Munshiganj Breaking News

  • Home
  • Munshiganj Breaking News

Munshiganj Breaking News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Munshiganj Breaking News, Media/News Company, .

"MSP Tech Room ইউটিউব চ্যানেলের ৫০ হাজার সাবস্ক্রাইবার পূর্তিতে কেক কেটে উদ্‌যাপন"স্টাফ রিপোর্টারঃপ্রযুক্তিভিত্তিক ইউটিউ...
05/07/2025

"MSP Tech Room ইউটিউব চ্যানেলের ৫০ হাজার সাবস্ক্রাইবার পূর্তিতে কেক কেটে উদ্‌যাপন"

স্টাফ রিপোর্টারঃ

প্রযুক্তিভিত্তিক ইউটিউব চ্যানেল "MSP Tech Room" আজ ৫০ হাজার সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছে। এই আনন্দঘন উপলক্ষে চ্যানেলটির প্রতিষ্ঠাতা মো: হৃদয় মৃধা কেক কেটে উদ্‌যাপন করেন।

শনিবার মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্‌যাপনে এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, মুন্সিগঞ্জ নৃত্য পরিষদের সভাপতি সুমী আক্তার, সাধারণ সম্পাদক নুরুন্নবী মুন্না, সাংবাদিক সাগর,ৎ
প্রান্ত ও আল আমিনসহ আরো অনেকে।

চ্যানেলটি প্রযুক্তি নিয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য, রিভিউ ও টিউটোরিয়াল নিয়মিতভাবে প্রকাশ করে আসছে, যা তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

হৃদয় মৃধা বলেন, “দর্শকদের ভালোবাসা ও সমর্থনেই আজকের এই অর্জন। সামনে আরও ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব।”

মুন্সীগঞ্জ শহরের কাটাখালী খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযানকে একাত্মতা প্রকাশ করেছেন পরিবেশ বান্ধব বৃক্ষপ্রেমী বীর মুক্ত...
04/07/2025

মুন্সীগঞ্জ শহরের কাটাখালী খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযানকে একাত্মতা প্রকাশ করেছেন পরিবেশ বান্ধব বৃক্ষপ্রেমী বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন মুন্সী।

02/07/2025

মুন্সীগঞ্জে হাসপাতাল রোড মন্দিরে রথযাত্রা মহোৎসবের গীতা পাঠ

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) এর উদ্যোগে নয়দিনব্যাপী রথযাত্রা মহোৎসব ২০২৫ শুরু হয়েছে ২৭ জুন। শ্রীশ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা উপলক্ষে শ্রীশ্রী নিতাইগৌর নামহট্ট সংঘ, মুন্সীগঞ্জ-এর ব্যবস্থাপনায় হাসপাতাল রোডস্থ মন্দির প্রাঙ্গণে এই মহোৎসব ঘিরে আয়োজন করা হয় নানা অনুষ্টানের।

ইস্কন-এর প্রতিষ্ঠাতা-আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আদর্শে আয়োজিত এই মহোৎসবে প্রতিদিনই থাকছে নানা আয়োজন।

বুধবার দুপুরে হয় আলোচনা, সন্ধ্যা সাড়ে ৬ টায় তুলসী আরতি ও গৌর আরতি।

এরপর রাত ৮টায় অনুষ্ঠিত হয় পবিত্র গীতা পাঠ। গীতা পাঠ করেন মুধময় জগন্নাথ দাস। রাত ৯টায় আয়োজন করা হয় বৈদিক সংস্কৃতি বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। অনুষ্ঠানের শেষ পর্বে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জয়কালীমাতা মন্দিরের সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী কাজল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তম কুমার বনিক, কোষাধ্যক্ষ জহর লাল চৌধুরী, নিতাই কর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার, পৌর পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুমন লাল, গৌরাঙ্গ হাজরা, হাসপাতাল রোড মন্দিরের রথযাত্রা উৎসবের সভাপতি রমেন কুমার বনিক, মন্দিরের পরিচালক নকুল চন্দ্র কানাই দাস, মন্দিরের সভাপতি বলরাম সংকর্ষন বিপদ দাস, সহ-সভাপতি রনি গুপ্ত, ব্যবসায়ী নিটু পাল প্রমুখ।

মুন্সীগঞ্জে হাসপাতাল রোড মন্দিরে রথযাত্রা মহোৎসবের গীতা পাঠস্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস...
02/07/2025

মুন্সীগঞ্জে হাসপাতাল রোড মন্দিরে রথযাত্রা মহোৎসবের গীতা পাঠ

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) এর উদ্যোগে নয়দিনব্যাপী রথযাত্রা মহোৎসব ২০২৫ শুরু হয়েছে ২৭ জুন। শ্রীশ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা উপলক্ষে শ্রীশ্রী নিতাইগৌর নামহট্ট সংঘ, মুন্সীগঞ্জ-এর ব্যবস্থাপনায় হাসপাতাল রোডস্থ মন্দির প্রাঙ্গণে এই মহোৎসব ঘিরে আয়োজন করা হয় নানা অনুষ্টানের।

ইস্কন-এর প্রতিষ্ঠাতা-আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আদর্শে আয়োজিত এই মহোৎসবে প্রতিদিনই থাকছে নানা আয়োজন।

বুধবার দুপুরে হয় আলোচনা, সন্ধ্যা সাড়ে ৬ টায় তুলসী আরতি ও গৌর আরতি।
এরপর রাত ৮টায় অনুষ্ঠিত হয় পবিত্র গীতা পাঠ। গীতা পাঠ করেন মুধময় জগন্নাথ দাস। রাত ৯টায় আয়োজন করা হয় বৈদিক সংস্কৃতি বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। অনুষ্ঠানের শেষ পর্বে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জয়কালীমাতা মন্দিরের সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী কাজল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তম কুমার বনিক, কোষাধ্যক্ষ জহর লাল চৌধুরী, নিতাই কর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার, পৌর পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুমন লাল, গৌরাঙ্গ হাজরা, হাসপাতাল রোড মন্দিরের রথযাত্রা উৎসবের সভাপতি রমেন কুমার বনিক, মন্দিরের পরিচালক নকুল চন্দ্র কানাই দাস, মন্দিরের সভাপতি বলরাম সংকর্ষন বিপদ দাস, সহ-সভাপতি রনি গুপ্ত, ব্যবসায়ী নিটু পাল প্রমুখ।

29/06/2025

মুন্সিগঞ্জে গুলি করার সময় জীবন বাজি রেখে যুবককে ধরলো পুলিশ

25/06/2025

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫।

24/06/2025

মুন্সীগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার দিনব্যাপী মানবিক সহায়তা, নারী উন্নয়ন, উদ্যোক্তা সহায়তা ও নাগরিক সুবিধা বৃদ্ধির নানা কর্মসূচির উদ্বোধন এবং বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথি হিসেবে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।

23/06/2025

৩৪ বছরের কর্মজীবনের ইতি টানলেন দপ্তরি নান্নু মিয়াজী, বিদ্যালয়ে আবেগঘন বিদায়

স্টাফ রিপোর্টারঃ

৩৪ বছরের কর্মজীবনের শেষ ঘণ্টা বাজিয়ে অবসর গ্রহণ করলেন মুন্সীগঞ্জের বাংলাবাজার বানিয়াল উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মোঃ আব্দুস সাত্তার নান্নু মিয়াজী। সোমবার (২৩ জুন ২০২৫) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

সকাল থেকেই বিদ্যালয়জুড়ে ছিল এক অন্যরকম আবহ। বিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা তার দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সামসুদ্দোহা বলেন, “আমি এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নান্নু মিয়াজীকে পেয়েছি একজন বিশ্বস্ত কর্মী হিসেবে। তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং কর্মঠ ছিলেন। বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের ভালোবাসায় তিনি ছিলেন অগ্রগামী। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা আছিয়া বেগম, শিক্ষক মোঃ হুমায়ুন কবীর, গোবিন্দ কুমার মন্ডল, কৃষ্ণ দাস তারঙ্কার, মোঃ শহিদউল্ল্যাহ, আতাউর রহমান, বন্যা বালা, মোঃ নুরুজ্জামান মাসুন, মোঃ নুরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা তাকে ফুল ছিটিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাজার এলাকা প্রদক্ষিণ করে তার বাসভবন পর্যন্ত পৌঁছে দেন। এ সময় বাজারের স্থানীয় লোকজন এই ব্যতিক্রমী বিদায় আয়োজনে বিস্মিত হন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

উল্লেখ্য, মোঃ আব্দুস সাত্তার নান্নু মিয়াজী ১৯৯১ সালের ১ জুলাই বানিয়াল উচ্চ বিদ্যালয়ে দপ্তরী হিসেবে যোগদান করেন এবং ২০২৫ সালের ২৩ জুন অবসরে যান। তার দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবন বিদ্যালয়ের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

22/06/2025

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় আধুনিক পোর্ট নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা: সরকারি সহায়তায় বাস্তবায়নের উদ্যোগ

19/06/2025

মুন্সীগঞ্জে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ শুরু

18/06/2025

মুন্সীগঞ্জের মানিকপুর হাসপাতাল রোডে বৃষ্টিতে খানাখন্দে বেহাল দশা

Address


Alerts

Be the first to know and let us send you an email when Munshiganj Breaking News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munshiganj Breaking News:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share