Poems -কবিতা

  • Home
  • Poems -কবিতা

Poems -কবিতা This page is for those who are lost and will help guide them.

ফ্লোরিন বোমায় ৩৬৭ বর্গ কি মি এলাকার গাজা উপত্যকাকে ধ্বংস করে দিল ইস**রাইল গং।আকাশ থেকে চেইন বোমা হামলা হচ্ছে। মানুষের দে...
06/04/2025

ফ্লোরিন বোমায় ৩৬৭ বর্গ কি মি এলাকার গাজা উপত্যকাকে ধ্বংস করে দিল ইস**রাইল গং।

আকাশ থেকে চেইন বোমা হামলা হচ্ছে। মানুষের দেহ শকে ঝরা পাতার দশতলা পর্যন্ত উঠে যাচ্ছে।

হাসপাতালগুলোতে দেহ আসছে। কোনও এনেস্থিসিয়া ছাড়াই পা কাটতে হচ্ছে, হাত কাটতে হচ্ছে। কাউকে অজ্ঞান করার সুযোগ নাই।

ব্যাথানাশক ওষুধ ফুরিয়ে গেছে। ডাক্তাররা একই গ্লাভস ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। মানুষ যন্ত্রণার তীব্রতায় জ্ঞান হারিয়ে ফেলছে। 😢

ট্রা-ম্প + নেতা-নিয়া-হুদের সাথে মুসলিম মোনাফেকদের পতনও শীঘ্রই দেখার অপেক্ষায় রইলাম৷ ✊✊

Follow: Poems-কবিতা

08/02/2025
সবাই দেখে খেলা আমি দেখি এদের
07/02/2025

সবাই দেখে খেলা আমি দেখি এদের

Comments your birthday
05/10/2024

Comments your birthday

Alhumdulillah,coming soon Mr. Mijanur rahman azhari
02/10/2024

Alhumdulillah,coming soon Mr. Mijanur rahman azhari

সবাই মিথ্যাই খুঁজে নেয় ..
03/09/2024

সবাই মিথ্যাই খুঁজে নেয় ..

যদি দেখার ইচ্ছে হয়🫠 তোমার নিঠুর মনে লয় 🥴 তেঁতুল গাছের নিচে আইসো রাত ১২টার সময় 🙃
03/09/2024

যদি দেখার ইচ্ছে হয়🫠 তোমার নিঠুর মনে লয় 🥴 তেঁতুল গাছের নিচে আইসো রাত ১২টার সময় 🙃

27/04/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

# #১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

# #২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

# #৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

অতীতের সৃতিগুলো এখনো খুব আনন্দ দায়ক।🥲
23/04/2024

অতীতের সৃতিগুলো এখনো খুব আনন্দ দায়ক।🥲

19/03/2024

Π মানুষ আসলে দূর থেকে সুন্দর★
কাছে গেলে মরিচীকার মত 🕴️

হে মানুষ পাপ কাজে লিপ্ত হইয়ো না।
15/03/2024

হে মানুষ পাপ কাজে লিপ্ত হইয়ো না।

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।১. আমি দ্বীন ইসলামকে...
14/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আমিন

Address


Telephone

+8801306169259

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poems -কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share