Abeger Prodip

  • Home
  • Abeger Prodip

Abeger Prodip আমার আবেগ কাজ করে
___ বিবেক কাজ করে না

14/08/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️

12/08/2025

রাসূল (ﷺ) বলেছেন-
সকল আদম সন্তানই গুনাহ করে, আর গুনাহকারীদের মধ্যে সর্বোত্তম হলো যারা তওবা করে।
____ (তিরমিজি, হাদিস: ২৪৯৯)

07/08/2025

আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী ❤️ তাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবেন না

👉একটি চিতাবাঘ একটি কুকুরকে তাড়া করেছিল। কুকুরটি একটি ঘরের দরজা খোলা পেয়ে, বাথরুমে ঢুকে পড়ে। পিছু পিছু চিতাবাঘটিও সেখানে ...
05/08/2025

👉একটি চিতাবাঘ একটি কুকুরকে তাড়া করেছিল। কুকুরটি একটি ঘরের দরজা খোলা পেয়ে, বাথরুমে ঢুকে পড়ে। পিছু পিছু চিতাবাঘটিও সেখানে যায়। বাড়ীর মালিক ঘটনাটি দেখতে পেয়ে, সাথে সাথে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়।

ফলে প্রাণী দুইটি বাথরুমের ভিতরে আটকা পড়ে যায়। কুকুরটি চিতাবাঘকে দেখে ভয় পেয়ে এক কোণে চুপচাপ বসে পড়ে। প্রবল আতঙ্কে সে একবার জন্য ঘেউ ঘেউ করার সাহস পর্যন্ত করেনি।

অন্যদিকে, যদিও চিতাবাঘটি ক্ষুধার্ত ছিল এবং কুকুরটিকেই তাড়া করছিল, তবুও সে কুকুরটির উপর আ'ক্রমণ করেনি।

চাইলেই চিতাবাঘটি কুকুরটিকে মে'রে ফেলতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা দুজন দুই কোণে চুপচাপ বসে থাকল। দীর্ঘ ২৮ ঘন্টা একসঙ্গে কাটানোর পরও চিতাবাঘটি কুকুরটিকে আক্রমণ করেনি। পুরোটা সময় সে ভীষণ শান্ত ছিল।

অবশেষে বন বিভাগ চিতাবাঘটিকে নিয়ন্ত্রণে আনে এবং ট্র্যাঙ্কুলাইজার ডার্ট ব্যবহার করে তাকে বন্দি করে।

এখন প্রশ্ন হলো, যখন চিতাবাঘের জন্য কুকুরটিকে আক্রমণ করা এত সহজ ছিল, তখন সে তা করল না কেন?

বন্যপ্রাণী গবেষকদের মতে, বন্য প্রাণীরা স্বাধীনতার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। যখনই তারা বুঝতে পারে যে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, তখন তারা এতটাই মানসিক যন্ত্রণা অনুভব করে যে, ক্ষুধা তৃষ্ণার কথাও ভুলে যায়। তাদের স্বাভাবিক খাদ্যগ্রহণের প্রবৃত্তি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে।

👉শিক্ষা: স্বাধীনতা ও সুখ একে অপরের সাথে গভীরভাবে জড়িত। কারো চিন্তার স্বাধীনতা, কাজের স্বাধীনতা আর নিজের ইচ্ছামতো বাঁচার স্বাধীনতা কেড়ে নিয়ে আপনি তাকে যা কিছুই দেন না কেন, সবকিছু তার কাছে মূল্যহীন এবং অর্থহীন।

©️

31/07/2025

রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতাও মানসিক শান্তি। আলহামদুলিল্লাহ

মাইল‌ষ্টোন স্কু‌লের শি‌ক্ষিকা নি‌শি আক্তার ম‌্যাডাম। নিঃশব্দ, প্রায় সারা শরী‌রে ব‌্যা‌ন্ডেজ। স্বামী সুমন, স্ত্রীর পা‌শে...
23/07/2025

মাইল‌ষ্টোন স্কু‌লের শি‌ক্ষিকা নি‌শি আক্তার ম‌্যাডাম। নিঃশব্দ, প্রায় সারা শরী‌রে ব‌্যা‌ন্ডেজ। স্বামী সুমন, স্ত্রীর পা‌শে দাঁ‌ড়ি‌য়ে টানা কাঁদ‌ছি‌লেন। মানুষ বেঁচে থাকুক মায়া মমতা আর ভালোবাসার বন্ধনে। ❤️❤😥😥
©

23/07/2025

End of Friendship 💔

07/07/2025

আল্লাহ আমি ব্যর্থ! আমাকে সাহায্য করুন 😓🤲

Address


Alerts

Be the first to know and let us send you an email when Abeger Prodip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abeger Prodip:

  • Want your business to be the top-listed Media Company?

Share