South Asia Radio Club - SARC

  • Home
  • South Asia Radio Club - SARC

South Asia Radio Club - SARC Radio Related Page

Permanently closed.

একটি বেতার ভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বের বৃহত্তম শ্রোতা সংগঠন।
The world's largest Radio-based Audience organization with multiple National and International Awarded.

বসতবাড়ীতে ফল উৎপাদন প্রযুক্তি বিষয়ে সিলেটে কৃষি প্রশিক্ষণ নিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্যবৃন্দ ==================...
18/06/2025

বসতবাড়ীতে ফল উৎপাদন প্রযুক্তি বিষয়ে সিলেটে কৃষি প্রশিক্ষণ নিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্যবৃন্দ
====================
বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন ২০২৫) খাদিমনগর, সিলেট হর্টিকালচার সেন্টার আয়োজিত প্রশিক্ষণের বিষয় ছিল “বসতবাড়ীতে ফল উৎপাদন প্রযুক্তি”। ফল উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ হলো একটি শিক্ষামূলক কার্যক্রম যেখানে ফল চাষাবাদের আধুনিক কৌশল ও প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। যার মাধ্যমে কৃষকরা ফল চাষে আরও দক্ষ ও লাভজনক হতে পারে।
প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন, বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি বিক্রম রায় ও সাধারণ সম্পাদক সমিত গঞ্জু, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সদস্য মো. আব্দুল মুনঈম, মিছবাহ উদ্দিন সদিওল ও মাহফুজ আহমদ সহ সিলেটের বিভিন্ন এলাকা হতে আগত কৃষক কৃষাণী।
দিনব্যাপী প্রশিক্ষণটি সফল ভাবে গ্রহণ করায় ক্লাবের সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম মেরাজ, প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী ও শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল।
ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL) প্রশিক্ষণগ্রহণকারী ক্লাব সদস্যবৃন্দ এই প্রশিক্ষণ থেকে কী কী শিখেছেন এবং এটি তাদের জীবনে কী ধরণের প্রভাব ফেলবে তা নিয়ে তাদের অনুভূতি/মতামত/প্রতিবেদন লিখে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বেতারের অন্যান্য বিভাগ ও কেন্দ্র এবং আন্তর্জাতিক বেতারগুলোতেও জানানোর পরামর্শ দিয়েছেন।
ফল উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণে যে বিষয়গুলির উপর আলোকপাত করা হয় সেগুলো হলো:-
(০১) ফল গাছের সঠিক নির্বাচন: কোন ধরনের ফল চাষ করা উচিত, কোন মাটিতে কোন ফল ভালো হয় এবং কোন কোন জাতের ফল চাষের জন্য উপযোগী, তা নির্বাচন করা।
(০২) চারা রোপণ ও পরিচর্যা: ফল গাছের চারা রোপণের সঠিক পদ্ধতি, চারা রোপণের পর গাছের সঠিক যত্ন এবং গাছের প্রয়োজনীয় সার ও পানি সরবরাহ করা।
(০৩) রোগবালাই দমন: ফল গাছের বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। যেমন- সঠিক বালাইনাশক ব্যবহার করা এবং রোগাক্রান্ত অংশ অপসারণ করা।
(০৪) সার ব্যবস্থাপনা: গাছের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সার প্রয়োগ করা এবং মাটির উর্বরতা বজায় রাখা।
(০৫) ফসল সংগ্রহ ও বাজারজাতকরণ: ফল পাকার সঠিক সময় নির্বাচন করা এবং ফল সংগ্রহ করে সঠিকভাবে বাজারজাত করার কৌশল।
(০৬) ফলের ব্যাগিং পদ্ধতি: ফলের গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা।
(০৭) পরিবেশ-বান্ধব কৃষি: বিষমুক্ত ও পরিবেশ-বান্ধব উপায়ে ফল উৎপাদন করা।
প্রশিক্ষণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ আয়োজক উদ্যানতত্ত্ববিদ মো. রকিবুল ইসলাম রুমন বলেন, প্রশিক্ষণটি সিলেট অঞ্চলের ফল চাষীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের ফল চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে জানতে, প্রযুক্তির কলাকৌশল সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে এবং তাদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। এছাড়া তারা আর্থিক ভাবেও লাভবান হতে পারবে।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে বিভিন্ন ফলজ বৃক্ষের চারা প্রদান করা হয়।

শ্রোতা আনন্দমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য ও  সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মাহবুবা ফারজানা।বাংলাদেশ ...
25/05/2025

শ্রোতা আনন্দমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মাহবুবা ফারজানা।

বাংলাদেশ বেতার, ময়মনসিংহ

প্রস্তুত.......
25/05/2025

প্রস্তুত.......

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুভ সকাল
25/05/2025

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুভ সকাল

সকাল ৬টায় চলে এসেছি বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রে
25/05/2025

সকাল ৬টায় চলে এসেছি বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রে

ময়মনসিংহের উদ্দেশ্যে সিলেট থেকে রওনা হয়েছি। বাংলাদেশ বেতার ময়মনসিংহ কর্তৃক আয়োজিত প্রথম "শ্রোতা   আনন্দমেলা"য় অবজারভার শ...
24/05/2025

ময়মনসিংহের উদ্দেশ্যে সিলেট থেকে রওনা হয়েছি। বাংলাদেশ বেতার ময়মনসিংহ কর্তৃক আয়োজিত প্রথম "শ্রোতা আনন্দমেলা"য় অবজারভার শ্রোতা সংগঠক হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ ময়মনসিংহ বেতারের আঞ্চলিক পরিচালক আল আমিন খাঁন হিমেল স্যারকে।আশাকরি ময়মনসিংহ অঞ্চলের শ্রোতাদের সাথে জমিয়ে বেতার আড্ডা হবে। বেতার বন্ধুরা মোবাইল ফোনে নক করত পারেন,
আমার মোবাইল নম্বর : 01711054985, 01625683189

ধন্যবাদ।

দিদারুল ইকবাল (S21DAL)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

14/05/2025
০৯ মে ২০২৫, শুক্রবার বিকেল ৪টায় সিলেট, শাহপরান, বাহুবল আবাসিক এলাকায় আফজল চৌধুরীর বাসভবনে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব ...
09/05/2025

০৯ মে ২০২৫, শুক্রবার বিকেল ৪টায় সিলেট, শাহপরান, বাহুবল আবাসিক এলাকায় আফজল চৌধুরীর বাসভবনে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার আলোচ্য বিষয় ছিলো--
(০১) মার্চ - এপ্রিল ২০২৫ মাসের ক্লাব কার্যক্রমের মূল্যায়ন,
(০২) নতুন সদস্য সংগ্রহ,
(০৩) স্বাবলম্বী প্রজেক্টের আওতায় "সেলাই মেশিন" বিতরণের প্রস্তুতি,
(০৪) বজ্রপাত বিষয়ে সুনামগঞ্জ এবং সিলেটের ২টি স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং
(০৫) বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

সভায় সভাপতিত্ব করেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।

এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হক, সহ-সভাপতি মো. আফজল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সদস্য ইমরানা আক্তার খাঁন এবং সুনামগঞ্জ ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম ছরোয়ার।

___________________________
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ আবারও যুক্ত করুন –- দিদারুল ইকবাল==================গাজায় ইসরায়লি গণহত্যার প্রতি...
12/04/2025

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ আবারও যুক্ত করুন –- দিদারুল ইকবাল
==================
গাজায় ইসরায়লি গণহত্যার প্রতিবাদে সাউথ এশিয়া রেডিও ক্লাবের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
==================

আধুনিক বিশ্বে সর্বসন্ত্রাসের আখড়া ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিট।

শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) বাদ জুম’আ সিলেট নগরীর শাহপরানে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর ৩৪নং ওয়ার্ডের বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সিলেট সদর উপজেলা গেইট প্রদক্ষিণ করে শাহপরান মাজার গেইটে গিয়ে মানববন্ধন তৈরী করে এবং প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম ছরোয়ার, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সহ-সভাপতি মো. আফজল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, তালীমুদ্দীন একাডেমি সিলেটের মুআল্লিম ও মারকাযুল হিদায়া সিলেটের সিনিয়র শিক্ষক মাওলানা হিববান খলীল।

এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের কার্যনির্বাহী সদস্য এম নাঈমুল হক চৌধুরী, সদস্য আফতাব হোসেন, ৩৪নং ওয়ার্ড বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন জাকির হোসেন ও আজিজুর রহমান, মুফতি সারওয়ার মাহমুদ চৌধুরী, খালেদ আহমেদ, মো. নাঈম উদ্দিন, তারেক জামাল, মো. ফয়ছাল আহমদ, নাফিউল ইসলাম হায়মন, মাহফুজুর রহমান, তামজিদ আহমদ তানজীম, তাওফিক আহমদ তাহসিন, মো. মাহফুজ ইসলাম, আব্দুল্লাহ আল তাওসিফ, মো. মোবারক আলী, মো. মেহেদী হাসান কাউসার ইসলাম জিহাদ, রাহিম আহমদ, রাহি, শাওন, সাদাব, ফাহিম, জয় প্রমুখ।

এছাড়া ফিলিস্তিনে গণহত্যার আরো প্রতিবাদ জানান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম মেরাজ, প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের সভাপতি মো. জসিম উদ্দিন ও ক্লাবের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) বলেন, গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যে কোন মূল্যে গ্রেপ্তার অতি জরুরী। সে বিশ্ব মানব সভ্যতার জন্য সবচেয় বড় হুমকি। তাকে যত তাড়াতাড়ি গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)‘র মাধ্যমে শাস্তি দেওয়া যাবে মানব সভ্যতা তত দ্রুত রক্ষা পাবে। এছাড়া ইসরায়েলি অর্থনীতি ধ্বংস করে দিতে আমাদের এখনি বাংলাদেশের সর্বত্র ইহুদি পণ্য বয়কট করতে হবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) লেখাটি আবারও উল্লেখ করার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানান। এছাড়া তিনি প্রতিবাদ সমাবেশের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ সহ আইনশৃঙ্খলা বিরোধী কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকার আহবান জানান।

প্রতিবাদ সমাবেশ শেষে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা পরিচালনা করেন, রুস্তমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাব উদ্দিন। এ সময় সকলে নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করেন।

রেডিও থাইল্যান্ড এর ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে ৮ মার্চ ২০২৫, শনিবার বিকেল ৫টায় সিলেটে
07/03/2025

রেডিও থাইল্যান্ড এর ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে ৮ মার্চ ২০২৫, শনিবার বিকেল ৫টায় সিলেটে

Address


Alerts

Be the first to know and let us send you an email when South Asia Radio Club - SARC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to South Asia Radio Club - SARC:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share