত্রের রাত,প্রভাত প্রহরীর
অপেক্ষায় জোৎস্না ছড়ায়।
আমি সংকল্পে গুছিয়ে রাখি মনের ইচ্ছাগুলো,
হয়তো কোনো একদিন পূর্ণতা হয়ে ঝরবে।

✍️নাজমুল হুদা সাকিব।

07/06/2025

নষ্টালজিয়া
নাজমুল হুদা সাকিব
২৪/০৫/২০২৪

সহস্রবার কার্যবরণ করি নিজের উচ্ছ্বাসে
ইচ্ছেকে ঘুড়ির মতো উড়োতে চাই,
উড়তে চাই মননে মহড়ায়,
প্রভাত ফেরির মিছিলে শামিল হয়ে
দিগন্তে শিকড় গেঁড়ে কঠিন লৌহ
পিণ্ডে সাম্যে মিলিত হই।
দম নিয়ে চকিত হয়ে করি উৎপাত,
হৃদয় সমুদ্রের কলকলে তীর ভাঙ্গে।
বাঁধন হারা শোকের মাতম ওঠে
রনাঙ্গণে।কভু কামনার বেড়াজাল
ভেদ করে দ্বারেদ্বারে ঘুরে বেড়াইনি।
ভণিতার ছলে দু চারটি বেদ বাক্য
সারল্যভাবে কণ্ঠে আবৃত্তির ঝঙ্কার
তুলতে ব্যস্ত ছিলাম।
পাণ্ডিত্যের সালিশি বৈঠক বসিয়েছি
লব,হর কি সব অঙ্ক কষে ফেলি মাঝে
মধ্যে। কখনও কখনও নিজেরই
মাথার উপর দিয়ে যায়।

28/05/2025

স্নিগ্ধ নয়নে
নাজমুল হুদা সাকিব

যেথা শুভ্র,যেথা রঙিন,সেথা যথাযথ মান,
যেথা স্বপ্ন,যেথা কল্প,সেথা বাস্তব সমান।
যেথা তরু,যেথা তারুল্য,সেথা নবীন ভব,
যেথা একা,যেথা বন্ধন,সেথা সৃষ্টি নব নব।
যেথা দর্শন,যেথা চিত্তাকর্ষণ,সেথা উত্থাপন,
যেথা সুন্দর,যেথা প্রিয়,সেথা ব্যাগ্র উদ্ঘাটন।
যেথা সহজ,যেথা সরল,সেথা গোড়াপত্তন,
যেথা চিন্তন,যেথা ভাবন,সেথা উদ্ভাবন।
যেথা কোটর,যেথা বাঁধন,সেথা স্নিগ্ধ মায়া,
যেথা চাহন,যেথা প্রেমে মজন,সেথা আবেগী ছায়া।
যেথা চক্ষু,যেথা দৃষ্টি,সেথা সিক্ত প্রবাল দ্বীপ,
যেথা আবেগ,যেথা ঝলমলে,সেথা জ্বলে প্রদীপ।

25/05/2025

লোদী পুরের ছেলেটি
নাজমুল হুদা সাকিব
উৎসর্গঃ মোঃ আবু কাউসার (নিলাব)
Abu Kawser

রাজাপুরের সেই ছেলে
বন্ধু স্বজন মোর,
নিলাব নামে মায়ের ডাকে
রাত কেটে হয় ভোর।

সারল্যই তার সম্পদ,আর
সহজ জীবন যাপন,
কভু দেখিনি সত্যের সামনে
মরণেও করতে কাঁপন।

আচরণে তার স্পষ্টতা দেখি
প্রেক্ষিত হয় তার মায়া,
কটু কথা সে বলতে নারাজ
অপ্রীতিকর কটু ছায়া।

সখ্যতা নেই নারীর সাথে
মিশলে তাতে হয় পাপ,
এমন কথা বলতে শুনি
রাসুল দিবেন অভিশাপ।

মাঝে মাঝে ভণিতা করে
কষ্ট লুকাইবার তরে,
অন্যকে সুখী করতে সে
যথাসাধ্য চেষ্টা করে।

25/05/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

25/05/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉Thanks to All....

20/05/2025

তার পদচিহ্ন
নাজমুল হুদা সাকিব

একাকী হাটতে ভালো লাগে কিন্তু
হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভয় হয়।
তুমি নিতান্তাই নতুনত্বে আমায় সাজিয়েছ
আমি এই সাজ নিতে পারিনা আর।
পরানের গহীনে তোমার সুপ্ত বাতাস
হা-হুতাশ, হু হু করে বইছে।
সম্ভাবনার দাঁড়িপাল্লা মেঘাচ্ছন্ন হয়ে
দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল বুঝি?
কেন এ সাম্রাজ্যবাদ,কেন তবে এহেন
সাজ? লজ্জা আর বেখাপ্পা,অসুন্দর
কুৎসিত ভণ্ডামি কেন শুরু করলে?
তোমার ভরসা পাব বলে নির্লজ্জ
হাসি হেসে নিজেকে সংবরণ করেছি।
অকাতরে সন্তাপ সহ্য করেছি।
কবিতার ভীড়ে রোষানলে ফসফস করো
বলে আমি নিতান্তই শুভ্রাকাশে চিঠি উড়াই।
আমি সান্ধ্যকালীন কিছু সময় অতিবাহিত
হওয়ার পর প্রগাঢ় ভরসা পেয়ে ফিরে আসি।
আর অস্তিত্বের জানান দিতে আবার
সেই পথে হেঁটে যাই।যেই পথ নিয়তির
প্রতিনিয়ত সাম্যের উপাখ্যান।
তোমাতে হাজার প্রশ্নের উত্তর খুঁজি
স্বপ্নবাজ নিশিযাপন করি
তোমার অঙ্কিত পদচিহ্নে।

19/05/2025

মাসুদ ভাই
নাজমুল হুদা সাকিব
উৎসর্গঃ মুসফিকুর রহমান মাসুদ
Md Musfiqur Rahman Masud

মাসুদ ভাই, ছ'ফুট গড়নের
চকলেট কালারের হ্যান্ডসাম ছেলেটি,
হিলভিউ আবাসিকের ছোটখাটো
একটা মেসের ম্যানেজার।
শত শত রমনীর ক্রাশ,
ঘুম হারামের কারণ।
যত রবে, তত হবে, তত হয়।
সুন্দর সুভাষ্যে চিত্তের বিনোদন
দিতে হোহ্হো করে হেসে ওঠে।
চঞ্চলতা আর গভীর চিন্তা
মুখের চর্মপেশির উপর উপচে
পড়া ভীড় তার নাড়ির কথা কয়।
বয়কট নারী বলে যতই খ্যাপা ভাই
ততই নারীর গা ঘেঁষা প্রকৃতিতে
জীবন বিসর্জন করা মানুষ।
এইতো সেদিন কোনো এক
রমনীর বিয়োগে ফুঁফিয়ে ফুঁফিয়ে
কেঁদেছিলেন তিনি।
মনে হয়ে হৃদয় আকাশে প্রেম
সিগনালের বিপদ সংকেত
দেখেছিলেন।
কিন্তু ওনার নষ্টালজিক
চিন্তা ভাবনা কম নয়।
নারীকে গা ঘেঁষতে দেয়া যাবেনা।
নারীর কথা মুখে আনাও পাপ,
এমন বাক্যও হাজারবার
শুনেছি তাঁর মুখে।
আবেগকে এক অদূর প্রান্তে রেখে
গভীর চিন্তা ভাবনায় মাঝে মাঝে
নিরুদ্দেশ হয়ে যান তিনি।

17/05/2025

কি হবে তখন?
নাজমুল হুদা সাকিব

আচ্ছা কখনও ভেবে দেখেছেন
যদি আমাদের এই সভ্যতা বদলে যায়,
আমাদের কি হবে তখন?
দিন দিন সভ্যতা বিগড়ে যাচ্ছে
বিগড়ে যাচ্ছে সভ্যতা সংশ্লিষ্ট মানুষগুলোও।
কোন সভ্যতা আমাদের আষ্টেপৃষ্টে
ধরে আছে জানিনা।
সভ্যতার কারণে মানুষ উলঙ্গ হয়ে যাচ্ছে
দিন দিন সংকীর্ণ মনা হয়ে যাচ্ছে।
মুক্ত চিন্তাও করে,তবে মুক্ত চিন্তার
নীচু স্তরকে চৌহদ্দি করে রেখেছে।
পরিপাটি বুঝানোর চেষ্টায় মেতে ওঠে।
দেখেন শহর,গ্রাম,গ্রামাঞ্চলে
বৃক্ষের শ্বাসমূল ন্যায় দালান গড়ে উঠেছে।
উন্নততর সভ্যতার সঙ্গী থাকার চেষ্টা।
যতসব উন্নততর প্রযুক্তির ব্যবহার
করা হচ্ছে তার সবই কি মানবকল্যাণ?
বিষাক্ত গ্যাস,মাত্রাতিরিক্ত ওয়েস্টেজ
ওজন স্তরের যে দিব্যি বারোটা বাজাচ্ছে
সে ব্যাপারে কারো খেয়াল আছে?
কি হবে তখন,যখন এই তৃতীয় গ্রহটি
বিলুপ্ত হয়ে যাবে?
কোথাও বিশুদ্ধ বাতাস নেই,
নেই বিশুদ্ধ মানুষও।
তাদের পরিবেশের সাথে সাথে তারাও
অবিশুদ্ধ অক্সিজেনের মতো হয়ে গেছে।
শুদ্ধতার বন্ধনে আবদ্ধ হওয়ার,
বা এই ভণ্ড সভ্যতার পথ থেকে সরে
আসার কি কোনো পথ খোলা নেই?
যেদিন দেখবে বাতাসে অগ্নিবৃষ্ট
বর্ষিত হচ্ছে অঝোরে।
মাটি থেকে কোনো ফসল বেরুচ্ছেনা।
গাছেরও জীবনী শক্তি শ্লথ হয়ে গেছে।
বিশুদ্ধ বাতাস সরবরাহ করার
ক্ষমতা গাছের নেই,
একটু ভেবে দেখুন তো কি হবে তখন?

15/05/2025

সহযাত্রী
নাজমুল হুদা সাকিব

আচ্ছা,আমার সাথে নির্বোধ হবে?
ঠিক,আমার মতো?
পদ্ম,পলাশ, কৃষ্ণচূড়া বাহারী রকমের
ফুলে ফুলে ভ্রোমরের ন্যায় উড়বো।
পাহাড়, সমুদ্র এমনকি মহাকাশ
ভ্রমণ করবো তোমাকে সাথে নিয়ে।
জীবন মাইলস্টোনে তারা খচিত
আঁকিবুঁকি অক্ষর,
যাচ্ছেতাই করে নিবিড় আলাপন করবো।
আমার হৃদপিণ্ডের পুরো চার
প্রকোষ্ঠ জুড়ে তোমার বসবাস।
স্পন্দন বাড়ে-কমে কাড়াকাড়ি করে,
মনের গহীন অতলে সমুদ্র লোচনে,
লভিতে চাই শত নৈসর্গিক সুখ।
শুনেছি নির্বোধরা একটু দেরিতে হলেও
তার সুপ্তিতা ফিরে পাই,
স্বপ্নে বিলাপ করে ক্রন্দনে মাতে,
আর মর্ত্যে ফেরত আসে।
ঘুম ভাঙলেই দেখে অনাবিল বিরাগ।
একদিন মায়ার পুটলি গলে পড়ে
ধরায় পাড়ি জমিয়েছিলাম।
শত ব্যস্ততা,শত সংগ্রামে,রণাঙ্গনেই
সেই পুটলিটা হারিয়ে ফেলেছি।
খুঁজে ফিরি শতসহস্রবার,
কিন্তু,কোথাও পাইনা,জানো!
যেদিন আবার খুঁজে পাব ভাবি,
সেদিন ই কোনো না কোনো
রক্ত জবার খোঁজ পেয়ে যাই।
আমার মতো উদ্বেগ নিয়ে

11/05/2025

তুমি চাঁদের লাহান
নাজমুল হুদা সাকিব

চাঁদবদনী,
রূপের ঝলকে চঞ্চুতে প্রফুল্ল ভাসে,
রিক্ত হতে চাই নি ওগো তোমায় ভালোবেসে,
দেবো,তাল তমাল বাঁশির সুরে,
নতুন নতুন শব্দ চয়নে,তোমার নামের গান।

ওগো শুনো,
এ মানবের অস্তিত্ব অনস্তিত্বের
সবটুকুন সত্তা জুড়ে তোমার বাস,
চাঁদের মায়াবী আলো, জোৎস্না ছড়ায় তিমিরে।
তিমির হেরি তোমারে পেয়েছি,
ওগো ও মায়াবতী চাঁদের লাহান তুমি।
আলাবোলা দেউল বেশে যায় যে হেসে
পাগলাটে ওই মানবসত্তা।

দক্ষিণা পবণ পরশ মেলে,
গেয়ে যায় রকমারি গান, বুঝিনা একি উত্তাল?
ঘুম ভাঙানো গান শুনে উঠেছি যবে
দর্শনে প্রফুল্লচিত্তে বেবাক সুখের পরশে
মনের হরষে বলি ওগো তুমি চাঁদের লাহান।
তুমি চাঁদের লাহান।

উদ্বেল নিয়ে এসো,
আমি অভিমানের ঘোর কেটে বসে আছি,
রেগে রেগে যায়, একটুখানি মন ভোলে,
তিক্ততা,একটু আধটু না হলে কি হয়, বলো?
তবু রসে তুষ্ট চন্দ্রিমা আমার,
এহেন সাধে কভু তিক্ততা স্মরি না মনে,
শুধু ভালোবাসি, তাই বলি
তুমি চাঁদের লাহান।তুমি চাঁদের লাহান।

উর্মিমালার প্রথম ভোরে,
রবি যদি হেঁকে দিগন্তে হাসি ফোটায়
তবে এ বাকবিতন্ডা কেন?
এসো না লক্ষ্মীটি,চাতকিনী!
স্বপন আমার সত্যি হোক ওগো চাঁদবদনী,
এ হৃদয় ছুঁয়েছে তোমারে ভালোবেসে
বলছে তাই, তুমি চাঁদের লাহান।
তুমি চাঁদের লাহান।

দেখেছি তোমারে সাঁঝের বেলায়
রেখেছি তিমিরের চন্দ্র কোণায়,
এসে ফুল ফুটাবে হৃদয় আঙিনায়,
সুহাসিনী তোমার হাসিতে ব্যকুল, বলি তাই
বারংবার,তুমি চাঁদের লাহান,তুমি চাঁদের লাহান।

10/05/2025

নষ্টালজিয়া
নাজমুল হুদা সাকিব

সহস্রবার কার্যবরণ করি নিজের উচ্ছ্বাসে
ইচ্ছেকে ঘুড়ির মতো উড়োতে চাই,
উড়তে চাই মননে মহড়ায়,
প্রভাত ফেরির মিছিলে শামিল হয়ে
দিগন্তে শিকড় গেঁড়ে কঠিন লৌহ
পিণ্ডে সাম্যে মিলিত হই।
দম নিয়ে চকিত হয়ে করি উৎপাত,
হৃদয় সমুদ্রের কলকলে তীর ভাঙ্গে।
বাঁধন হারা শোকের মাতম ওঠে
রনাঙ্গণে।কভু কামনার বেড়াজাল
ভেদ করে দ্বারেদ্বারে ঘুরে বেড়াইনি।
ভণিতার ছলে দু চারটি বেদ বাক্য
সারল্যভাবে কণ্ঠে আবৃত্তির ঝঙ্কার
তুলতে ব্যস্ত ছিলাম।
পাণ্ডিত্যের সালিশি বৈঠক বসিয়েছি
লব,হর কি সব অঙ্ক কষে ফেলি মাঝে
মধ্যে। কখনও কখনও নিজেরই
মাথার উপর দিয়ে যায়।

Address


Telephone

+8801628875101

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাকিব'স কবিতা ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাকিব'স কবিতা ঘর:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share