The Bengali Talks

  • Home
  • The Bengali Talks

The Bengali Talks Lover of disobedient country and Bengali literature.Rebel against injustice, corruption, tyranny. BD

17/06/2025

"তুমি শেষ ও শ্রেষ্ঠ"
-মোঃ-রাকিবুল খান সাওম
________________________________

তুমি চলে গেছো—
বলে গেছো, এ গল্পের শেষ হয়ে গেছে।
তবুও জানো?
আমার বুকের ভেতর, কোন এক অলক্ষ্যে—
তুমি এখনও বেঁচে আছো, এক অনন্ত স্মৃতি হয়ে।

হয়তো আর কথা হবে না,
হয়তো আর ছুঁয়ে দেখা হবে না,
তবুও হাজার ভিড়ের মাঝে
চোখ দুটো খুঁজে বেড়ায়— শুধু তোমাকেই।

তুমি ছিলে শেষ আশ্রয়,
শেষ ভরসার ঘর,
তাই আজও বলি—
তুমি শেষ, এবং শ্রেষ্ঠ।

অনেক কিছু বদলে যাবে,
দিন যাবে, রাত যাবে—
কিন্তু এই মন জানে,
তোমার নামেই লেখা রয়ে যাবে
আমার হৃদয়ের শেষ কবিতা।

02/06/2025

"পুনর্জন্মে তুমি "
-মোঃরাকিবুল খান সাওম
____________________________

তুমি ছিলে— এক আলো, আমি ছিলাম ছায়া,
তোমার মুখে ফুটত দিন, আমার চোখে শুধু মায়া।
হয়তো আমি তোমার জন্য যথেষ্ট নই,
হয়তো তোমার স্বপ্নের ছায়াও হতে পারিনি কই।

তবুও প্রতিজ্ঞা, তবুও ব্যথা—
তোমার জন্যে আবার বাঁচবো, ভাঙবো সব ব্যর্থতা।
পুনর্জন্মে যদি পাই নতুন জীবনপাতা,
লিখে নেব সেখানে— কেবল তোমাকেই চাওয়া।

তোমার সব যোগ্যতায় আজও আমি দূরে,
তবুও চেষ্টা থামায় না, বাঁচি তোমার সূত্রে।
নিজেকে গড়ছি, ধৈর্যে-প্রেমে প্রতিক্ষণে,
হাজার বার জন্ম নিয়ে দাঁড়াবো তোমার সম্মুখপটে।

আমি চাই না তুমি ফিরে আসো করুণা নিয়ে,
আমি চাই নিজেকে গড়ে তুলি তোমার মর্যাদায় নিয়ে।
পুনর্জন্মে হোক আমার আরেক নতুন চেষ্টা,
এই জীবন শুধু তোমার জন্য নিঃশব্দ একটি লেখা।

হাজার বার জন্ম নেব, যতদিন না আমি পারি,
তোমার পাশে দাঁড়াতে, সমান হয়ে, সাহসভারি।
তুমি যেন এক স্বপ্ন, আমি তারই ধ্যানে,
আমার প্রতিটি জন্ম, শুধু তোমাকেই মানে।

31/05/2025

"অন্ধকারের মশাল"
-মোঃ রাকিবুল খান সাওম
___________________________

খুব একা মনে হচ্ছে,
তোমার পাশে বসেছিলাম – মুখের ওপর হাত রেখে বলেছিলে আছি, আছি তোমার পাশে।

প্রেম থেকে কাঁদতে গা ছাড়া হল, মনের মধ্যে রেখেছি বর্ণিল ছবি অন্ধকারে
নিজেকে নতুন করে গড়েছিলাম।

পথের কনকনে বাতাসে ভিজে আশার কিছু মুছে হারিয়ে গেছি, ভেবে নতুন করে
গড়েছিলাম কিম্ভুতুড়ি।

হঠাৎ, এগিয়ে এল এক অন্ধকারের মশাল –
সব কিছুই স্পষ্ট বুঝে ফেলেছি। সব কিছুই সত্যি হলো,
মুখে একটি চিরন্তন লাবণ্য ফুটলো।

তোমার উপস্থিতির সব ঝিনুক হারিয়েছে,
তবু রূপের কলস উপচাতে এই তো আমি।

তোমার পাশে যেন একটু বিছিন্ন ঝিঁঝিঁর শব্দ না,
তোমার পাশে যেন বিজলির চমকায় বিন্দু কল্পনাও না,
সব স্থির হয়ে গেছে। বুকের পাশে
মনখারাপ হয়ে গেছে। তবু অন্ধকারে পড়ে
আছে এক উজ্জ্বল মশাল।

29/05/2025

"চিরবিদায়"
-মোঃ রাকিবুল খান সাওম
_______________________________

তোমার আলো নিয়ে গেছে,
তোমারই অন্ধকার ছেড়ে।
দিনের ঐ তপ্ত রৌদ্র,
রাত্রির হিম অন্ধকার
প্রকৃতি চায় একটুখানি আলো।
তবু কেন এত কিছু আমি
আমার মনের কষ্ট দিচ্ছি ঝরনার ধ্বনিতে?
তোমার স্মৃতিচারণে অঝোর নয়নে
তোমার চলে যাওয়া জীবনের শেষ
নির্বাণ সীমানা আমি আর বুঝি না।
ও প্রিয়!
আমি চেয়েছি তোমাকে কঠিন বাস্তবতায়
তবু জয় করবো লক্ষ্য।
তোমার কষ্টের যন্ত্রণার স্পর্শে
মনে লক্ষ্য।
তোমার নিজের চাওয়া, তোমার আপনজন তবু তুমিই
আমার প্রাণ যত্ন।
তোমাকে ছাড়া
জীবন, তুমি সমাপ্ত অজানার অভিশাপ।

20/04/2024

"জ্বলন্ত আবেগ"
মোঃ-রাকিবুল খান সাওম
___________________________

একখানা চিঠি লিখেছিলাম তোমার জন্য,
নিজের অজান্তে সেটি মহাকাব্যে রুপ নিয়েছে।

সময় গুনতে গুনতে আজ ৫২২ দিন
তোমায় নিয়ে কাব্য লিখছি।

সেই সকল লেখাই হয়তো ছেড়া অবস্থায় ডাস্টবিন,আগুনের খাদ্য হিসেবে জ্বলন্ত কিংবা শব্দহীন অশ্রুতে ভেজা।

প্রাত্যহিক জীবনের ঠিক বিপরীত এক রুপ সেই লেখা গুলোর লেখকের।

হ্যা,আজ আমি বলছি সেই লেখাগুলোর কথা,সেই শব্দ গুলোর কথা, সেই অক্ষর গুলোর কথা যা ছিল সম্পুর্ন লেখকের আবেগের।যা ছিল লেখকের অন্ধকার পথের যাত্রা।যেই আবেগ গুলোর কোন শেষ নেই, নেই পথের অন্ত।

আমি আজ বলছি সেই লেখা গুলোর কথা, যেই অপ্রকাশিত লেখাগুলোর পাঠক ছিল শুধুই লেখক। যেই লেখাগুলো লেখক-কে লেখার সময় কাঁদিয়েছে, কাঁদিয়েছে পাঠের সময়।

হয়তো তোমায় নিয়ে লেখা শেষ করতে চাইলে পৃথিবীর সকল কাগজ শেষ হয়ে যাবে।গাছ কাটতে কাটতে পৃথিবী গাছহীন মরুভূমির রুপ নিবে।

হ্যা,তুমিই আমার সেই অগোছানো লেখার মূল চরিত্র কিংবা আমার আবেগ, আমার কাব্য।

যেই চরিত্র ছিল মহাকাশের দ্বীপ্ত তারার মতো।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Bengali Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Bengali Talks:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share