22/01/2025
পাগলের মতো চালাক
একবার দুই বন্ধু, রবি ও শিবু, রাস্তায় হাঁটছিল। হঠাৎ তারা এক পাগলের মতো দেখতে লোককে দেখে থেমে গেল।
রবি বলল, “শিবু, ওই লোকটা পাগল কিনা যাচাই করে দেখি।“
শিবু রাজি হয়ে বলল, “ঠিক আছে। কীভাবে করবে?”
রবি লোকটির কাছে গিয়ে বলল, “ভাই, তুমি যদি আমাকে ১০০ টাকা দাও, আমি তোমার জন্য চাঁদ কিনে আনব।“
লোকটা একটু ভেবে বলল, “১০০ টাকা কেন? ২০০ টাকা দিচ্ছি। তবে তুমি সূর্যও নিয়ে আসবে।“
শিবু হাসতে হাসতে বলল, “রবি, মনে হচ্ছে পাগলের থেকে তুমিই বেশি পাগল।“
লোকটি তখন বলল, “তোমরা তো দুজনই বোকা। সূর্য আর চাঁদ তো আমার আগে থেকেই আছে!”
সবাই একসাথে হেসে উঠে বুঝল, আসলে লোকটি খুব চালাক!
গল্পের মজাটা হলো—সবাই যেমন লোকটিকে পাগল ভেবেছিল, সে সবাইকে বোকা বানিয়ে দিয়ে চলে গেল।