17/12/2023
একটা গেঁয়ো সুর ভেসে বেড়াচ্ছে! কিন্ত এটাই আমার শোনা শ্রেষ্ঠ জাতীয় সংগীত!
এই লুঙ্গি পরা লোকগুলোই বাংলার স্বাধীনতা এনেছিল! এই মানুষগুলো চাল চলনে, কথাবার্তায়, আমাদের মতো এত স্মার্ট ছিল না, চালাক চতুর ছিল না। কিন্তু তাদের আকাশের মত হৃদয় আর অসীম সাহস ছিল। এমন মানুষদের আমরা গাই'য়া, খ্যা'ত এইসব বলি, মুখে না বললেও চোখের ইশারায়, কথার ফাঁ'কে, আচরনে ঠিকই বুঝিয়ে দেই।
মনের গভীরে থেকে উপলব্ধি করি, দেশটা এদের হাতেই সুরক্ষিত ছিল, ভালো ছিল। এদের সময় বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু এত বি'ষাক্ত ছিল না, আজকের মত।
©Ahasanul Basher