15/06/2025
আজ বাবা দিবস।
আব্বুর জন্য আলাদা করে কিছু বলা হয়তো সম্ভব না,
তবে এক কথায় বললে—তিনি আমাদের নীরব নিরাপত্তা,আমাদের বট গাছ।
তিনি চুপচাপ থেকে, কিছু না বলেও সব বুঝে যান।
নিজের কষ্ট লুকিয়ে আমাদের হাসিমুখটাই যিনি সবচেয়ে বেশি চেয়েছেন।
যিনি কখনো কিছু না চাইলেও সব দিয়ে দেন,
শান্তভাবে সব দায়িত্ব পালন করা,
সবার জন্য চিন্তা করা,
আর নিজের স্বপ্নগুলো ভুলে আমাদের জন্য পথ বানিয়ে দেওয়া—
এটাই আমার বাবার ভালোবাসা।
শুভ বাবা দিবস, আব্বু।
আপনার ছায়াটা আমাদের মাথার উপর সবসময় থাকুক।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক😊🥹
ভালোবাসি তোমায় ❤️
Mojibur Rahman