Natai

Natai Redefine the view of the control. Natai media and communication Ltd.

বিস্তৃত আমলাতন্ত্র আর রাষ্ট্র যে কত গণবিরোধী, কত অকাজের, কত প্রাণ-প্রকৃতি-প্রতিবেশবৈরী, গত ৩/৪ দিনে সেটা হাড়ে হাড়ে টের প...
08/08/2024

বিস্তৃত আমলাতন্ত্র আর রাষ্ট্র যে কত গণবিরোধী, কত অকাজের, কত প্রাণ-প্রকৃতি-প্রতিবেশবৈরী, গত ৩/৪ দিনে সেটা হাড়ে হাড়ে টের পাওয়া গেল কিন্তু! রাষ্ট্র-সরকার দূর্বল হলেই যে মানুষ নিজের দায়িত্ব নিজে নিতে তাড়িত হয়, সমাজে তার স্বাধীন সক্রিয়তার পরিসর সৃষ্টি হয়। গত কয়দিনে জনসক্রিয়তা আর ডিরেক্ট ডেমোক্র্যাসির একটা প্র্যাকটিস হয়ে গেল বেশ! সত্যিই, অ্যানার্কি ইজ অর্ডার, নৈরাজ্যই নিয়ম!

কোনও প্রাক-প্রস্তুতি/বাজেট/লোকেশন রেকি ছাড়াই সংসদ পরিষ্কার হয়ে গেল। ভেঙে দেওয়া ভাষ্কর্য পুননির্মাণ শুরু হলো। সিটি করপোরেশন আমলাতন্ত্রই ছাড়া শহর কত সুন্দর। কত পরিষ্কার। ট্রাফিক পুলিশ নেই বলে রিকশা-বাইক-কার যাচ্ছে ভিন্ন ভিন্ন লেনে। চাপানো নিয়ম নেই বলেই কেউ নিয়ম ভাঙছে না। মালবাহী ট্রাক চলে আসতে পারছে পুলিশ/রাজনীতিবিদকে টাকা না দিয়েই।

স্বাধীনতাশীলতার অনুভূতি টের পাওয়া যাচ্ছে আসলে। রাস্তায় রিকশাওয়ালা বলে, মামা যা ভাড়া দেবেন তাতেই যাব। কেন? চাদা দিতে হচ্ছে না তাই। বাসে ভাড়া কমায়া রাখে, কারণ জানতে চাইলে বলে: আমাদের তো আর চাঁদা দিতে হচ্ছে না। দোকানির ব্যবহার বদলে গেছে। খুচরা দিতে ভ্রু-কোচকানি নেই। মানুষের মুখে মুখে হাসি। মানুষে মানুষে সহানুভূতি-সমানানুভূতির এক ঐতিহাসিক মুহূর্ত যেন!

গতরাতে আমার বাসার রাস্তায় মধ্যরাত পর্যন্ত পাহারায় ছিল তরুণ শিক্ষার্থীরা। জেগে ছিলাম আমিও, ব্যালকুনিতে দাঁড়িয়ে ওদের বললাম কফি খাবেন? ওরা বলে, ‘না ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ’। আমরা আছি, আপনারা ঘুমান! এক পর্যায়ে মুরব্বিরা ওদের বাসায় পাঠাল ঘুমাতে। তারা পাহারা দিতে শুরু করল।

নতুন বাংলাদেশ নির্মাণ করছে আমাদের তরুণরা। রাস্তা থেকে পার্লামেন্ট; সবকিছু ধুয়ে-মুছে সাফ করতে চায় ওরা। বদলাতে চায় পুরনো রাজনীতি আর শাসনতন্ত্র-সংবিধান। ফ্যাসিজম যেন জেঁকে বসতে না পারে, কোথাও যেন বৈষম্য না হয়, তা নিশ্চিত করতে চায় ওরা।

অভ্যুত্থানের অস্থিরতা ফুরোয়নি, সহজে ফুরোনার নয়। ভিন্ন ধর্ম-সম্প্রদায়ের ওপর নিপীড়ন, বিদায় হওয়া ফ্যাসিস্ট শক্তির জান-মালে হামলা-আগুন এসব থামাতে আমাদের প্রত্যেকের আরও আরও সক্রিয় হওয়ার বিকল্প নাই। অভ্যুত্থান ছিনতাইয়েরও আশঙ্কা রয়েছে। একে তাই সক্রিয় পাহারায় রাখতে হবে। শিক্ষার্থীরাই সব করে দেবে কেন? আমরা কি এখনও বসে বসে থাকব? ওরা ফ্যাসিস্ট তাড়ানোর পরও?

Artwork: Debashish Chakrabarty

হুট করে লিগ শুরু, দর্শক ফিরবে? বিস্তারিত ভিডিওর লিংক কমেন্টে -
22/12/2023

হুট করে লিগ শুরু, দর্শক ফিরবে?

বিস্তারিত ভিডিওর লিংক কমেন্টে -

বসুন্ধরা কিংস অ্যারেনা, যেন এক দুর্গ। এখানে এখনো কোন ম্যাচ হারেনি বাংলাদেশ কিংবা বসুন্ধরা কিংস। বিস্তারিত ভিডিওর লিংক কম...
02/12/2023

বসুন্ধরা কিংস অ্যারেনা, যেন এক দুর্গ। এখানে এখনো কোন ম্যাচ হারেনি বাংলাদেশ কিংবা বসুন্ধরা কিংস।

বিস্তারিত ভিডিওর লিংক কমেন্টে -

দেশজুড়ে চলছে মোরসালিন বন্দনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লেবাননের বিপক্ষে দারুণ এক গোল করে উচ্ছাসে ভাসিয়েছেন ১৮ কোটি বা...
29/11/2023

দেশজুড়ে চলছে মোরসালিন বন্দনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লেবাননের বিপক্ষে দারুণ এক গোল করে উচ্ছাসে ভাসিয়েছেন ১৮ কোটি বাংলাদেশিকে। তার এই অর্জন এবার দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণ্ডিতেও আলোড়ন তুলেছে।

বিস্তারিত ভিডিওর লিংক কমেন্টে-

মোহাম্মদ শামী,ভারতীয় ক্রিকেটের আধাঁর ফুঁড়ে বেরিয়ে আসা  এক ঝলমলে চরিত্র। বিশ্বকাপের আগে নিশ্চিতই ছিল না যার দলে থাকা।  আজ...
18/11/2023

মোহাম্মদ শামী,ভারতীয় ক্রিকেটের আধাঁর ফুঁড়ে বেরিয়ে আসা এক ঝলমলে চরিত্র। বিশ্বকাপের আগে নিশ্চিতই ছিল না যার দলে থাকা। আজ তিনিই ভারতকে ফাইনালে তোলার নায়ক।

লিংক কমেন্টে -

18/11/2023

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩ চূড়ান্ত পর্ব-

তরুণদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং সিআরআই চেয়ারপার্সন সজীব ওয়াজেদ জয়।

#ইয়াংবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাভোটগ্রহণ: ৭ জানুয়ারিমনোনয়ন দাখিল: ৩০ নভেম্বর মনোনয়ন যাচাই-বাছাই: ১-৪ ডিসেম্বরমনো...
15/11/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

ভোটগ্রহণ: ৭ জানুয়ারি
মনোনয়ন দাখিল: ৩০ নভেম্বর
মনোনয়ন যাচাই-বাছাই: ১-৪ ডিসেম্বর
মনোনয়ন প্রত্যাহার: ১৭ ডিসেম্বর
প্রতীক বরাদ্দ: ১৮ ডিসেম্বর
প্রচারণা: ১৮ ডিসেম্বর থেকে

#জাতীয়_নির্বাচন
#সংসদ #নির্বাচন


বিশ্বকাপ ক্রিকেট, টাইগাররা যখন ম্যাচসেরালিংক কমেন্টে-
13/11/2023

বিশ্বকাপ ক্রিকেট, টাইগাররা যখন ম্যাচসেরা

লিংক কমেন্টে-

দুর্দান্ত লড়াই শেষে অস্ট্রেলিয়ার দানবীয় ব্যাটিংয়ের কাছে হার বাংলাদেশের। #বাংলাদেশ
11/11/2023

দুর্দান্ত লড়াই শেষে অস্ট্রেলিয়ার দানবীয় ব্যাটিংয়ের কাছে হার বাংলাদেশের।

#বাংলাদেশ

What a magnificent innings by Towhid Hridoy 74 (79)    #বাংলাদেশ
11/11/2023

What a magnificent innings by Towhid Hridoy 74 (79)



#বাংলাদেশ

11/11/2023

ধীরস্থির শুরুর পর হঠাৎ ২ উইকেটের পতন
তারপরও রানরেট ৬ এর উপরে রেখে এগিয়ে যাচ্ছে #বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।দলের অধিনায়ক শান্ত জানালেন, টসে জিতলে তারা নিজেদের জন্য ব্যাটিং বেছে...
11/11/2023

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
দলের অধিনায়ক শান্ত জানালেন, টসে জিতলে তারা নিজেদের জন্য ব্যাটিং বেছে নিতে। ম্যাচ শুরু হবে সকাল ১১ টায়। সাকিব বিহীন বাংলাদেশের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Natai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Natai:

  • Want your business to be the top-listed Media Company?

Share