Gazipur News 24

  • Home
  • Gazipur News 24

Gazipur News 24 সবার আগে গাজীপুরের খবর জানতে গাজীপুর ?

🎉 শুভ জন্মদিন বেগম খালেদা জিয়া 🎉আজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন।এই...
15/08/2025

🎉 শুভ জন্মদিন বেগম খালেদা জিয়া 🎉

আজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন।

এই বিশেষ দিনে গাজীপুর নিউজ 24 এর পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি। 💐

বেগম খালেদা জিয়া: বাংলাদেশের রাজনীতির এক শক্তিশালী ও জনপ্রিয় নেতৃত্ব

বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। স্বামী জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক, ১৯৮১ সালে নিহত হওয়ার পর খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

দৃঢ় নেতৃত্ব ও সাহসী রাজনৈতিক অবস্থানের কারণে তিনি অল্প সময়ের মধ্যেই জনগণের আস্থা অর্জন করেন। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেন। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষা, অবকাঠামো, ও নারী উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেন।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে যেমন সাফল্য রয়েছে, তেমনি নানা চ্যালেঞ্জ ও সংগ্রামও রয়েছে। তবুও তিনি দেশের রাজনীতিতে এক অবিচল ও অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব হিসেবে পরিচিত।

📌 আজও কোটি মানুষ তার নেতৃত্ব, দৃঢ়তা ও দেশপ্রেমের জন্য তাকে ভালোবাসে এবং সম্মান করে।

গাজীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, তিনজন গ্রেফতারগাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল মির্জাপ...
15/08/2025

গাজীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, তিনজন গ্রেফতার

গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল মির্জাপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে নাজমুল, সোহাগ ও রাব্বি নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান শেষে সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধনগাজীপুরের টঙ্গী পূর্ব থানার...
11/08/2025

সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডসহ সারাদেশে সাংবাদিক হত্যা, গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা বন্ধেরও দাবি জানিয়েছেন বক্তারা।

আজ সোমবার দুপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, “তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা সমাজের জন্য অশনি সংকেত। সাংবাদিকরা যদি পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ না থাকেন, তবে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে।”

এছাড়া, তারা ফয়েজুর রহমানসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনার বিচার দাবি করেন এবং মিথ্যা মামলা বন্ধের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. কাজল খান, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ তাইজুল, সাংবাদিক আবু সালেহ মুছা, সাংবাদিক মানিক হোসেন বিজয়, সাংবাদিক পাপেল, সাংবাদিক জীবন সরকার, সাংবাদিক নুরুজ্জামান শেখ, সাংবাদিক জাকারিয়া, সাংবাদিক আমান উল্লাহ আমান, সাংবাদিক সুলতানা সরকার, সাংবাদিক নয়ন মনির, সাংবাদিক অপু, সাংবাদিক রেজা, সাংবাদিক মুন্নী, সাংবাদিক মুক্তা রীনাসহ আরও অনেকে।

সাংবাদিক হত্যা-গুম-খুন বন্ধ করো!প্রতিবাদ সমাবেশ- স্থান: টঙ্গী চেরাগআলী প্রেসক্লাবতারিখ: ১১ আগস্ট ২০২৫সময়: সকাল ১১টাসাংব...
10/08/2025

সাংবাদিক হত্যা-গুম-খুন বন্ধ করো!
প্রতিবাদ সমাবেশ- স্থান: টঙ্গী চেরাগআলী প্রেসক্লাব
তারিখ: ১১ আগস্ট ২০২৫
সময়: সকাল ১১টা

সাংবাদিক ফয়েজুর রহমানসহ নিরপরাধ সংবাদকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করো!
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারী ও তাদের রাজনৈতিক-অর্থনৈতিক আশ্রয়দাতাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে—যেকোনো মূল্যে!

"সাংবাদিক হত্যা বন্ধ করো — বিচার না হলে গণআন্দোলন!"

10/08/2025

গাজীপুরবাসী বলেন তো গোলাপী এখন কোথায়?

📢 ব্রেকিং নিউজগাজীপুরের আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার মূল আসামিরা অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা ...
09/08/2025

📢 ব্রেকিং নিউজ

গাজীপুরের আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার মূল আসামিরা অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে — ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী রহস্যময় নারী গোলাপি বেগম, স্বাধীন এবং আল আলামিন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

এই অভিযানে সফলতার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।

এখন তুহিন হত্যার নেপথ্যের রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর, ৩ আগস্ট ২০২৫:জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশ শেষে দৃষ্টান্তমূলক...
03/08/2025

গাজীপুর, ৩ আগস্ট ২০২৫:
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশ শেষে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছেন কাজী আজিমউদ্দিন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাকিবুল হাসান রনির নেতৃত্বে সমাবেশস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেন ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। নিজেদের ব্যবহৃত স্থান নিজেরাই পরিষ্কার করে তারা সমাজের প্রতি সচেতনতা ও দায়িত্বশীলতার অনন্য নজির স্থাপন করেন।

এই মানবিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড সুধীজনসহ গাজীপুরবাসীর মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। শুধু গাজীপুর নয়, সারা দেশের মানুষের মধ্যে ছাত্রদলের প্রতি এক ধরনের ইতিবাচক বার্তা পৌঁছেছে।

এ সময় উপস্থিত নেতারা বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, সামাজিক দায়িত্ব পালনেও ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম আমাদের দায়িত্ববোধেরই প্রতিফলন।”

উল্লেখ্য, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই ছাত্র সমাবেশে কাজী আজিমউদ্দিন কলেজের বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সমাবেশ শেষে পুরো এলাকা পরিষ্কার করে একটি ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেন।

গাজীপুর ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৫                    এম মঞ্জুরুল করিম রনি           সভাপতি, গাজীপুর ক্লাব ...
03/08/2025

গাজীপুর ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৫
এম মঞ্জুরুল করিম রনি
সভাপতি, গাজীপুর ক্লাব লিমিটেড।
অভিনন্দন ভাই গাজীপুর সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে।

⚽ ফাইনাল মিনিবার ফুটবল খেলা — এক অনন্য আয়োজন ⚽স্থান: ২০ নং ওয়ার্ড, কাথোরা মিতালী সংঘ ক্লাবের উদ্যোগেএক চমৎকার ক্রীড়ানু...
03/08/2025

⚽ ফাইনাল মিনিবার ফুটবল খেলা — এক অনন্য আয়োজন ⚽
স্থান: ২০ নং ওয়ার্ড, কাথোরা মিতালী সংঘ ক্লাবের উদ্যোগে

এক চমৎকার ক্রীড়ানুষ্ঠান— ফাইনাল মিনিবার ফুটবল খেলা অনুষ্ঠিত হলো কাথোরা মিতালী সংঘ ক্লাবের আয়োজনে, যা প্রজন্মের মাঝে ক্রীড়া ও সৌহার্দ্য চেতনা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

🔰 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ রাসেল রানা
সভাপতি, ২০ নং ওয়ার্ড বিএনপি
ও কাউন্সিলর পদপ্রার্থী, ২০ নং ওয়ার্ড

🎤 প্রধান অতিথির বক্তব্য:
"আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কাথোরা মিতালী সংঘ ক্লাবকে এমন একটি চমৎকার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার জন্য। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটা সমাজ গঠনেরও একটি শক্তিশালী মাধ্যম। খেলাধুলার মাধ্যমে আমরা যুব সমাজকে মাদক, সহিংসতা ও অবক্ষয় থেকে দূরে রাখতে পারি।

আমি বিশ্বাস করি, ক্রীড়ার উন্নয়নে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। আজকের এই ফুটবল প্রতিযোগিতা প্রমাণ করে দিয়েছে আমাদের তরুণরা শুধু মেধাবী নয়, তারা সাংগঠনিক এবং খেলাধুলায়ও সমান আগ্রহী।

আমার প্রিয় ২০ নং ওয়ার্ডকে আধুনিক ও উন্নত একটি ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে হলে এমন ইতিবাচক উদ্যোগগুলোর পৃষ্ঠপোষকতা করতে হবে, আর সে চেষ্টাই আমি অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

সবশেষে, বিজয়ী এবং বিজিত উভয় দলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমরাই আমাদের আগামীর নেতৃত্ব। ক্রীড়ার চেতনা বুকে ধারণ করো, মানুষের সেবা করো, দেশকে ভালোবাসো।"

🎤 সভাপতিত্ব করেন:
জনাব মোঃ লুৎফর রহমান শাওন
সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউলতিয়া ইউনিয়ন ছাত্রদল

🎊 উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ আইয়ুব খান
সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউলতিয়া ইউনিয়ন ছাত্রদল

🎗️ সম্মানিত বিশেষ অতিথি:
জনাবা পারভিন আক্তার
সাবেক মহিলা কাউন্সিলর, ১৯, ২০, ২১ নং ওয়ার্ড

🌟 বরণীয় অতিথি:
জনাব মোঃ রাকিব খান
যুগ্ম আহ্বায়ক, কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদল, গাজীপুর মহানগর

📌 বিশেষ অতিথিবৃন্দ:

আব্দুল জলিল, সাধারণ সম্পাদক, ২০ নং ওয়ার্ড বিএনপি

জিয়াউল করিম জুয়েল, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর কৃষকদল

মোঃ বাবুল হোসেন, সহ-সভাপতি, ২০ নং ওয়ার্ড বিএনপি

কাজী রাজ্জাক হোসেন, সহ-সভাপতি, ২০ নং ওয়ার্ড বিএনপি

জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, ২০ নং ওয়ার্ড বিএনপি

মোঃ আতিকুর রহমান খান, সদস্য, কাউলতিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক দল

মনিরা ইয়াসমিন, মহিলা নেত্রী, সদর মেট্রো থানা


#২০নংওয়ার্ড



#ক্রিড়াইসম্প্রীতি

02/08/2025

"আম্মাজান আব্বাজান" গান গেয়ে ভাইরাল গাজীপুরের লুৎফর রহমান! 🎶

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক হৃদয়ছোঁয়া গান— "আম্মাজান আব্বাজান"। এই গানটি গেয়ে আলোচনায় এসেছেন গাজীপুরের এক প্রতিভাবান তরুণ, মোঃ লুৎফর রহমান।

তার কণ্ঠে আবেগভরা এই গান ইতোমধ্যেই অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই মন্তব্য করছেন, এটি শুধু একটি গান নয়, বরং একান্ত পারিবারিক অনুভূতির প্রতিচ্ছবি।

🔍 আপনারা কেউ যদি শিল্পী লুৎফর রহমানকে চিনে থাকেন বা তার ঠিকানা সম্পর্কে জানেন, দয়া করে কমেন্টে জানিয়ে দিন।
তার মতো প্রতিভা যেন হারিয়ে না যায়—এই প্রত্যাশা সবার।

🎧 এখনই শুনে নিন সেই ভাইরাল হওয়া গানটি!
(ভিডিও লিংক গাজীপুর নিউজ 24

হিংসা, লোভ ও স্বার্থপরতা: সমাজের নীরব ঘাতক।✍️ লেখক:মোহাম্মদ সুমন চৌধুরীপ্রতিষ্ঠাতা চেয়ারম্যানসাংবাদিক অধিকার বাস্তবায়ন স...
02/08/2025

হিংসা, লোভ ও স্বার্থপরতা: সমাজের নীরব ঘাতক।

✍️ লেখক:
মোহাম্মদ সুমন চৌধুরী
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি
টংগী, গাজীপুর।

আজকের সমাজে হিংসা, লোভ ও স্বার্থপরতা এমন এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে, যা পারস্পরিক সম্পর্ক, নৈতিকতা এবং পেশাগত পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে। এক সময়ের আন্তরিক ও সহানুভূতিপূর্ণ সমাজে আজ বিরাজ করছে হানাহানি, অবিশ্বাস ও মানসিক কলুষতা।

ইসলাম ধর্মে হিংসা একটি মহাপাপ। রাসুল (সা.) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কারণ হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে, যেমন আগুন কাঠকে জ্বালিয়ে দেয়।” হিংসা কেবল আত্মাকে কলুষিত করে না, বরং সমাজের শান্তিপূর্ণ পরিবেশও বিপন্ন করে তোলে।

আজ দেখা যায়, কেউ ভালো কিছু করলেই হিংসুকদের একটি অংশ সমালোচনা, মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর ফলে অনেক ভালো মানুষ হতাশ হয়ে পড়েন এবং গঠনমূলক কাজে পিছিয়ে যান। এই প্রবণতা শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, পেশাগত সংগঠন বিশেষ করে সাংবাদিক সমাজেও লক্ষ্য করা যাচ্ছে।

এই অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হলো আত্মিক পরিশুদ্ধি। সমাজের প্রতিটি মানুষকে নিজের মনোজগত থেকে হিংসা, লোভ ও স্বার্থপরতা দূর করতে হবে। গড়ে তুলতে হবে সহানুভূতি, শ্রদ্ধা ও ইতিবাচক মানসিকতা।

আসুন, আমরা নিজেকে বদলাই—আর তাতেই বদলে যাবে সমাজ।

সম্মানিত উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ আমি এমন তিনটি মানসিক ব্যাধি নিয়ে কথা বলব—যা আমাদের সমাজকে নিঃশব্দে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই তিনটি হলো: হিংসা, লোভ ও স্বার্থপরতা।

এক সময় আমাদের সমাজে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা ছিল। কিন্তু এখন এই জায়গাগুলোতে জায়গা নিয়েছে অবিশ্বাস, হিংসা আর আত্মকেন্দ্রিকতা। হিংসা এমন একটি মানসিকতা, যা শুধু নিজের জীবন নয়, আশেপাশের ভালোবাসার সম্পর্কগুলোও শেষ করে দেয়।

পবিত্র কোরআন ও হাদিসে হিংসার ভয়াবহতা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। রাসুল (সা.) বলেছেন—"হিংসা নেক আমলকে আগুনের মতো খেয়ে ফেলে।" আজ দেখা যাচ্ছে, কেউ ভালো কিছু করলেই তাকে ছোট করার, থামিয়ে দেওয়ার চেষ্টা চলে।

এই মানসিকতা শুধু সামাজিক পরিসরেই নয়, পেশাগত ক্ষেত্র—বিশেষ করে সাংবাদিক সমাজেও ঢুকে পড়েছে। এখানেও ব্যক্তি স্বার্থের কারণে অন্যকে ঠকানো, অপমান করা কিংবা পেছনে ষড়যন্ত্র করার প্রবণতা বাড়ছে।

আমাদের সমাজকে রক্ষা করতে হলে আগে নিজেকে বদলাতে হবে। হিংসা, লোভ ও স্বার্থপরতাকে দূরে ঠেলে দিয়ে গড়ে তুলতে হবে এক ইতিবাচক ও সহানুভূতিশীল মানসিকতা।

পরিশেষে বলছি:
“নিজেকে বদলান, সমাজ বদলাবে। নিজেদের শুদ্ধ করুন, সমাজ হবে সুন্দর।”
ধন্যবাদ।

01/08/2025

ব্রেকিং নিউজ
গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু!!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Gazipur News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazipur News 24:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share