05/06/2025
তাকবীরে তাশরীক:
اَللهُ أَكْبَرُ، اَللهُ أكْبَرُ، لاَ إِلَهَ إِلاَّ اللهُ،
وَاللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ ﻭ ﻟِﻠّﻪ الحَمْدُ
“আল্ল-হু আকবার আল্ল-হু আকবার লা~ ইলাহা ইল্লাল্ল-হু,
ওয়াল্ল-হু আকবার আল্ল-হু আকবার ওয়ালিল্লাহিল হামদ”
🔸 ০৯ ই যিলহজ্জ [অর্থাৎ ৬ ই জুন শুক্রবার] ফজর থেকে ১৩ ই যিলহজ্জ [১০ই জুন মঙ্গলবার] আসর পর্যন্ত সর্বমোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর পুরুষদের জন্য উচ্চস্বরে এবং মহিলাদের জন্য নিম্নস্বরে একবার করে তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব।