13/08/2025
ভাইরাল সাবার জন্য আশির্বাদ হয় না!
'ভাইরাল' জিনিস টা সব সময় 'ভালো' টা নিয়ে আসে না..অনেক সময় 'বি-প-দ' ও ডেকে আনে...
এই ভদ্রলোক কে চিনবেন হয়তো..আপনার হোমপেইজে তার ভিডিও গিয়েছে হয়তো..তবুও পরিচয় করিয়ে দিচ্ছি..উনি ঢাকায় একটা ভাতের হোটেল চালায়..উনি অন্য সবার চেয়ে 'আলাদা' কারন উনার হোটেলে উনি ছাড়া আর কেউ না-ই..কোনো স্টাফ ও না-ই..মানুষজন উনার হোটেলে এসে নিজে নিজে ভাত,মাংস নেয়, আবার একটা ডিব্বার মধ্যে টাকা দিয়ে চলে যায়..কেউ টাকা কম দিয়েছে কিনা এইটাও চেক করার সুযোগ উনার থাকেনা কারন হোটেল উনি একাই চালায়..মানুষ কে বিশ্বাস করে টাকা রাখার দায়িত্ব টাও মানুষের উপরেই দিয়ে দিয়েছে..
একটা টিভি চ্যানেল উনাকে নিয়ে নিউজ করে..সেটা ভাইরাল হয়ে যায়..তারপর থেকে অন্য টিভি চ্যানেল..ইউটিউবার থেকে শুরু করে যতো ভিউখোর আছে..সবাই উনাকে নিয়ে ভিডিও বানানো শুরু করে..
বি-প-দ টা আসে তারপরেই..পুলিশ আইসা উনাকে বলে 'এই হোটেল ভে-ঙ্গে ফেলতে হবে..আশেপাশে আরো অনেক দোকান আছে কিন্তু পুলিশের ভাষ্যমতে অন্য কারো টা না, শুধু উনার টাই ভে-ঙ্গে ফেলতে হবে..কেউ কেউ এসে সম্ভবত চাঁদাও চায়..উনি এখন সন্ধ্যার পরে বাইরে থাকতে পারেনা, বাসায় চলে যায়..কারন কি জানেন..উনাকে গাড়িতে করে উঠাইয়া নিয়ে যাবে,এই ভ-য়ে..
এখন সারাদেশের ভালো মানুষ..খা-রা-প মানুষ সবাই উনাকে চিনে..উনি নিজের মতোই চুপচাপ ব্যবসা করতো..কাউকে বলেও না-ই উনাকে নিয়ে নিউজ করার জন্য..ভদ্রলোক কা-ন্না করতে করতে বলে 'আমি তো বলি নাই আমাকে নিয়ে এইসব বানানোর জন্য..আপনারা আমাকে মাফ করেন..আমি ভুলে কোনো কথা বললে তার জন্য ও মাফ করেন..আমার বউ আমাকে কথা শুনায় এখন..
উনার জীবনের 'শান্তি' টা শে-ষ..ব্যবসা টাও বোধহয় যাবে..'ভাইরাল' সবার জীবনে 'আশীর্বাদ' হয়ে আসে না 🙂