25/05/2024
পৃথিবীর সবচেয়ে রিল্যাক্সিং ব্যাপার হলো যখন আপনার কাওরে ইমপ্রেস করার নাই।
না ফ্রেন্ডস,না ফ্যামিলি,না সোসাইটি না প্রেমিক বা প্রেমিকা। ফ্লাইট ক্লাব সিনেমা যারা দেখেছেন তারা খেয়াল করেছেন কী না জানি না,সেখানে একটা সুন্দর কথা আছে লুজিং অল হোপস ইজ দ্যা আল্টিমেট ফ্রিডম।
সবকিছু ছেড়ে দিয়ে তারপর আপনি যা অর্জন করেন সেটাই একেকটা দুর্দান্ত ব্যাপার।