Maimuna Islam Mymoon

  • Home
  • Maimuna Islam Mymoon

Maimuna Islam Mymoon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maimuna Islam Mymoon, Digital creator, .

আসসালামু আলাইকুম।আমার পেজ আপনাদের জানাই স্বাগতম অভিনন্দন ও ভালোবাসা please like my all page🥰🥰🥰For Promotion, sponsor, collaboration, brand promote kindly inbox
প্রমোশন,স্পন্সর করতে ইনবক্স করুন

মানুষ হারিয়ে গেলেই মূল্যটা  বোঝে এই কথাটা পুরোপুরি সত্যি , প্রতিটা সম্পর্কের রিভেন্স অফ ন্যাচার বলে একটা কথা আছে। আমরা এ...
15/08/2025

মানুষ হারিয়ে গেলেই মূল্যটা বোঝে এই কথাটা পুরোপুরি সত্যি , প্রতিটা সম্পর্কের রিভেন্স অফ ন্যাচার বলে একটা কথা আছে। আমরা এটা কথা টা জানি কিন্তু কখনোই মানতে চাই না । আপনার জন্য এক সময় যে মানুষটা পাগল ছিল সেই মানুষটাই আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে ।

কারন প্রকৃতি সমতা পছন্দ করে । নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে তাকে সম্পর্কে থাকা অবস্হায় মূল্যায়ন করলে , আপনার হয়তবা তাকে হারাতে হতোনা । একটা মানুষ দিনের পর দিন আপনাকে বুঝাতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চায় আপনার নিকট সামান্যই চায় । তখন তাকে এই মূল্যায়ন টুকু করবেন । দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছু না ।

কিন্তু আপনাকে যে ভালবেসে তার সময় ও কেয়ার দিয়ে আগলে ধরে , আপনার খোঁজ নেয় তার প্রচন্ড ব্যস্ততায় ও সে আপনাকে সত্যিই ভালবাসে । আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সমস্ত লিখা ও পোষ্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। সে মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান । সে আপনার জন্য নিজের অবসর বের করে নেয় এমন নয় সে অবসর থাকে ।

তার ও সোস্যাল একটিভিটি আছে তার ও সংসার ও জীবন ধর্ম পালন করতে হয় , আপনি হয়তবা জানবেনই না । তার জন্য ও কেউ না কেউ এভাবেই অপেক্ষামান ।আপনার ছোট ছোট অবহেলা , আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোন একসময় ভীষণ দূরে নিয়ে যাবে আপনি টের ও পাবেন না ।

যে মানুষ মন খুলেই ভালোবাসে সে মানুষ মন খুলেই ঘৃনার সাগরে আপনাকে ডুবিয়ে দিতে পারে । কারন প্রচন্ড রকমের অভিমান ই তাকে ঢেউয়ের মত ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে । যখন বুঝতে পারবেন তখন কিছু করার থাকবে না । প্রেম চর দখলের মত কারন যে প্রেমিক তার প্রেম কে ধরে রাখতে পারে না সেটা প্রেম না অভ্যাস মাত্র ।

ভালবাসা হলো ফুল গাছ লাগানোর মত রোজ তাকে যত্ন নিতে হয় । সামান্য অবহেলা অযত্নে সেটা মরে যেতে পারে ।যখন আপনার প্রিয় মানুষ টা আর তার প্রিয় মানুষের জায়গা টা দিবে না তখন টের পাবেন কতটা ভালোবেসে আপনার জন্য অপেক্ষায় ছিল । আসলে আমারা এই কথাগুলো তখনই বুঝতে পারি যখন সম্পর্কের ম্যাজিক টা চলে যায়। তাই বলব রোজ তাকে সামান্যই ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করান হ্যা “আমিও তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে চাও “

কাছের মানুষ টা দুরত্ব মৃত্যুর সমান যন্ত্রনা দেয় সে হারিয়ে যাওয়ার পরই তা বুজতে পারবেন ।

বাঁচার ইচ্ছে রেখো, কষ্টের মাঝেও—তোমাকে বলছিজীবন সবসময় মসৃণ হয় না। এখানে রঙিন রোদ যেমন আছে, তেমনি আছে ঝড়-বৃষ্টি, অন্ধকার ...
15/08/2025

বাঁচার ইচ্ছে রেখো, কষ্টের মাঝেও—তোমাকে বলছি

জীবন সবসময় মসৃণ হয় না। এখানে রঙিন রোদ যেমন আছে, তেমনি আছে ঝড়-বৃষ্টি, অন্ধকার রাতও। মাঝে মাঝে মনে হয়—সবকিছু যেন থেমে গেছে, সব দরজা বন্ধ, পথ নেই কোথাও। হৃদয়ের ভেতরে তখন জমে থাকা কষ্টগুলো যেন পাহাড়ের মতো ভারী হয়ে যায়।

হয়তো সম্পর্ক ভেঙেছে, প্রিয়জনের দূরত্ব পুড়িয়েছে, স্বপ্ন ভেঙে গেছে, কিংবা জীবনের কোনো বড় পরীক্ষায় হেরে গেছো। এমন সময় খুব সহজেই মনে হয়—“এভাবে আর বাঁচা যায় না।”

এখানে হাসি আছে, আবার কান্নাও আছে। সুখের মুহূর্ত যেমন আছে, তেমনি আছে কষ্টের ঝড়। কখনও কখনও সেই ঝড় এতটাই প্রবল হয় যে মনে হয় সব শেষ। মনে হয়, আর কিছু বাকি নেই। ঠিক সেই মুহূর্তে আমি তোমাকে বলতে চাই—বাঁচার ইচ্ছে রেখো, কষ্টের মাঝেও।

কিন্তু ঠিক এই মুহূর্তেই আমি তোমাকে বলছি—বাঁচার ইচ্ছে রেখো। কারণ কষ্ট চিরকাল থাকে না। যেমন রাতের পর ভোর আসে, তেমনই এই কষ্টও একদিন হালকা হয়ে যাবে। হয়তো তুমি এখন অন্ধকারে আছো, কিন্তু এই অন্ধকারই তোমার নতুন আলো দেখার প্রস্তুতি।

কষ্টের মাঝেও বাঁচার মানে শুধু শ্বাস নেওয়া না, বরং নতুন করে আশা জাগানো। ছোট ছোট সুখের মুহূর্তগুলো খুঁজে পাওয়া। তোমার হাতে যদি চায়ের কাপ থাকে, তার উষ্ণতায় কিছুটা শান্তি খুঁজে নাও। রাস্তায় যদি হঠাৎ কোনো বাচ্চার হাসি শুনতে পাও, সেই হাসিতে একটু আলো খুঁজে নাও। প্রতিদিন আকাশের রঙ বদলায়—সেটা দেখার ইচ্ছেটুকু রেখো।

কারণ কষ্ট চিরস্থায়ী নয়। তুমি যত বড় সমস্যার মধ্যেই থাকো না কেন, তারও একটা শেষ আছে। আজকে যে দুঃখ তোমাকে গ্রাস করছে, কয়েক মাস পর হয়তো সেটাই তোমার জীবনের শক্তি হয়ে উঠবে। কষ্ট মানুষকে শেখায়—সহ্য করা, অপেক্ষা করা, এবং সবচেয়ে বড় কথা, নতুন করে বাঁচার মানে খুঁজে পাওয়া।

তোমার কষ্টের গল্পটা হয়তো আজ সবচেয়ে ভারী, কিন্তু মনে রেখো—এই পৃথিবীতে তুমি একা না। অনেক মানুষই এমন রাত পেরিয়ে নতুন ভোর দেখেছে। তারা বেঁচে থেকেছে, আর বেঁচে থাকায় নতুন গল্প তৈরি হয়েছে। তুমিও পারবে। জীবন তোমার জন্য কত সুন্দর কিছু জমা করে রেখেছে, তুমি কি জানো?

যে স্বপ্নগুলো আজ অপূর্ণ মনে হচ্ছে, সেগুলো কাল পূর্ণ হতে পারে। যে মানুষগুলো আজ তোমার কাছ থেকে দূরে সরে গেছে, হয়তো ভবিষ্যতে তুমি এমন কিছু মানুষ পাবে যারা তোমার অস্তিত্বের কারণ হয়ে যাবে। কিন্তু এইসব পেতে হলে তোমাকে থাকতে হবে। থাকতে হবে বেঁচে থাকার ইচ্ছে নিয়ে।

নিজেকে বলো—এই কষ্ট আমাকে শেষ করতে পারবে না, এটা শুধু আমাকে বদলাবে, আমাকে আরও শক্ত করবে। আজকের অশ্রু কালকের হাসির পথে পাথর হয়ে থাকবে না, বরং সেতু হবে।কষ্টের সময় মনে হয় সব শেষ। মনে হয়, আলো আর কখনো ফিরবে না। কিন্তু রাত যতই গভীর হোক, ভোর একদিন আসবেই। তাই তুমি যদি এই রাতটা পার করে যেতে পারো, নিশ্চিত থেকো—একটা নতুন সকাল তোমার জন্য অপেক্ষা করছে।

তোমার জীবনে এখনও অনেক গান বাজেনি, অনেক গল্প লেখা হয়নি, অনেক পথ হাঁটা বাকি আছে। তাই কষ্ট যত গভীর হোক না কেন, মনে রেখো—তুমি এখনও বেঁচে আছো মানে সম্ভাবনা আছে। আর সম্ভাবনা মানে আশার আলো।

নিজেকে ভালোবাসো। নিজেকে সময় দাও। কারো জন্য নয়, নিজের জন্য বাঁচো। জীবনটা একটাই—এত অমূল্য জিনিসটাকে হেলায় হারিয়ে ফেলো না। ভুলে যেও না, তুমি যে শ্বাস নিচ্ছো, সেটাই প্রমাণ তুমি এখনো সুযোগ পাচ্ছো—আবার শুরু করার, আবার হাসার, আবার স্বপ্ন দেখার।

তোমাকে বলছি—হাল ছেড়ো না। কষ্টের মাঝেও বাঁচার ইচ্ছে রেখো। কারণ তুমি জানো না, সামনে তোমার জন্য কত আলো অপেক্ষা করছে
তাই, আমি আবারও বলছি—বাঁচার ইচ্ছে রেখো, কষ্টের মাঝেও। তোমার জন্যই পৃথিবীতে এখনও রঙ আছে, আলো আছে, ভালোবাসা আছে।

©

হয়তো আমি তোমার জীবনে সেরা মানুষটা নয়".কিন্তু একদিন তুমি আমার নাম শুনে হেঁসে বলবে সে অন্যরকম ছিলো..!!😊🖤🌸
15/08/2025

হয়তো আমি তোমার জীবনে সেরা মানুষটা নয়".
কিন্তু একদিন তুমি আমার নাম শুনে হেঁসে বলবে সে অন্যরকম ছিলো..!!😊🖤🌸

মানুষের বিপদে পাশে দাঁড়ানো মানেই যে তার কাছে সবসময় অনেক টাকা থাকে—তা নয়।হয়তো আপনি বিপদে পড়ে কারো কাছে টাকা চাইলেন, আর সে...
15/08/2025

মানুষের বিপদে পাশে দাঁড়ানো মানেই যে তার কাছে সবসময় অনেক টাকা থাকে—তা নয়।
হয়তো আপনি বিপদে পড়ে কারো কাছে টাকা চাইলেন, আর সে সাথে সাথেই ব্যবস্থা করে দিল। এর মানে এই নয় যে সে আপনার জন্য টাকা হাতে নিয়ে বসে ছিলো।
বাসে আপনার ভাড়া পরিচিত কেউ দিয়ে দিল মানে এই নয় যে তার মানিব্যাগ টাকায় ভরা। কেউ আপনার খাবারের বিল আগে মিটিয়ে দিলেও, সেটা এই কারণে নয় যে তার কাছে টাকার পাহাড় আছে।

তাদের কাছে হয়তো টাকার পাহাড় নেই, কিন্তু আছে পাহাড়ের চেয়েও বড় একটা মন।
ভালো মনের মানুষগুলো যেন সবসময় ভালো থাকে ❤️

✅ শুভ সকাল  ✅♥️ প্রকৃতির সৌন্দর্যের কোন তুলনা হয় না ♥️
15/08/2025

✅ শুভ সকাল ✅
♥️ প্রকৃতির সৌন্দর্যের কোন তুলনা হয় না ♥️

~ মানুষ ছাড়তে শিখো, কারণ যাকে যত শক্ত করে ধরবে, সে তত বেশি আঘাত করবে;- এক জীবনে আমি বুঝেছি, মানুষ ধরে রাখা মানে নিজেকে ত...
15/08/2025

~ মানুষ ছাড়তে শিখো, কারণ যাকে যত শক্ত করে ধরবে, সে তত বেশি আঘাত করবে;
- এক জীবনে আমি বুঝেছি, মানুষ ধরে রাখা মানে নিজেকে তিলে তিলে মে"রে ফেলা!😅💔

দূর বোকা ভে'ঙে পড়া যাবে-না, মানুষ আসবে- যাবে,, আমি সবসময় পাশে আছি বলেও, কেউ থাকবে না, এটাই জীবন। 🙂❤️‍🩹
15/08/2025

দূর বোকা ভে'ঙে পড়া যাবে-না, মানুষ আসবে- যাবে,, আমি সবসময় পাশে আছি বলেও, কেউ থাকবে না, এটাই জীবন। 🙂❤️‍🩹

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা শান্তির ঠিকানা #গ্রাম বাংলার  #দৃশ্য
15/08/2025

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা শান্তির ঠিকানা
#গ্রাম বাংলার
#দৃশ্য

সময় আর মানুষ দুটোই অনেক বৈচিত্র্যময়..!!😊🤎🌸
15/08/2025

সময় আর মানুষ দুটোই অনেক
বৈচিত্র্যময়..!!😊🤎🌸

আমরা প্রিয় মানুষটার অ্যাটেনশন পাওয়ার জন্য কতো কিছুই না করি। ‎কখনো ম্যাসেজ করতে গিয়ে রচনা লিখে বসি।‎কখনো বা দীর্ঘ সময়...
15/08/2025

আমরা প্রিয় মানুষটার অ্যাটেনশন পাওয়ার জন্য কতো কিছুই না করি।
‎কখনো ম্যাসেজ করতে গিয়ে রচনা লিখে বসি।
‎কখনো বা দীর্ঘ সময় তার একটা ম্যাসেজের অপেক্ষায় থাকি।
‎অতপর শরৎচন্দ্রের একটা লেখা মন কেরে নিলো - "আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম। যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুতেই জানিতে পারিল না।"
রাব্বী
#ছিলে_না_তুমি

15/08/2025

ধৈর্যহীন মেয়েটাও ধৈর্যশীল হয়ে যায়, রাগী মেয়েটাওএকটা সময় শান্ত হয়ে যায়,অল্প আঘাতেও কান্না করা মেয়েটাও একটা সময় কান্না করতে ভুলে যায়।সব সময় বকবক করা মেয়েটাও একটা সময় চুপ হয়ে যায়। মানতে হবে যে,পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়।

মানুষের জীবনে সবারই কিছু ব্যক্তিগত জায়গা থাকে—যেখানে অন্যের দৃষ্টি বা হস্তক্ষেপ একদমই কাম্য নয়।কারো পার্সোনাল লাইফে অযথা...
15/08/2025

মানুষের জীবনে সবারই কিছু ব্যক্তিগত জায়গা থাকে—যেখানে অন্যের দৃষ্টি বা হস্তক্ষেপ একদমই কাম্য নয়।
কারো পার্সোনাল লাইফে অযথা নাক গলানো, প্রশ্ন করা বা বিচার করা—এগুলো শুধু সম্পর্কের দূরত্ব বাড়ায় না, বরং মানুষটির প্রতি আপনার সম্মানও কমিয়ে দেয়।

সবচেয়ে বড় ম্যাচুরিটি হলো—অন্যের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানো, তাদের পছন্দ-অপছন্দ, সিদ্ধান্ত ও সীমারেখা বুঝে চলা।
আপনি যত কম হস্তক্ষেপ করবেন, ততই সম্পর্ক টিকে থাকবে সুন্দর ও স্বচ্ছন্দভাবে।
মনে রাখবেন, সম্মান মানেই ভালোবাসার ভিত্তি, আর সেই সম্মানের শুরু হয়—অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করা থেকে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Maimuna Islam Mymoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share