
24/04/2025
🕌 সম্মানিত সদস্যবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ 🕌
যারা বর্তমানে বাড়িতে অবস্থান করছেন বা কিছুদিন অবস্থান করবেন, তারা সকলে মিলে ""টাংগাব ফাজিল মাদ্রাসা সংলগ্ন মসজিদে""জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আল্লাহর সন্তুষ্টি অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়। এবং, আমাদের সংগঠনের দৃষ্টিকোণ থেকেও এটি একটি দারুণ উদাহরণ হবে—যেখানে সমাজসেবার পাশাপাশি নিজ নিজ ইবাদতেও আমরা সচেতন এবং অগ্রগামী হতে পারবো ইনশাআল্লাহ।
🤲 আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জামায়াতে নামাজ পড়ার তাওফিক দান করুন এবং এই সদিচ্ছাকে কবুল করুন।
এই অনুরোধটি আমার ব্যক্তিগত হলেও, আশা করি এটি আমাদের সবার জন্যই একটি প্রয়োজনীয় আহ্বান।
📩 : সম্মানিত সদস্যবৃন্দ, কারো যদি কোনো পরামর্শ বা মতামত থাকে, অনুগ্রহ করে তা গ্রুপে না দিয়ে ইনবক্সে জানাবেন। আমি চাই না একজনের ছোট কোনো ভুলের কারণে সবাই বিরক্তিকর পরিস্থিতির (নোটিফিকেশন) সম্মুখীন হোক।
ধন্যবাদ! 🙂❤️