Dinajpur News Team

  • Home
  • Dinajpur News Team

Dinajpur News Team দিনাজপুর নিউজ । ২৪ ঘন্টায় আপডেট খবর পেতে আমাদের দিনাজপুর নিউজ টিম এর সাথেই থাকুন।

ক্ষমতা, টাকা পয়সা কোনো কিছুই চিরস্থায়ী নয়।আজকে ক্ষমতার অপব্যবহার করবেন আগামীতে ক্ষমতায় থাকবেন এমন নয়।এক সময় টাকা থ...
25/07/2025

ক্ষমতা, টাকা পয়সা কোনো কিছুই চিরস্থায়ী নয়।
আজকে ক্ষমতার অপব্যবহার করবেন আগামীতে ক্ষমতায় থাকবেন এমন নয়।
এক সময় টাকা থাকবে কিন্তু সেই টাকা আপনার কিছুই করতে পারবে না।
তাই ২ দিনের দুনিয়ায় ক্ষমতা দেখিয়ে, মানুষ ঠকিয়ে, খারাপ ব্যবহার করে যাওয়ার থেকে একটু হাসি মুখে সবার সাথে ভালো ব্যবহার করে বিদায় নিন।

ছবিতে: পলক

25/07/2025

এটা মোটেও সেরা নয় অ্যাম্বুলেন্সের ইমারজেন্সি সাইরেনে শুনেও কেউ সাইড দিচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক।অথচ উচিৎ ছিল নিজে থেকেই রাস্তা ছেড়ে দিয়ে একটা ইমারজেন্সি লেন তৈরি করে দেয়া।বিদেশে প্রতি রোডে ইমার্জেন্সি লেন আছে সেই লেন দিয়ে পুরো দিনে একটা অ্যাম্বুলেন্স যায়না তবুও ঐ লেন দিয়ে কোন গাড়ি যেতে পারবেনা যদি যায় তবে তাকে জেল জরিমানার মত কঠিন শাস্তি পেতে হয়।অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের প্রটোকলের সাউন্ড শুনলে অন্তত এক দুই কিলোমিটার আগে থেকেই মানুষ সাইড দিয়ে রাস্তা খালি করে দেয়।বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তত একবার হলেও বিদেশে আসা উচিৎ তাহলে এরা দায়িত্ববোধ ভদ্রতা আচরণ শৃংখলা শিখতে পারবে।আমরা জাতী হিসেবে এখনও অনেক পিছিয়ে আছি আপনি কেন সরকার আইনশৃঙ্খলা এবং সিস্টেমের অপেক্ষা করবেন আপনি নিজে থেকেই নিজে দায়িত্ববান হন দেখবেন দেশ বদলে গেছে।।

১৯৮০ সালের জুলাই মাস। ঋতুচক্রে আমাদের দেশে তখন বর্ষা আসি আসি করে কিন্তু যুক্তরাষ্ট্রে তখনই ভরা গ্রীষ্মকাল। প্রচণ্ড তাপপ্...
24/07/2025

১৯৮০ সালের জুলাই মাস। ঋতুচক্রে আমাদের দেশে তখন বর্ষা আসি আসি করে কিন্তু যুক্তরাষ্ট্রে তখনই ভরা গ্রীষ্মকাল। প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে হিটস্ট্রোকের ঘটনা ঘটছে। এমন সময় আটলান্টায় ৫২ বছর বয়সী উইলি জোনসকে তার গরম ও বাতাসহীন ফ্ল্যাটের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া গেল। হিটস্ট্রোকের কারণে জ্ঞান হারিয়েছিলেন। আধা ঘণ্টা পর হাসপাতালে পৌঁছালে ডাক্তাররা তার অত্যধিক গরম গা দেখে উইলির দেহের তাপমাত্রা মাপলেন। তাপমাত্রা দেখে চোখ কপালে! এত তাপমাত্রা নিয়ে বেঁচে আছে কীভাবে? সাথে সাথে বরফ দিয়ে আবৃত করে দেওয়া হয়। ২৪ দিন পর তিনি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেন।

প্রশ্ন হলো, কত ছিল ঐ তাপমাত্রা? সত্যি কথা হলো এখনও পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বাতাসের তাপমাত্রাও অত ওঠেনি। ১৯৭২ সালে রাজশাহীতে রেকর্ডকৃত ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস (১১৩.১৮ ডিগ্রি ফারেনহাইট) দেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা। উইলি জোনসর দেহের তাপমাত্রা উঠেছিল ১১৫.৭ ডিগ্রি ফারেনহাইট (৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস)! গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটাই ইতিহাসের রেকর্ডকৃত মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা। সাধারণত দেহের তাপমাত্রা ন্যূনতম ১১১.২ ডিগ্রি ফারেনহাইট হলে দ্রুত মৃত্যু হয়। কিন্তু এই ব্যক্তি তাও বেঁচে ফিরতে সক্ষম হয়েছিলেন।

রাশিক আজমাইন

©Team Science Bee

22/07/2025

ধ্বংসস্তুপে পরিণত মাইলস্টোন, শিক্ষার্থীদের ৬ দফা দাবি জাতীয় | 22nd July, 2025 8:32 am

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে ।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

21/07/2025

দিনাজপুরের বড়পুকুরিয়ায় গ্রীড ফেইল করার কারণে দিনাজপুর জেলাসহ রংপুর বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে.!

সুত্রঃ চীফ ইঞ্জিনিয়ার নেসকো।

পরবর্তী প্রজন্ম কখনোই বিশ্বাস করতে চাইবে না যে এটা কোন এক যুগে অতি প্রয়োজনীয় বস্তু ছিল !!
08/07/2025

পরবর্তী প্রজন্ম কখনোই বিশ্বাস করতে চাইবে না যে এটা কোন এক যুগে অতি প্রয়োজনীয় বস্তু ছিল !!

মানুষ কখনো কখনো তার স্বপ্নের চেয়েও বড়❤️
01/07/2025

মানুষ কখনো কখনো তার স্বপ্নের চেয়েও বড়❤️

26/06/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম শুনে নাক ছিটকানো আন্টির মেয়ে ভর্তি পরিক্ষায় ফেইল!

আজকের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে প্যাথেটিক বিষয়, এক ছাত্রী এক দেড় ঘন্টা দেরি করে পরীক্ষার হলে যায়। কারণ তার মা স্ট্রোক করে ...
26/06/2025

আজকের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে প্যাথেটিক বিষয়, এক ছাত্রী এক দেড় ঘন্টা দেরি করে পরীক্ষার হলে যায়। কারণ তার মা স্ট্রোক করে হসপিটালে, বাবাও নেই। তাকে এক্সাম দেওয়ার সুযোগ দেওয়া হলো না। সুযোগ পেলে হয়তো সে পাশ করতো, জীবনের একটা বছর নষ্ট হতো না। মেয়েটি সেখানেই মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে।🙂 তবে আল্লাহ কখনো কাউকে হতাশ করেন না, সে একদিন ঠিকই সফলতার দুয়ারে পৌঁছাবে🥲🤲

18/06/2025

'ক্যান্সারে আক্রান্ত' এমন ভুয়া রিপোর্ট দিয়ে একটি পরিবারকে সর্বশান্ত করে ছাড়লো দিনাজপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার। ভুয়া রিপোর্টের প্রেক্ষিতে এই সংকটময় মুহূর্তে ভারতে চিকিৎসা করতে গিয়ে দেখে কিছুই হয়নি তার ! এখন দায়-দায়িত্ব কার ?

28/05/2025

সার্জিস আলম রানীর বন্দরে আজকে রাতে😪

ঢাকায় প্রথম সিংকহোল! — শংকরে সাত মসজিদ রোডে যান চলাচল বন্ধআজ ঢাকা শহরের ইতিহাসে প্রথমবারের মতো একটি সিংকহোল (Sinkhole) ধ...
28/05/2025

ঢাকায় প্রথম সিংকহোল! — শংকরে সাত মসজিদ রোডে যান চলাচল বন্ধ

আজ ঢাকা শহরের ইতিহাসে প্রথমবারের মতো একটি সিংকহোল (Sinkhole) ধরা পড়েছে — তাও আবার ব্যস্ত শংকর এলাকায়! সাত মসজিদ রোডে শংকর বাস স্ট্যান্ডের কাছে রাস্তায় হঠাৎ বড় একটি গর্ত সৃষ্টি হয়, যা দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। বর্তমানে ঐ অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে, ঢাকার রাস্তাগুলো কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

সিংকহোল আসলে কী?
সিংকহোল হলো হঠাৎ ধসে যাওয়া একটি গর্ত, যা মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হলে এবং ওপরের স্তর ভেঙে পড়লে ঘটে। মনে হয় যেন রাস্তা হঠাৎ করেই গিলে ফেলছে মাটি।

কেন হয় সিংকহোল?
১. ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে মাটি দুর্বল হয়ে পড়ে।
২. ড্রেন বা পানির পাইপ লিক হয়ে মাটি ধুয়ে গিয়ে ফাঁপা হয়ে যায়।(এইটাই কারন)।
৩. সেফটিক ট্যাংক বা পুরনো পাইপলাইন ভেঙে পড়লে নিচে ফাঁকা জায়গা তৈরি হয়।
৪. কিছু এলাকায় প্রাকৃতিকভাবে চুনাপাথর বা দ্রবণীয় শিলা পানিতে গলে গর্ত তৈরি করে।

---

কীভাবে সাবধান থাকবেন?

ফাটলধরা বা পানি জমে থাকা রাস্তায় ভারী যান না চালান।

হঠাৎ গর্ত বা ধস দেখলে দ্রুত স্থান ত্যাগ করুন।

পুরনো পাইপলাইন ও ড্রেন নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।

নগর কর্তৃপক্ষের উচিত ভূগর্ভস্থ জরিপ ও ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা।

এই প্রথম সিংকহোল আমাদের জন্য একটা অ্যালার্ম। এখনই সময় অবকাঠামোর দুর্বলতা মেরামতের — নয়তো বিপদ আরও বাড়বে।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

Post credit in comment

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Dinajpur News Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share