29/08/2022
🙏🙏🙏একটি মানবিক সাহায্যের আবেদন🙏🙏🙏
➡️অন্তত সেয়ার করতে ভূলবেন না🙏
-------------------------------------------------------------
রাঙামাটি সরকারী কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র মিখির দেওয়ানকে বাঁচাতে এগিয়ে আসুন🙏🙏🙏
👉গত ২১/০৮/২২ তারিখে তার মারাত্নক ব্যাধি
🩸 (ব্লাড ক্যান্সার) ধরা পড়ে।
👉মিখির দেওয়ান খাগড়াছড়ি জেলার- লক্ষীছড়ি থানার বাসিন্দা ।
পিতাঃ বিজয় দেওয়ান
মাতা:- আনুক্ক চাকমা"র একমাত্র ছেলে।
গত ২১/০৮/২২ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে রাঙামাটিতে ডাঃ শহিদ তালুকদার চেম্বারে ভর্তি করা হয় বিভিন্ন পরিক্ষার পরে ডাঃ তার রোগটি ব্লাড ক্যান্সার বলে চিন্হিত করে এবং পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে ট্রান্সপার করা হয়। সেখানে পরীক্ষার পর ও চট্টগ্রাম মেডিকেলে দায়িত্ব রত চিকিৎসক ব্লাড ক্যান্সার ধরা পরে বর্তমানে মিখির দেওয়ান ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এখন (মিখিরের)থেরাপি চিকিৎসার প্রয়োজন। তার বাবার আর্থিক সমস্যার কারনে তার এই ব্যয়বহুল চিকিৎসা চালাতে পারছেনা। মিখিরের বাবা একজন গরিব কৃষক।তাঁর যতটুকু সম্বল ছিলো,তিনি সবটুকু তার ছেলের চিকিৎসায় ব্যয় করেছেন।বর্তমানে মিখিরের বাবাই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ অবস্থায় সহায় সম্বলহীন একজন পিতা তার ছেলের চিকিৎসার খরচ বহন করতে পারছেনা।
এমতাবস্থায় সামাজিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সহযোগিতা কামনা করছি..
🥀হে মানবতা শুভাকাঙ্ক্ষীগণ
একজন মানুষ তখনি অন্যের সাহায্য সহযোগিতা এবং আকুতি করে যখনি নিজের সমস্ত শক্তি বিলিয়ে দিয়ে কোনো প্রকার ফলশ্রুতি পাইনা, বা নিজের কাছে কিছু না থাকলে তখনি লজ্জা চরম ত্যাগ করে অন্যের সাহায্য সহযোগিতা চাই.
হে, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ
আমরা সবাই মানুষ,
তাই মানুষ মানুষের জন্য ভেবে আপনারা একটু মানবিক দৃষ্টিতে সহযোগিতার হাত বাড়িযে দিন।🙏🙏🙏
👉যোগাযোগ:- 01518311928 (রোগীর ভাই)
👉কেউ যদি আর্থিকভাবে
সহযোগিতা করতে চাইলে যোগাযোগ :-
👉01881883974 (বিকাশ)