রিম ঝিম

রিম ঝিম আমার পোস্ট গুলো অবহেলা করবেন না দয়া করে লাইক দিন এবং আপনার মন্তব্য শেয়ার করুন ধন্যবাদ।

বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া আমাদের একমাত্র লক্ষ্য

চাঁদ ঘুমিয়ে গেছেআকাশের কোলে...ম্যাচিং ম্যাচিং  #এডলফ বউ-জামাইI'm শিহরিত 😺😺
30/09/2025

চাঁদ ঘুমিয়ে গেছে
আকাশের কোলে...
ম্যাচিং ম্যাচিং #এডলফ বউ-জামাই
I'm শিহরিত 😺😺

রাজশাহীর মোহনপুরে এক মা ১৭ জমজ বাচ্চার জন্ম দিলেন” — সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ মোহনপুরে অভাবনীয় ঘটনা — একসাথে ১৭ জমজ...
30/09/2025

রাজশাহীর মোহনপুরে এক মা ১৭ জমজ বাচ্চার জন্ম দিলেন” — সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ

মোহনপুরে অভাবনীয় ঘটনা — একসাথে ১৭ জমজ সন্তানের জন্ম

রাজশাহীর মোহনপুর উপজেলা গতকাল ভোরে এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হলো। এলাকার এক গৃহবধূ একসাথে জন্ম দিয়েছেন ১৭টি জমজ সন্তান। খবরটি মুহূর্তেই গ্রাম ছাড়িয়ে জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে।

হাসপাতালে অভাবনীয় দৃশ্য

ভোর রাতে প্রসব বেদনায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই গৃহবধূ। শুরুতে চিকিৎসকরা ভেবেছিলেন এটি হয়তো যমজ বা সর্বোচ্চ তিন সন্তানের ঘটনা। কিন্তু একে একে ১৭টি নবজাতকের জন্মে তারা হতবাক হয়ে যান।
একজন চিকিৎসক বলেন,
“আমরা কখনো এমন কিছু কল্পনাও করিনি। চিকিৎসা বিজ্ঞানে একসাথে এত সন্তান জন্মের ঘটনা অবিশ্বাস্য।”

নবজাতকদের অবস্থা

মোট ১৭ নবজাতকের মধ্যে ৯ জন ছেলে ও ৮ জন মেয়ে।

গড় ওজন ৭০০ গ্রাম থেকে ১.১ কেজি।

প্রত্যেকেই ইনকিউবেটরে রাখা হয়েছে এবং নিবিড় পরিচর্যা চলছে।
চিকিৎসকরা জানাচ্ছেন, এতগুলো নবজাতকের জন্য একসাথে পর্যাপ্ত যন্ত্রপাতি ও মেডিকেল টিম জোগাড় করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পরিবার ও গ্রামের প্রতিক্রিয়া

পরিবারে এখন আনন্দ ও আতঙ্ক দুটোই বিরাজ করছে।
শিশুগুলোর বাবা, একজন সাধারণ কৃষক, আবেগাপ্লুত হয়ে বলেন—
“আল্লাহর রহমত হিসেবে নিয়েছি, কিন্তু এতগুলো সন্তানকে কিভাবে লালন-পালন করব, সেটা ভেবে শঙ্কিত।”

গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়েছে। মানুষ ভিড় জমাচ্ছেন হাসপাতালের সামনে। কেউ বলছেন “এটা অলৌকিক ঘটনা”, কেউ আবার বলছেন “এটা তো আল্লাহর বিশেষ রহমত।”

প্রশাসন ও সহায়তা

খবর শুনে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। তাঁরা পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। ইতোমধ্যেই বিভিন্ন সংগঠন নবজাতকদের জন্য দুধ, ওষুধ ও আর্থিক সহায়তা দিতে শুরু করেছে।

চিকিৎসা দৃষ্টিকোণ

বিশেষজ্ঞরা বলছেন, একসাথে ১৭ সন্তানের জন্ম বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নেই। তাই এই ঘটনা সম্পূর্ণ অবিশ্বাস্য এবং প্রাকৃতিক নিয়মে প্রায় অসম্ভব। অনেকেই এটিকে কেবল কল্পকাহিনি বলে মনে করছেন।

গ্রামের মানুষের মন্তব্য

এক প্রবীণ ব্যক্তি বলেন—
“এত সন্তান একসাথে জন্ম নেবে, এটা শুধু আল্লাহর ইচ্ছাতেই সম্ভব। কিন্তু এদের ভবিষ্যৎ কী হবে, সেটা ভেবে ভয়ও পাচ্ছি।”

Zubeen Garg জ়ুবিনের শেষকৃত্যে ভক্তদের জনজোয়ার, বিশ্বে চতুর্থ বৃহত্তম জনসমাগম, বলছে লিমকা বুক অফ রেকর্ডস। মাইকেল জ্যাকসন...
25/09/2025

Zubeen Garg
জ়ুবিনের শেষকৃত্যে ভক্তদের জনজোয়ার, বিশ্বে চতুর্থ বৃহত্তম জনসমাগম, বলছে লিমকা বুক অফ রেকর্ডস।

মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস, রানি দ্বিতীয় এলিজাবেথের পরে কোন তালিকায় জ়ুবিনের নাম?

সাদা ফুলের মালায় উপচে পড়েছে শববাহী গাড়ি। কারও কারও কণ্ঠে আবার শোনা গিয়েছে জ়ুবিনের জনপ্রিয় গান। চোখের জলে প্রিয় গায়ককে বিদায় জানাতে দেখা গিয়েছে অনুরাগীদের।

যন্ত্রণার হলেও এমন দৃশ্য আগে কখনও দেখেনি অসমবাসী। এই মুহূর্তটিকে তাই স্বীকৃতি দিয়েছে লিমকা বুক অফ রেকর্ডসও।

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
24/09/2025

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

লায়লা  খালা.. আপনি  57 বছর বয়সে এসে জীবনটাকে উপভোগ করে নিচ্ছেন। এইরকম সুযোগ সবাই পায়না বা এইরকম সাহসও সবার হয়না। তবে পুর...
20/09/2025

লায়লা খালা.. আপনি 57 বছর বয়সে এসে জীবনটাকে উপভোগ করে নিচ্ছেন। এইরকম সুযোগ সবাই পায়না বা এইরকম সাহসও সবার হয়না। তবে পুরুষগুলো যদি আপনার বয়সের সাথে মানানসই হতো তাহলে আ‍্যপ্রিসিয়েট করতাম। কিন্তু আপনি যেটা করছেন সেটা সমাজ বা পরিবারের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনেনা। আপনার এসব কাজ দেখে, অল্পবয়সী ছেলেগুলো চাইবে নিজ স্বার্থে বয়স্ক মহিলাদের পটাতে আর বয়স্ক মহিলারা চাইবে তাদের টাকার জোরে কমবয়সী ছেলেদের নিজের আয়ত্বে রাখতে। যা এই সমাজ ন*ষ্ট করার জন্য যথেষ্ট।।

19/09/2025

এরা কখনোই বিএনপির ভালো চায় না।

অশ্লীলকে না বলি এবং ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি 🥰❤️    Umma Kulsum Popi Fan's ✅ কৃষি ও পরিবেশ উন্নয়নে...
18/09/2025

অশ্লীলকে না বলি এবং ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি 🥰❤️






Umma Kulsum Popi Fan's ✅

কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড।
নিজের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি। কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য। কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট বানিয়ে চলেছেন।

কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা জাগিয়ে চলেছেন পপি।

উম্মে কুলসুম পপির মত আমাদের বাংলাদেশী অনেক কন্টেন ক্রিয়েটর দরকার বাংলাদেশে অনেক কন্টেন ক্রিয়েটর আছে যারা মেধা শূন্য সকালে কি করে বিকালে কি করে শুধু এইসব ভিডিও গুলো আপলোড করে বর্তমান সমাজ এমন একটি পর্যায়ে চলে গেছে আমার অশ্লীলতাকে সাপোর্ট করে থাকি অশ্লীল কন্টেন এভোয়েড করে আমরা ভালো কন্টেন যারা ভালো তৈরি করে তাদেরকে সাপোর্ট করবো!!

#সংগ্রীহিত #চাষাবাস #খেতী #কৃষিবীদ


পোস্টটি ভালো লাগলে আমার পেইজটিতে একটা ফলো দিবেন 🙂

কি হবে এখন তার?
17/09/2025

কি হবে এখন তার?

Address

Dhaka

Telephone

+8801977448871

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিম ঝিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রিম ঝিম:

Share