
05/07/2025
"MSP Tech Room ইউটিউব চ্যানেলের ৫০ হাজার সাবস্ক্রাইবার পূর্তিতে কেক কেটে উদ্যাপন"
স্টাফ রিপোর্টারঃ
প্রযুক্তিভিত্তিক ইউটিউব চ্যানেল "MSP Tech Room" আজ ৫০ হাজার সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছে। এই আনন্দঘন উপলক্ষে চ্যানেলটির প্রতিষ্ঠাতা মো: হৃদয় মৃধা কেক কেটে উদ্যাপন করেন।
শনিবার মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যাপনে এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, মুন্সিগঞ্জ নৃত্য পরিষদের সভাপতি সুমী আক্তার, সাধারণ সম্পাদক নুরুন্নবী মুন্না, সাংবাদিক সাগর,ৎ
প্রান্ত ও আল আমিনসহ আরো অনেকে।
চ্যানেলটি প্রযুক্তি নিয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য, রিভিউ ও টিউটোরিয়াল নিয়মিতভাবে প্রকাশ করে আসছে, যা তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
হৃদয় মৃধা বলেন, “দর্শকদের ভালোবাসা ও সমর্থনেই আজকের এই অর্জন। সামনে আরও ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব।”