Md Lutfur Rahman

  • Home
  • Md Lutfur Rahman

Md Lutfur Rahman ইসলামিক টিভি

ওরা ফেইসবুকে অশ্লীলতা ছড়াতে ভয় পায় না।তাহলে আমরা কেন‌ সেই ফেইসবুকে দ্বীনের বিষয় প্রচার করতে ভয় পাব?মাওলানা মুস্তাকুন্...
15/07/2022

ওরা ফেইসবুকে অশ্লীলতা ছড়াতে ভয় পায় না।
তাহলে আমরা কেন‌ সেই ফেইসবুকে দ্বীনের বিষয় প্রচার করতে ভয় পাব?
মাওলানা মুস্তাকুন্নবী কাসেমী

নগ্নতা রোধ না করে কখনো ধর্ষণ রোধ করা সম্ভব নয়।প্রতিনিয়ত ঘটছে ধর্ষণের ঘটনা। ধর্ষিত হচ্ছে স্কুল-কলেজের ছাত্রী থেকে শুরু কর...
15/07/2022

নগ্নতা রোধ না করে কখনো ধর্ষণ রোধ করা সম্ভব নয়।
প্রতিনিয়ত ঘটছে ধর্ষণের ঘটনা। ধর্ষিত হচ্ছে স্কুল-কলেজের ছাত্রী থেকে শুরু করে মাদ্রাসার ছাত্রী পর্যন্ত, ৪বছরের ছোট বাচ্চা থেকে শুরু করে ৪০বছরের মহিলাও, বাদ যাচ্ছেনা কেউই।
বর্তমানে প্রায় মেয়েদের মধ্যে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে পোশাকের কথা বললেই তাদের চুলকানি শুরু হয়। পোশাক নিয়ে তাদের এত এলার্জি কেন আমি বুঝিনা। এরা কিছুতেই মানতে রাজী নয় যে যৌন হয়রানির জন্য পোশাক দায়ী।
আমি বলতে চাই ধর্ষণের জন্য পোশাকই দায়ী।
মেয়েরা যদি মনে করে নগ্নতা তাদের জন্য ফ্যাশন
তাহলে আমিও মনে করি ধর্ষণ ছেলেদের জন্য শারীরিক ব্যায়াম। নগ্নতা রোধ না করে কখনো ধর্ষণ রোধ করা সম্ভব নয়। এতে যদি আপনারা মনে করেন আমি নিচু মানষিকতার, তাহলে কোনো সমস্যা নেই। আমার কিছু যায় আসেনা।
মেয়েরা উলঙ্গ হয়ে হাটবে আর ছেলেরা কি চোখ বন্ধ করে রাখবে? একটা মেয়ে চোখের সামনে তার body দেখাবে আর আমাকে বলবে তুমি তোমার চোখ বন্ধ করে রাখো সেটা কি করে হয়? আপনারা নারী স্বাধীনতার নামে নগ্নতাকে স্বাধীনতা দিয়ে দেশটাকে আমেরিকা বানাতে চাইছেন কিন্তু দেশে শুধু আমেরিকান স্টাইল চালু করলে তো হবেনা,আমেরিকান সুযোগসুবিধাও চালু করতে হবে। সেখানে যেমন ছেলেমেয়েরা যখনতখন যেখানে খুশি সেক্স করে বাংলাদেশেও এরকম সুযোগসুবিধা চালু করুন। ১০০% গ্যারান্টি দিলাম ধর্ষণ হবেনা। আপনারা মেয়েদের বলবেন আমেরিকান স্টাইলে চলার জন্য আর ছেলেদের বলবেন সৌদিআরব স্টাইলে চলার জন্য এটা তো হতে পারেনা।
অনেকে আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন, ধর্ষণের জন্য যদি পোশাক দায়ী হয় তাহলে ৫,৭,৯ বছরের ছোটছোট মেয়েরা ধর্ষিত হয় কেন?
এক্ষেত্রেও বলব পোশাক দায়ী। না, ছোটছোট মেয়েদের পোশাক নয় বরং যুবতী মেয়েদের পোশাক।
ধর্ষনের জন্য অবশ্যই পোশাক দায়ি,আমরা আজ থেকে ২৫/৩০ বছর আগে তো কখনো দেখিনি ৭/৮ বছরের মেয়েরা ধর্ষনের শিকার হয়,এখন কেন হচ্ছে?
কারনটা সিম্পল পশ্চিমা সংস্কৃতি আর পার্শ্ববর্তি
দেশের সিনামেটিক পোশাক আমাদের সামাজিক এবং চারিত্রিক মুল্যবোধ কে ধংষ করেছে যার প্রভাবে
প্রাপ্ত বয়স্ক নারী থেকে শুরু করে বৃদ্ধা মহিলা এমন কি শিশুরাও এর বলি হচ্ছে,,, সেই কারনেই নষ্ট চরিত্রের মানুষ রুপি পশুগুলা দুধের স্বাধ ঘোলে মিটাতেই শিশুদের ধর্ষন করছে,,,,। আশা করি বুঝতে পেরেছেন।
একজন পুরুষের নগ্ন যুবতী মেয়েদের দেখে কামনাভাব জেগে উঠল কিন্তু সে যখন ওসব যুবতী মেয়েদের ধারেকাছে ঘেঁষত

হে পুরুষ!!! আজকে তুমি যে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার দেহকে লুটে পুটে খাচ্ছো। তার নগ্ন ভিডিও ধারন করে বাজারে প্রকাশ কর...
14/07/2022

হে পুরুষ!!! আজকে তুমি যে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার দেহকে লুটে পুটে খাচ্ছো। তার নগ্ন ভিডিও ধারন করে বাজারে প্রকাশ করছো। জানো কি? এই
মেয়েটি অবশ্যই কারো বোন, না হয় কারো মেয়ে। একটু ভাবো তো হে পুরুষ, তোমারও তো বোন আছে। আর তুমি বিয়ে করলে আল্লাহ চাহে তো তুমিও মেয়ের বাবা হবে। তখন?
অন্য কেউ যদি তোমার মেয়েকে নিয়ে এ সমস্ত নোংরামী কাজ করে!!! তোমার কেমন লাগবে?! অথবা তোমার সন্তান যদি
জানতে পারে, তুমি বিয়ের আগে অন্য মেয়ের সাথে নোংরামী করেছো?
তখন সে তোমাকে কি ভাববে? একটুকি ভেবে দেখছো? তুমি কেনো তোমার বোনের
সম্মান নষ্ট করছো? তোমার কাছে তোমার বোনের অথবা মেয়ের যেমন ইজ্জত আছে অন্য ভাইয়ের বা বাবার কাছেও তেমন আছে। তুমি যদি সভ্য মানুষের ঘরে জন্ম নিয়ে থাক তাহলে আশা করি এই নোংরামির পথ পরিহার করবে ।

হে নারী !!!!! .
আজ তুমি প্রেমের আড়ালে নিজের দেহকে গোপনে
অন্যকে ভোগ করতে দিচ্ছো? তুমি ভাবতে পারছো! পরবর্তীতে সে তোমাকেই বিয়ে করবে? তাহলে এসবে ক্ষতি কি? তাহলে জবাব দাও, সে যদি তোমাকে বিয়েই করে তাহলে তোমার সাথে বিয়ের আগে পথে ঘাটে মন্দকাজ করবে কেনো? কারন সে তো বিয়ের পরেই তোমার সাথে এই সব করতে
পারবে। ঠিক আছে আমি মেনে নিলাম সে তোমাকে বিয়ে করবে। তাহলে এমন ঘটে কেন যে, সে গোপনে তোমার নগ্ন ভিডিও ধারন করে?? এর জবাব দাও। অথবা এমনও হয়, তোমার মা বাবা তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। তখন???
অথবা তোমার গোপন নগ্ন ভিডিও ক্লিপটি তোমার স্বামীর হাতে পড়ল। তখন? তোমার
কি হবে একটু ভেবে দেখছো..??? অতএব, সময় থাকতে একবার নিরালায় ভাবো,,, ভাই ও বোনেরা!!!
অবেশেষে বলি, আল্লাহ-
তাআলা কে আমরা সবসময় ভয় করলে, আমরা অবশ্যই এসব থেকে বেঁচে থাকতে পারবো। ইনশাআল্লাহ্...

14/07/2022

পাকিস্তানের কোনো এক স্কুলের শিক্ষক ছাত্রদের প্রশ্ন জিজ্ঞেস করেছিলন.....!!
কারা নামাজ পরে না....??
প্রথম ছাত্র উত্তর দিলঃ মৃত ব্যক্তি,যে ব্যাক্তি মারা গেছে সেই ব্যাক্তি নামাজ পরে না।

দ্বিতীয় ছাত্র উত্তর দিলঃ যে ব্যাক্তি নামাজ পরতে পারে না,অর্থাৎ, পাগল অথবা প্রতিবন্ধী।

তৃতীয় ছাত্র অনেক সুন্দর করে উত্তর দিল, ছাত্রের উত্তর শুনে শিক্ষকের চিন্তা ভাবনা পাল্টে গেল।
তৃতীয় ছাত্রের উত্তর ছিলঃ যে ব্যাক্তি অমুসলিম সেই ব্যাক্তি নামাজ পরে না।
এবার শিক্ষক চিন্তায় পড়ে গেলেন।
এই তিনটি উত্তরের মাঝে আমি কোনটায় আছি?
আমি কী মারা গিয়েছি?
আমি কী পাগল,প্রতিবন্ধী, আমি কী নামাজ পরতে পারি না?
আমি কী অমুসলিম?
একজন মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্য হলো (নামাজ)।

আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবী করি কিন্তু নামাজ পরি না,চলুন একটু ভেবে দেখি আমরা আজও কী প্রকৃত মুসলিম হতে পারছি?

আল্লাহ আমাদের সকলকে সঠিক বোজ দান করুক, হেদায়েত দান করুক।
সকলকে নামাজ পরার তৌফিক দন করুন ❤️❤️আমিন❤️❤️
Selim Akhanjee
স্যার এর টমলাইন থেকে কপি করলাম।

14/07/2022
13/07/2022

সন্ত্রাস দমনের ব্যবস্তা নিয়ে অসাধারন একটি আলোচনা শুনলে শুনতে পরেন প্রিয়রা ❤️❤️❤️

13/07/2022

মাদ্রাসায় পড়ুয়া পাঁচ বছরের ( শিশুটি ) কিভাবে ইংরেজিতে ইন্ট্রোডিউস করছে আপনিও অবাক হবেন।❤️❤️❤️❤️

একদিন শিক্ষক ক্লাসে আসলেন এবং বোর্ডে লিখলেন-৮ x ১ = ৭৮ x ২ = ১৬৮ x ৩ = ২৪৮ x ৪ = ৩২৮ x ৫ = ৪০৮ x ৬ = ৪৮৮ x ৭ = ৫৬৮ x ৮ =...
13/07/2022

একদিন শিক্ষক ক্লাসে আসলেন এবং বোর্ডে লিখলেন-
৮ x ১ = ৭
৮ x ২ = ১৬
৮ x ৩ = ২৪
৮ x ৪ = ৩২
৮ x ৫ = ৪০
৮ x ৬ = ৪৮
৮ x ৭ = ৫৬
৮ x ৮ = ৬৪
৮ x ৯ = ৭২
৮ x ১০ = ৮০
লেখা শেষ করে তিনি ছাত্রছাত্রীদের দিকে তাকালেন,
দেখলেন সবাই মিটিমিটি হাসছে।
তিনি বললেন, "আমি জানি তোমরা কেন হাসছো, আমি নামতার প্রথম লাইন ভুল লিখেছি। আমি প্রথম লাইন ভুল লিখেছি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়
শেখানোর জন্য।

ছাত্রছাত্রীরা আগ্রহের সাথে শুনছিলো ।
শিক্ষক আবার বলা শুরু করলেন ..
“দেখো, আমি নয়টা লাইন সঠিক লিখেছি। এজন্য তোমরা আমার প্রশংসা করোনি বা ধন্যবাদও দাওনি। অথচ একটা লাইন ভুল লিখেছি বলে হাসাহাসি করছো,
সমালোচনা করছো।”

এটাই পৃথিবী নিয়ম, এটাই বাস্তবতা। তুমি হাজারটা ভাল কাজ করো কেউ তোমার প্রশংসা করবে না, একটা সামান্য ভুল করে দেখো পুরো পৃথিবী মাইক নিয়ে নেমে পড়বে তোমার সমালোচনা করার জন্য।

কপি করলামMd Yasin Al Arafatভাই থেকে।

12/07/2022
12/07/2022

🤣আমি কি এটা দেখলামরে বাবা🤣🤣🤣🤣🤣🤣🤣
জিবনেতো অনেক খেলা দেখছেন এবার একটু ভিন্ন ধরনের খেলা দেখে যান।🤣🤣🤣🤣

12/07/2022

ভিডিও টি দেখে অশ্রু সংবরণ করতে পারিনি!
----------------------------------------------
বর্তমান সময়ে যখন মানুষ সন্তান কে বড় বড় ডিগ্রিদারী বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। সেসময় একজন জেনারেল জনপ্রতিনিধি বাবা সন্তানকে হাফিজে কোরআন বানানোর জন্য জনসম্মুখে চোখের অশ্রু ফেলে হৃদয়ের আকুতি প্রকাশ করছেন দেখে অনেক বেশি অনুপ্রাণিত হলাম।
আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাকে একজন হাফিজে কোরআন দান করেছেন। আরো একজন সে পথেই রয়েছেন। মহান রবের দরবারে সবসময় ফরিয়াদ করি তিনি যেন আমার ছোট বাবাটাকেও কবুল করেন।
চেয়ারম্যান সাহেবের এমন আকুতির মর্মার্থ নিজেও কিছুটা বুঝি। তাই এমন আকুতি আমাকে অশ্রুপাত করতে বাধ্য করেছে।
দোয়া করি মহান রাব্বুল আলামিন ইসলাম প্রেমিক জনাব মামুন রশীদ চেয়ারম্যান সাহেবের হৃদয়ের নেক এই স্বপ্ন ও আকুতিকে কবুল করুন।
পৃথিবীর সকল বাবাদেরকে দ্বীনের পথে নিজের সন্তানদের নিয়ে এরকম আবেগী হওয়ার তৌফিক দান করুন,আমিন।

কপি করলাম শাব্বির বিন আব্দুল হান্নান ভাই থেকে

12/07/2022

সূরা আন নূর (النّور), আয়াত: ৩০
অর্থঃ মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md Lutfur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Lutfur Rahman:

  • Want your business to be the top-listed Media Company?

Share