Narayanganj Journal

  • Home
  • Narayanganj Journal

Narayanganj Journal কথা ব‌লে দেশ ও গণমানু‌ষের

08/07/2025

দোকান নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে এনসিসির জন্য: গোলাম সরোয়ার সাঈদ

:
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
লাইভ নারায়ণগঞ্জ: এটেল মাটির দোকানের জমির মালিকানাকে কেন্দ্র করে বিরধের বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ব্যবসায়ি গোলাম সরোয়ার সাঈদ বলেন, ‘এই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে সিটি কর্পোরেশনের জন্য। তারা রানাকে বরাদ্দ না দিলে সে এখানে আসতো না। রানা একটি দলীয় পরিচয় ব্যবহার করে, কাগজ নিয়ে এসে ১৪ শতাংশ জায়গার উপর ২২০ স্কোয়ার ফিটের বরাদ্দে নিয়েছে যেটা সম্পূর্ণ বেআইনি। এখানে সিটি কর্পোরেশন অবৈধ কাজ করেছে, এবং রানা তার রাজনৈতিক পরিচয় অপব্যবহার করে আমাকে এক বছর যাবত আমার জমিতে কাজ করতে দিচ্ছে না। আমি প্রশাসনের কাছে দাবি রাখি, আজ সে হামলা হলো সে হামলার সুষ্ঠু বিচার হোক। এবং আমি আমার জায়গা যেন নিরাপদে কাজ করতে পারি সেটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।’

সোমবার (৭ জুলাই) সকালে চাষাড়ার বাগে জান্নাত মসজিদ সংলগ্ন এটেল মাটি হোটেলে বেকু দিয়ে উচ্ছেদের ঘটনা ঘটে। ঘটনার পর বিকেলে এক হাসপাতালে চিকিৎসাধী থাকা অবস্থায় এ কথা বলেন তিনি।

এটেল মাটি হোটেলের মালিকানা বিষয়ে গোলাম সরোয়ার সাঈদ বলেন, রেস্টুরেন্টের ওইখানের চৌদ্দ শতাংশ জায়গার মালিক ফয়জুর রহমান। উনি ২০০৩ বা ২০০৬ সালে সে জমির ক্রয় সূত্রে মালিক হয়। এরপর ২০১৩ সালে তিনি আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন ভবন নির্মাণের জন্য। তখন ভবন নির্মাণের কাজ হাতে নিলে পরিবেশ-পরিস্থিতির কারণে আগাতে পারি নি। অতঃপর পাঁচে আগস্টের পর আমরা যখন আবার কাজ শুরু করি তখন স্বেচ্ছাসেবক দলের নেতা রানা আমাদের কাজে বাধা দেয়। পরবর্তীতে তার সাথে এই জমি বিষয়ে বেশ কয়েকবার বসেছি, সে আমার মালিকানার কাগজ দেখতে চেয়েছে, আমরা দেখিয়েছি। এরপরও তাকে বলা হয়েছিল আমরা কাজ শুরু করবো সে যেন নতুন করে কোন ঝামেলা না করে। এছাড়াও ২০০১ সালে সিটি কপোরেশন একটি রাজনৈতিক কারণে এই জায়গাটির উপরে একটি মামলা করে। ওখানে ৯৭ শতাংশ মধ্যে শুধু আমার ১৪ শতাংশের ওপর মামলা করা হয়েছে। অথচ আদালতে বিগত ১৪ বছর পর্যন্ত কোন কাগজের ধারায় তারা মালিক সেটা এখন পর্যন্ত জমা দিতে পারিনি। এই নিয়ে সে আদালতের বিচারক যুগ্ম জেলা জজ তাকে চার্যও করেছে। আদালতের বলার পরও তারা এই মামলার গত ডেটের সাক্ষীও আনতে পারেনি।

জমির উপর এনসিসির বরাদ্ধ বিষয়ে এ ব্যবসায়ি বলেন, মামলা চলমান থাকা অবস্থায় সেই রানা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে এই জায়গার উপর ২২০ স্কয়ার ফিটের উপরে একটি বরাদ্দ নিয়ে আসে। পরবর্তীতে জানতে পেরেছি সেটা রানা নয় অন্য একটা ছেলে এনেছে তবে ভেতরে ভেতরে রানাই কাজটা করিয়েছে। সিটি কর্পোরেশন ভাড়া দিলে সম্পূর্ন জায়গাটাকে ভাড়া দেবে, ১৪ শতাংশ জায়গার মধ্যে ২২০ স্কয়ার ফিটের ভাড়া কেন দেবে। আমি এতদিন ভবনের কাজ ধরিনি যেহেতু মামলা চলছিল, এখন মামলা প্রায় শেষের পর্যায়ে তাই আমরা এরপর কাজ ধরবো। কিন্তু এখানে রানা আমাদের কথা না শুনে এখানে স্থাপনা নির্মাণ শুরু করেছে। এতে আমরা কোর্ট থেকে ১৪৫ ইস্যু করি।

সেই দোকানের জমিতে কাজ শুরুর বিষয়ে তিনি আরও বলেন, এ সম্পূর্ন বিষয়টি থানার সাথে কথা বলার পর সেখান থেকে কোন সহযোগিতা পাইনি। পরবর্তীতে আমরা সেনাবাহিনীর সাথে কথা বলেছি। সেনাবাহিনীর মেজর আফজাল সাহেব কিছুদিন আগে আমাকে জানিয়েছে, তারা রানাকে ডেকে কথা বলেছে। রানা তাদেরকে জানিয়েছে এইখানের ভবনের কাজে সে নেই। সেনাবাহিনী থেকে আমাকে জানানো হয়েছে যেহেতু এখানে রানার কোন ইনবলমেন্ট নেই তাই আমরা কাজ আপনি শুরু করতে পারি। গতকাল রাতে রানার সাথে এ নিয়ে কথা হয়, আমি বলেছি যেহেতু আপনার এখানে কোন ইনবলমেন্ট নেই তাই আমি আমার মত কাজ শুরু করি। পরবর্তীতে প্রস্তুতি নিয়ে সকালবেলা ওই জায়গায় অনেকগুলো ময়লা ছিল সেগুলো অপসারণের জন্য বেকু নিয়ে যাই। আমাদের কাজ শুরু হওয়ার আধা ঘন্টা পর লোকজন আসে। লোকজনদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সদর থানার সেক্রেটারি জুলহাসও ছিল। সে আসছে আমাদের সাথে ভালো মন্দ কথা বলেছে, সে তার পক্ষে যুক্তি রেখেছে, আমি আমার পক্ষে যুক্তি রেখেছি। আমাদের কথার মাঝে হঠাৎ করে কমিশনার শকু ভাই এসেছেন। তিনি এসে বলেছেন, এগুলো সবই সিটি কর্পোরেশনের জায়গা। তবে তার কথাগুলো সত্যি নয়। এছাড়াও কাউন্সিলর যে এই বিষয়ে কথা বলতে এসেছে, এখানে তো তার আসার কোন এখতিয়ার নেই। যদি এই জমিটা সিটি কর্পোরেশনের হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তা আসবে। কর্মকর্তারা প্রয়োজনে পুলিশ নিয়ে এসে তারা জায়গার মালিকানা প্রমাণ করবে আমরা চলে যাবো। শকু ভাই কাউন্সিলর না তবুও সে আসার পর পরিবেশটা ঘোলা হয়ে গেছে।

মারধরের সুষ্ঠ বিচার দাবি করে চেম্বারের এই পরিচালক আরও বলেন, শকু ভাইয়ের কথা বলার মাঝে রানা ঘটনাস্থলে আসে। যখন আমি রানাকে জিজ্ঞেস করলাম যে আপনি কিভাবে কাজ শুরু করলেন সেটা বলেন, তখন সে আমাকে কিছু না বলেই তার লোকজন আমার উপর হামলা শুরু করে। আমি এই বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করেছে, এবং জেলা পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে দিচ্ছি।

03/07/2025

শোহাদা‌য়ে কারবালা স্মর‌ণে সপ্তম দি‌নের মত
দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের পা‌নি বিতরন

নিজস্ব প্রতি‌বেদক:
আহ‌লে বায়া‌তে রাসুল (সাঃ) ও শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের উ‌দ্যো‌গে ও মীম শরৎ গ্রুপ এর ব‌্যবস্থাপনায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ধারবা‌হিকভা‌বে দশ দিন ব‌্যা‌পি কার্যক্রমের সপ্তম দিন বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

বৃহস্প‌তিবার ( ৩রা জুলাই ) দুপু‌রে নারায়ণগঞ্জ শহ‌রের উকিলপাড়াস্থ ফুল কু‌টিরে অবস্থিত দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের নি‌চে পথচা‌রি‌দের মা‌ঝে বিনামূল্যে বিশ্বদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের খা‌দেমগণ ও মীম শরৎ গ্রুপ এর কর্মকর্তার জানান, আহ‌লে বায়া‌তে রাসুল (সাঃ) ও বেহেস্তি যুবকদের সরদার ইমাম হুসাইন (আঃ), উনার প‌রিবার, প‌রিজনসহ ৭২ জন সঙ্গী করবালার ময়দানে পানির তৃষ্ণায় শহীদ হয়েছে। উনা‌দের এই মহান আত্মত‌্যাগ স্মরণে আমরা প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপ এর চেয়ারম্যান এবং খানকা শরী‌ফের প্রতিষ্ঠাতা প‌রিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সাহেবের সা‌র্বিক তত্ত্বাবধা‌নে এ আয়োজন করা হ‌য়ে থা‌কে।

খানকা শরী‌ফের খা‌দেমগণ, নারায়ণগঞ্জবাসীসহ সকল ধর্মপ্রান মুসলমান‌দের নিকট খানকা শরী‌ফের প্রতিষ্ঠাতা প‌রিচাল‌কের জন‌্য দোয়া কামনা ক‌রেন।
এছাড়া খানকা শরী‌ফে সাপ্তা‌হিক মাহ‌ফিল প্রতি বৃহস্প‌তিবার বাদ মাগ‌রিব থে‌কে শুরু হয়। শোহাদা‌য়ে কারবালা স্মর‌ণে আগামী ১০ মহরম শ‌নিবার বাদ মাগ‌রিব খানকা শরী‌ফে মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌বে এ‌তে সকল ধর্মপ্রাণ মো‌মিন মুসলমান‌দের অংশগ্রহ‌নের জন‌্য বিনীত অনু‌রোধ করা হয়ে‌ছে খানকা শরী‌ফের পক্ষ থে‌কে।

এসময় উপস্থিত ছিলেন, দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের আ‌শেকান জা‌কেরান ভক্তবৃন্দ প্রমুখ।

30/06/2025

শোহাদা‌য়ে কারবালা স্মর‌ণে চতুর্থ দি‌নের মত
দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের পা‌নি বিতরন

নিজস্ব প্রতি‌বেদক:
আহ‌লে বায়া‌তে রাসুল (সাঃ) ও শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের উ‌দ্যো‌গে ও মীম শরৎ গ্রুপ এর ব‌্যবস্থাপনায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ধারবা‌হিকভা‌বে দশ দিন ব‌্যা‌পি কার্যক্রমের চতুর্থ দিন বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

সোমবার ( ৩০ জুন ) দুপু‌রে নারায়ণগঞ্জ শহ‌রের উকিলপাড়াস্থ ফুল কু‌টিরের সাম‌নের সড়‌কে পথচা‌রি‌দের মা‌ঝে বিনামূল্যে বিশ্বদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের খা‌দেমগণ ও মীম শরৎ গ্রুপ এর কর্মকর্তার জানান, আহ‌লে বায়া‌তে রাসুল (সাঃ) ও বেহেস্তি যুবকদের সরদার ইমাম হুসাইন (আঃ), উনার প‌রিবার, প‌রিজনসহ ৭২ জন সঙ্গী করবালার ময়দানে পানির তৃষ্ণায় শহীদ হয়েছে। উনা‌দের এই মহান আত্মত‌্যাগ স্মরণে আমরা প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপ এর চেয়ারম্যান এবং খানকা শরী‌ফের প্রতিষ্ঠাতা প‌রিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সাহেবের সা‌র্বিক তত্ত্বাবধা‌নে এ আয়োজন করা হ‌য়ে থা‌কে।

খানকা শরী‌ফের খা‌দেমগণ, নারায়ণগঞ্জবাসীসহ সকল ধর্মপ্রান মুসলমান‌দের নিকট খানকা শরী‌ফের প্রতিষ্ঠাতা প‌রিচাল‌কের জন‌্য দোয়া কামনা ক‌রেন।

এসময় উপস্থিত ছিলেন, দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের আ‌শেকান জা‌কেরান ভক্তবৃন্দ প্রমুখ।

30/06/2025

সিদ্ধিরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসুচি উদ্ধোধন করলেন সাদরিল

# ফ‍্যাসিস্ট আওয়ামী হাইব্রিড দোসররা যাতে বিএনপির সদস্য হতে না পারে - সাদরিল

নিজস্ব প্রতি‌বেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি, সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের সহকারী একান্ত সচিব ও নাসিক সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল বলেছেন ফ‍্যাসিস্ট আওয়ামী দোসরদের যাতে কেউ বিএনপিতে আসতে না পারে সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন।

সোমবার সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ ওয়ার্ড ভান্ডারী পুল এলাকায় বিএনপির সদস‍্য নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন কর্মসুচিতে আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, সহ সভাপতি এস এম আসলাম, যুবদলের মহানগর সদস্য শাহজালাল কালু সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

29/06/2025

শোহাদা‌য়ে কারবালা স্মর‌ণে তৃতীয় দি‌নের মত
দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের পা‌নি বিতরন

নিজস্ব প্রতি‌বেদক:
আহ‌লে বায়া‌তে রাসুল (সাঃ) ও শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের উ‌দ্যো‌গে ও মীম শরৎ গ্রুপ এর ব‌্যবস্থাপনায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ধারবা‌হিকভা‌বে দশ দিন ব‌্যা‌পি কার্যক্রমের তৃতীয় দিন বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

র‌বিবার ( ২৯ জুন ) দুপু‌রে নারায়ণগঞ্জ শহ‌রের উকিলপাড়াস্থ ফুল কু‌টিরের সাম‌নের সড়‌কে পথচা‌রি‌দের মা‌ঝে বিনামূল্যে বিশ্বদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের খা‌দেমগণ ও মীম শরৎ গ্রুপ এর কর্মকর্তার জানান, আহ‌লে বায়া‌তে রাসুল (সাঃ) ও বেহেস্তি যুবকদের সরদার ইমাম হুসাইন (আঃ), উনার প‌রিবার, প‌রিজনসহ ৭২ জন সঙ্গী করবালার ময়দানে পানির তৃষ্ণায় শহীদ হয়েছে। উনা‌দের এই মহান আত্মত‌্যাগ স্মরণে আমরা প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপ এর চেয়ারম্যান এবং খানকা শরী‌ফের প্রতিষ্ঠাতা প‌রিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সাহেবের সা‌র্বিক তত্ত্বাবধা‌নে এ আয়োজন করা হ‌য়ে থা‌কে।

খানকা শরী‌ফের খা‌দেমগণ, নারায়ণগঞ্জবাসীসহ সকল ধর্মপ্রান মুসলমান‌দের নিকট খানকা শরী‌ফের প্রতিষ্ঠাতা প‌রিচাল‌কের জন‌্য দোয়া কামনা ক‌রেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রবীন সাংবা‌দিক আবুল হো‌সেন, তপু সা‌রোয়ার, বিটু খন্দকার, আল আ‌মিনসহ খানকা শরী‌ফের আ‌শেকান জা‌কেরান ভক্তবৃন্দ প্রমুখ।

28/06/2025

শোহাদা‌য়ে কারবালা স্মর‌ণে দ্বিতীয় দি‌নের মত
দারুল ইশ্ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের পা‌নি বিতরন

নিজস্ব প্রতি‌বেদক:
আহ‌লে বায়া‌তে রাসুল (সাঃ) ও শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইশ্ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের উ‌দ্যো‌গে ও মীম শরৎ গ্রুপ এর ব‌্যবস্থাপনায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে দশ দিন ব‌্যা‌পি কার্যক্রমের দ্বিতীয় দিন বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

শ‌নিবার ( ২৮ জুন ) সন্ধ‌্যায় নারায়ণগঞ্জ শহ‌রের উকিলপাড়াস্থ ফুল কু‌টিরের সাম‌নের সড়‌কে পথচা‌রি‌দের মা‌ঝে বিনামূল্যে বিশ্বদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

দারুল ইশ্ ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের খা‌দেমগণ ও মীম শরৎ গ্রুপ এর কর্মকর্তার জানান, আহ‌লে বায়া‌তে রাসুল (সাঃ) ও বেহেস্তি যুবকদের সরদার ইমাম হুসাইন (আঃ), উনার প‌রিবার, প‌রিজনসহ ৭২ জন সঙ্গী করবালার ময়দানে পানির তৃষ্ণায় শহীদ হয়েছে। উনা‌দের এই মহান আত্মত‌্যাগ স্মরণে আমরা প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপ এর চেয়ারম্যান এবং খানকা শরী‌ফের প্রতিষ্ঠাতা প‌রিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সাহেবের সা‌র্বিক তত্ত্বাবধা‌নে এ আয়োজন করা হ‌য়ে থা‌কে।

খানকা শরী‌ফের খা‌দেমগণ, নারায়ণগঞ্জবাসীসহ সকল ধর্মপ্রান মুসলমান‌দের নিকট খানকা শরী‌ফের প্রতিষ্ঠাতা প‌রিচাল‌কের জন‌্য দোয়া কামনা ক‌রেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রবীন সাংবা‌দিক আবুল হো‌সেন, খানকা শরী‌ফের খা‌দেম লতিফ সিদ্দিক রতন, তপু সা‌রোয়ার, কামাল, আল আ‌মিন, শিপন, সজীবসহ খানকা শরী‌ফের আ‌শেকান জা‌কেরান ভক্তবৃন্দ প্রমুখ।

আম জনতার মতামত কি?
03/06/2025

আম জনতার মতামত কি?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Narayanganj Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Narayanganj Journal:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share