Common Sense 0.1

  • Home
  • Common Sense 0.1

Common Sense 0.1 If you like my page, I will like your page.
(6)

01/07/2025

আমরা অনেকেই কৃষিকাজে নিয়মিত বিভিন্ন ধরনের সার ব্যবহার করি। কিন্তু কয়জন জানি, কোন সারের কী কাজ করে? সঠিক জ্ঞান ছাড়া শুধু সার প্রয়োগ করলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। তাই একজন সচেতন কৃষক হিসেবে সার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি।
নিচে সংক্ষেপে কিছু প্রচলিত রাসায়নিক ও পরিপূরক সারের কার্যকারিতা তুলে ধরা হলো—

🔸 #ইউরিয়া (Urea):
🌿 গাছের পাতা, কান্ড ও ডালের বৃদ্ধিতে সাহায্য করে।
🌿 গাছকে সবুজ ও সতেজ রাখে।
🌿 নাইট্রোজেন সরবরাহ করে যা উদ্ভিদের ক্লোরোফিল ও প্রোটিন তৈরিতে সহায়তা করে।

🔸 #টিএসপি (TSP):
🌿 ফসফরাস সরবরাহ করে যা মূল বৃদ্ধিতে সহায়ক।
🌿 গাছের প্রাথমিক বৃদ্ধি ও ফুল-ফল ধারণে সাহায্য করে।
🌿 ফল দ্রুত পরিপক্ক করতে সহায়তা করে।

🔸 #ডিএপি (DAP):
🌿 টিএসপির মতোই ফসফরাস সরবরাহ করে।
🌿 অতিরিক্তভাবে নাইট্রোজেনও সরবরাহ করে, ফলে গাছের সামগ্রিক বৃদ্ধি ভালো হয়।

🔸 #এমওপি/পটাশ (MOP):
🌿 গাছকে রোগ প্রতিরোধে শক্তিশালী করে।
🌿 খরা সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে।
🌿 ফলন ও ফলের গুণগত মান উন্নত করে।

🔸 #জিপসাম (Gypsum):
🌿 সালফার সরবরাহ করে যা নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে।
🌿 প্রোটিন ও তেল তৈরিতে সাহায্য করে।
🌿 মাটির গঠন উন্নত করে ও ক্যালসিয়াম দেয়।

🔸 #জিংক সালফেট (Zinc Sulfate):
🌿 গাছের হরমোন উৎপাদনে সহায়তা করে।
🌿 পাতার ক্ষয় প্রতিরোধ করে।
🌿 ফসলের গঠন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

🔸 #বোরন/বোরাক্স (Borax):
🌿 ফল ও ফুলের বিকৃতি রোধ করে।
🌿 গাছে সঠিকভাবে ফুল ও ফল ধরে রাখতে সাহায্য করে।
🌿 গাছের কোষ প্রাচীর শক্ত করে এবং পরাগায়ণে সহায়তা করে।

✅ মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক মাত্রায় সার প্রয়োগ করলে আপনার ফসল যেমন ভালো হবে, তেমনি জমিও থাকবে উর্বর ও সুস্থ।

📢 আপনার জমিতে সার প্রয়োগের আগে মাটির পরীক্ষা করিয়ে নিন। এতে আপনি জানতে পারবেন কোন পুষ্টির ঘাটতি আছে এবং কতটুকু সার প্রয়োজন।

📌 এই তথ্যগুলো ছড়িয়ে দিন অন্য কৃষক ভাইদের মধ্যেও, যেন সবাই লাভবান হয়।

#কৃষি_তথ্য
#ফসলের_সার
#সঠিক_সার_সঠিক_ফলন
#জানুন_বুঝুন_চাষ_করুন
#কৃষকের_সহায়ক_তথ্য

10/05/2025

♦️ স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গীনির সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বললো: বাহ! কী চমৎকার ভালোবাসার দৃশ্য! দেখো! কত মহব্বত এদের মধ্যে।
এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে, দেখলো সিংহটা খাঁচার একপাশে চুপচাপ বসে আছে। সিংহীটাও অদূরে অন্য দিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল: আহারে! ভালোবাসার কী নির্মম পরিণতি
স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাটছিল।

এবার নীরবতা ভঙ্গ করে বলল: ধরো! এই পাথরের টুকরোটা সিংহীটার দিকে ছুঁড়ে মারো আর দেখো কী ঘটে!

মহিলাটি যখন পাথরের টুকরোটা সিংহীর দিকে ছুঁড়ে মারলো, সাথে-সাথে সিংহটা ক্ষিপ্ত হয়ে সঙ্গীনিকে বাঁচানোর জন্য গর্জে উঠল।

তারপর স্বামী বললোঃ এবার চলো বানরের খাঁচার দিকে... নাও পাথরের টুকরোটা মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো আর দেখ কী ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করবে যে, সে কি করে..

স্ত্রী পাথরের টুকরোটা মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই ছেলে বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল। সঙ্গীনির দিকে ফিরেও তাকাল না।

এবার স্বামী বলল: শোন, তুমি যা চোখে দেখো আর মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে সবসময় প্রভাবিত হয়ে যেয়ো না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট ও মিথ্যা আবেগ-অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে যার পুরোটাই অভিনয় এবং লোক দেখানো হয়।

আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ-ভালোবাসা লুকিয়ে রাখে বা প্রকাশ করতে পারেনা.. তাদের ভালোবাসা কিন্তু অনেক গভীর হয়। লোক দেখানো হয় না!!

আজকাল সমাজে সিংহের চেয়ে এই বানরদের সংখ্যাটাই অধিক!🙂

এমন বিচার কি এখন হয়??সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুনুর-রশিদের নিকট চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল: শহরে...
19/04/2025

এমন বিচার কি এখন হয়??
সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুনুর-রশিদের নিকট চিঠি আসলো।

চিঠিতে লেখা ছিল: শহরের বিচারক এক মাস যাবত অসুস্থ,বিচার কাজ স্থগিত হয়ে আছে । খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন । খলিফা চিঠির জবাব পাঠালেন । আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন । এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন ।

বিচার কাজ শুরু হয়েছে । স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামী হিসেবে দরবারে হাজির করলেন । তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তারাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতেনাতে ধরা পরেন ।

বিচারক: আপনি চুরি করেছেন?

– জ্বি ।

– আপনি কি জানেন চুরি করা কতো বড় অপরাধ ও পাপ ?

– জ্বি ।

– জেনেও কেন চুরি করলেন ?

– কারণ আমি গত এক সপ্তাহ যাবত অনাহারে ছিলাম । আমার সাথে এতিম দু’নাতিও না খেয়ে ছিল । ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি তাই চুরি করেছি। আমার আর এ ছাড়া কোন উপায় ছিল না হুজুর ।

বিচারক এবার পুরো দরবারে চোখবুলালেন। বললেন কাল যেন নগর, খাদ্য,শরিয়া, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগন সবাই উপস্থিত থাকেন ।তখন এর রায় দেওয়া হবে ।

পরদিন সকালে সবাই হাজির হলেন । বিচারক ও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন-“ বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় ৫০টি চাবুক, ৫০০ দিণার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে এক বছর কারাদণ্ড দেওয়া করা হলো।

তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ঐ বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন ।

বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্তবৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে ।

আমি যেহেতু তাঁর অধীনে চাকরি করি তাই ৫০টি চাবুকের ২০টি আমার হাতে মারা হউক । আর এটাই হলো বিচারকের আদেশ । আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়।

বিচারক হাত বাড়িয়ে দিলেন । দুই হাতে পর পর ২০টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পরছে । ঐ অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন ।

কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন। এরপর বিচারক বললেন “ যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাব গ্রস্ত মহিলার ভরন-পোষণ করতে পারেন না।

সেই নগরে তারা ও অপরাধী। তাই বাকি ৩০টি চাবুক সমান ভাবে তাদেরকে মারা হোক ।“

এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর ৫০টি রৌপ্য মুদ্রা রাখলেন । তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন “যে সমাজ একজন বৃদ্ধমহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে ১০০ দিণার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো।“

এবার মোট ৫০০দিনার রৌপ্য মুদ্রাথেকে ১০০ দিণার রৌপ্য মুদ্রা জরিমানাবাবদ রেখে বাকি ৪০০টি রৌপ্য মুদ্রা থেকে ২০টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো।
বাকি ৩৮০টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন “ এগুলো আপনার ভরণপোষণের জন্য । আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন । খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী । “

একমাস পরে বৃদ্ধা খলীফার দরবারে গিয়ে দেখেন ; খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে । মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক।
খলিফা চেয়ার থেকে নেমেএসে বললেন —আপনাকে ও আপনার এতিম দু’নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম ।

আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারায় অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য ।
আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন।

25/03/2024

★উচ্চ শিক্ষিত অবিবাহিত নারী ভয়ংকর:

৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

আর মানানসই পাত্রস্থ করতে না পেরে, ক্যারিয়ার গড়তে না পেরে এদের অধিকাংশ দাম্পত্য জীবনে বিষাক্ত থেকে যাবে।

তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন এই সংসার টিকানো অসম্ভব। কারণ তার স্ত্রী টা ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিক ভাবে পুরুষ।

স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ। আর পুরুষের মতই তার স্ত্রী অনুভূতিহীন। সে স্বামীকে প্রেমের জগতে নয় ভোগবাদের জগতেই দেখতে চায়।

সামনে এমন একটা দিন আসতে যাচ্ছে যেখানে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

এরা একটা পর্যায়ে কট্টর নারীবাদী হয়েই দুনিয়া ত্যাগ করবে। আর এই পুঁজিবাদী সমাজের আড়ালেই দা''জ্জা'''ল তার সিংহভাগ নারী অনুসারী তৈরী করতে সক্ষম হয়েছে।

এই ভোগান্তি অভিভাবক দুনিয়াতে যেমন পাবে। আখিরাতেও লাঞ্চিত হয়ে জা''হা''ন্না''মে যাবে৷
এটাই শেষ জামানার ভয়াবহ অন্ধকারের ফি'''তনা৷

সংগৃহীত

15/03/2024

প্রত্যেক মায়ের জেনে রাখা উচিত ❣️

12/02/2024

চলতি মাসের ২০তারিখের পূর্বেই আসছে ভাষা পারদর্শী সার্কুলার।।
২০২৪ সালের রোষ্টার কোটার ৭০% নেয়া হবে পারদর্শী পরীক্ষা থেকে বাকি ৩০% লটারী।
তথ্য সূত্র ঃ Hello from HRD-KOREA Eps center in Bangladesh.

17/01/2024

Angry Wife And Cool Husband Love Story ❤️☺️.

13/01/2024

আলহামদুলিল্লাহ।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। সূত্র-ইসলামিক ফাউন্ডেশন

13/12/2023

🙂স্ত্রী ভালো হলে বেকার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে। আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায় এটা নিশ্চিত!
✅ বিপথগামী নেয়ামতের চেয়ে সঠিক পথের মুসিবত উত্তম। আরামে থেকে অসুস্থতায় ভোগার চাইতে,কষ্ট/পরিশ্রম ও ব্যায়াম করে সুস্থতা ফিরে পাওয়া উত্তম।
✅ হে বোন,আপনি জানেন কি? কোনো প্রোফাইলে যদি আপনার একটা ছবি থাকে,তাহলে আপনি লাখো/কোটি পুরুষকে চোখের যিনায় লিপ্ত করছেন!? অথচ একজন পতিতা নারীও এত পুরুষের কাছে গমন করতে পারে না। আর মনে রাখবেন বেপর্দা ও যিনার পরিণতি চিরস্থায়ী জাহান্নাম!
✅ নফসের শক্তির প্রধান উৎস হলো পেট! অধিকাংশ মানুষ উদাসীন/গাফলতি ও পাপাচারে আক্রান্ত হয় পেটকে পূর্ণ রাখার দ্বারা! অতএব পেটকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরী। বিশেষ করে হারাম খাদ্য/নষ্ট খাদ্য ও অতি ভোজন থেকে হেফাজত থাকতে হবে। তাহলে আশা করা যায় আমাদের নফস নিয়ন্ত্রণে আসবে ইনশা আল্লাহ্।
✅ কোম্পানির আইন কানুন মেনে অল্প সময় ডিউটি করলেও বেতন পাওয়া যাবে। পক্ষান্তরে কোম্পানির আইন কানুন না মেনে চব্বিশ ঘন্টা কাজ করলেও বেতন তো পাবোই না,বরং চাকরি চলে যাবে! ঠিক তেমনি আল্লাহ্ তায়ালার আইন কানুন মেনে নিয়ে অল্প আমলেও জান্নাতে যাওয়ার আশা করা যায়। পক্ষান্তরে আল্লাহ্ তায়ালার আইন কানুন না মেনে জীবনভর আমল করলেও কাজে আসবে না!
✅ হে বোন,পর্দা করার জন্য বোরকা পরলে যদি আপনাকে আরো বেশি সুন্দর লাগে! তাহলে সেটা পর্দা নয়! বরং এটা আল্লাহ্ তায়ালার বিধানকে নিয়ে ঠাট্টা করা হলো! কারণ পর্দার উদ্দেশ্যই হলো নারীর সমস্ত সৌন্দর্য পরিপূর্ণভাবে গোপন করা! আর জেনে রাখা ভালো নারীর সৌন্দর্যের প্রধানতম অংশ মুখমন্ডল ও চোখ। তাই ইসলাম নারীদেরকে পর্দা করার জন্য এমন বোরকা পরতে নির্দেশ দিয়েছে,যে বোরকার ভিতরে আঠারো বছরের যুবতী নাকি আশি বছরের বৃদ্ধা এটা বুঝার সুযোগ থাকবে না।
✅ হেদায়েতের পথে টিকে থাকার চেয়ে,হেদায়েতের পথ থেকে ঝরে যাওয়াদের সংখ্যা অনেক অনেক গুণ বেশি! সুতরাং নিজের ঈমান/আমলের ব্যাপারে নিশ্চিন্ত থাকা চরম বোকামি ও জাহান্নামে যাওয়ার কারণ হবে! এজন্য সর্বদা বিনয় ও নম্রতার অনুশীলন করবো ও অহংকার/পাপাচার থেকে বেঁচে থাকবো। প্রতিদিন কিছু সময় আল্লাহ্ তায়ালার নিকট দোয়া কান্নাকাটি করবো,হে আল্লাহ্ আমাকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে অটল/অবিচল রাখুন। (আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি)

Address


Telephone

+8801954606675

Website

Alerts

Be the first to know and let us send you an email when Common Sense 0.1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Common Sense 0.1:

  • Want your business to be the top-listed Media Company?

Share