
19/11/2024
৩ বছর আগের কথা ।
তখন খুব ক্রাইসিস সময় পার করছি , পকেটে টাকা পয়সা তেমন নাই । দুপুর ২ টা , এক বুড়া চাচা এসে বললো - " বাবা কিছু খেতে দাও , খিদা লাগছে । চাচা মিয়াকে দেখে মায়া লাগলো , বাসার পাশের হোটেলে বসতে বললাম , বললাম " চাচা খাক, আমি এসে বিল দিয়ে যাবো । "
বিকালে গিয়ে দেখি চাচা মিয়া ১৫০ টাকা বিল তুলছেন , মেজাজটা তিরিক্ষি হয়া গেলো !
হুর্র , ১০০ টাকার মধ্যে খেতে পারতো না চাচা মিয়া !
নিজেকে গাইল দিলাম মনে মনে !
একটু পর মোবাইলের ভাইব্রেশন , দেখলাম ব্যাংকের মেসেজ, ২০০০০ টাকা ঢুকেছে একাউন্টে ! আমি মাথা চুলকাতে শুরু করলাম , কিরে ! কাহিনী কি ?
তার নিচেই এক বাটপার বন্ধুর মেসেজ " তোর টাকাটা আজ চার বছর আটকে রাখলাম , পাঠিয়ে দিলাম , মাফ করে দিস আমাকে পারলে । "
আমি ভোদাই আরও ভোদাই হয়া গেলাম , টাকাটা ফেরত পাবো কল্পনা করিনি কখোনো !
এরাম বহু ঘটনার সাক্ষী হয়া এরপর থেকে মুসাফির ক্ষুধার্তদের জন্য যা পারি , যতোটুকু পারি খরচ করি । কারণ আমি এটা বুঝে গেছি - আল্লাহ এক মুহূর্তের জন্যও তাঁর বান্দার কাছে ঋণী থাকেন না , থাকবেন না ।
এই বুদ্দি আপনিও ইউজ করতে পারেন , চেষ্টা করে দেখেন তো , আপনার রবকে আপনি ঋণী করতে পারেন কিনা !
পারবেন না ...... অসম্ভব !
লেখাঃ Dr. Asif Saikat