Baria TV

Baria TV দরবারে বারীয়া শরীফ। চান্দগাঁও, চট্টগ্রাম।
Baria Darbar Sharif, Chattogram, Bangladesh

মাশাআল্লাহ!🔹দরবারে বারীয়া শরীফ 🔹
29/07/2025

মাশাআল্লাহ!
🔹দরবারে বারীয়া শরীফ 🔹

26/07/2025

২৫ - ১৯৯৩ সালে দরবারে বারীয়া শরীফের হযরত কেবলা গাউছে জামান হযরত শাহছুফি হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী শাহ্ (শাহাজী বারী) বাবাজান কেবলা রাহমাতুল্লাহে আলাইহ এর আব্বাজান হযরত শাহছুফি আব্দুর রহিম শাহ রাহমতুল্লাহে আলাইহ এর ফাতেহা শরীফ ৪ঠা অগ্রহায়ণ এর মাহফিলে তকরির পেশ করছেন হাজারো ছাত্রের উস্তাদ হযরতুল আল্লামা ওবায়দুল হক নঈমী ছাহেব হুজুর রাহমাতুল্লাহে আলাইহ।
ষ্টেইজে আরো উপস্থিত ছিলেন বাবাজান কেবলার খলিফা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা মোহাম্মদ ইউনুস সাহেব রাহমাতুল্লাহে আলাইহ, হযরতুল আল্লামা বদরী ছাহেব হুজুর রাহমাতুল্লাহে আলাইহ।

নবীর প্রেমই হলো ঈমান।

22/07/2025

দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত রাহবরে শরীয়ত মুহছেনে আহলে সুন্নত শাহছুফি ছৈয়্যদ বদরুদ্দোজা বারী মা,জি,আ বাবাজান কেবলার একনিষ্ঠ মুরিদ,শ্যামগ্রাম নিবাসী বুলবুল ভাই আজ বিকাল ৩.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
انا لله وانا اليه راجعون
আনজুমানে রাহমাতুল্লিল আলামিন ট্রাস্ট এবং দরবারে বারীয়া শরীফ এর পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি।
আল্লাহ পাক উনাকে জান্নাতের আলা মকাম দান করুক আমিন।

20/07/2025

২৪ - দরবারে বারীয়া শরীফের হযরত কেবলা গাউসে জামান হযরত শাহছুফি হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী শাহ্ (শাহজী বারী) বাবাজান কেবলার রাহমাতুল্লাহে আলাইহ ১৯৯৩ সালে ১২ই মাঘ মাহফিলের ভিডিও।
(এখন বার্ষিক মাহফিল মহান ১৮ই ফাল্গুন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গাউছে জামান হযরত শাহাজী বারী বাবাজান কেবলা রাহমাতুল্লাহে আলাইহ এর বার্ষিক মাহফিল)।

মাহফিলে তকরির পেশ করছেন হাজারো ছাত্রর উস্তাদ, ছোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসায় আমি হাদীস শরীফের দরস পেয়েছি, ইমামে আহলে ছুন্নাত হযরতুল আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী ছাহেব হুজুর মা,জি,আ।
হুজুর আউলিয়ায়ে কেরাম গনের ইসলাম প্রচার নিয়ে আলোচনা করছেন।

(বাবাজান কেবলা ইন্তেকালের আগে হায়াতে জিন্দেগী মোবারকে থাকা অবস্থায় এই ১২ই মাঘ মাহফিল দরবারে বারীয়া শরীফে না করার হুকুম দিয়েছেন। এই ১২ই মাঘ মাহফিল কুমিল্লার খাড্ডার আলহাজ্ব আনিসুর রহমান সাহেব কে নিজ গ্রামে করার হুকুম দিয়ে যান। বাবাজান কেবলা ইন্তেকালের শেষ তিন বছর এই মাহফিল দরবারে বারীয়া শরীফে বন্ধ রেখে ছিলেন। যেহেতু আনিস সাহেবের বাড়িতে বাবাজান কেবলা মাহফিলে থাকতেন সাথে ভক্ত মুরিদান গণ উক্ত মাহফিলে উপস্থিত থাকতেন)।

বাবাজান কেবলার বানী - মুনিবের বাক্য শিরো ধায্য।

দরবারে বারীয়া শরীফে ২০ মহররম চন্দ্র বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ছদারত করেছেন দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীন  পীরে ত...
17/07/2025

দরবারে বারীয়া শরীফে ২০ মহররম চন্দ্র বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ছদারত করেছেন দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফি ছৈয়্যদ বদরুদ্দোজা বারী (মুঃজিঃআঃ)।

অত্র মাহফিলে আলোচনা করেছেন আল আমিন বারীয়া দরসে নিযামী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ জয়নুল আবেদীন আলকাদেরী । আরো আলোচনা করেন মডেল মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়।

16/07/2025

২২ - ভিডিও -০১, দরবারে বারীয়া শরীফের বার্ষিক মাহফিল মহান ১৮ই ফাল্গুন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গাউসে জামান হযরত শাহছুফি হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী শাহ্ (শাহজী বারী) বাবাজান কেবলার রাহমাতুল্লাহে আলাইহ এর বার্ষিক মাহফিলে নছিহত পেশ করছেন দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত রাহবরে শরীয়ত মুহছেনে আহলে সুন্নত শাহছুফি ছৈয়্যদ বদরুদ্দোজা বারী বাবাজান কেবলা মা,জি,আ।

বাবাজান কেবলার বানী - মুনিবের বাক্য শিরো ধায্য।

আজ ২০ মহররম বাবাজান কেবলার ছদারতে  দরবারে বারীয়া শরীফে চন্দ্র বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। ইন শা আল্লাহ।
15/07/2025

আজ ২০ মহররম বাবাজান কেবলার ছদারতে দরবারে বারীয়া শরীফে চন্দ্র বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। ইন শা আল্লাহ।

11/07/2025
জুম্মা মোবারক দরবারে বারীয়া শরীফ।
11/07/2025

জুম্মা মোবারক
দরবারে বারীয়া শরীফ।

জুম্মা মোবারক •••••দরবারে বারীয়া শরীফ।
11/07/2025

জুম্মা মোবারক





দরবারে বারীয়া শরীফ।

মাশাআল্লাহ 🖤
10/07/2025

মাশাআল্লাহ 🖤

Address

Darbar-E Baria Sharif

4221

Alerts

Be the first to know and let us send you an email when Baria TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baria TV:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share