15/07/2022
নগ্নতা রোধ না করে কখনো ধর্ষণ রোধ করা সম্ভব নয়।
প্রতিনিয়ত ঘটছে ধর্ষণের ঘটনা। ধর্ষিত হচ্ছে স্কুল-কলেজের ছাত্রী থেকে শুরু করে মাদ্রাসার ছাত্রী পর্যন্ত, ৪বছরের ছোট বাচ্চা থেকে শুরু করে ৪০বছরের মহিলাও, বাদ যাচ্ছেনা কেউই।
বর্তমানে প্রায় মেয়েদের মধ্যে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে পোশাকের কথা বললেই তাদের চুলকানি শুরু হয়। পোশাক নিয়ে তাদের এত এলার্জি কেন আমি বুঝিনা। এরা কিছুতেই মানতে রাজী নয় যে যৌন হয়রানির জন্য পোশাক দায়ী।
আমি বলতে চাই ধর্ষণের জন্য পোশাকই দায়ী।
মেয়েরা যদি মনে করে নগ্নতা তাদের জন্য ফ্যাশন
তাহলে আমিও মনে করি ধর্ষণ ছেলেদের জন্য শারীরিক ব্যায়াম। নগ্নতা রোধ না করে কখনো ধর্ষণ রোধ করা সম্ভব নয়। এতে যদি আপনারা মনে করেন আমি নিচু মানষিকতার, তাহলে কোনো সমস্যা নেই। আমার কিছু যায় আসেনা।
মেয়েরা উলঙ্গ হয়ে হাটবে আর ছেলেরা কি চোখ বন্ধ করে রাখবে? একটা মেয়ে চোখের সামনে তার body দেখাবে আর আমাকে বলবে তুমি তোমার চোখ বন্ধ করে রাখো সেটা কি করে হয়? আপনারা নারী স্বাধীনতার নামে নগ্নতাকে স্বাধীনতা দিয়ে দেশটাকে আমেরিকা বানাতে চাইছেন কিন্তু দেশে শুধু আমেরিকান স্টাইল চালু করলে তো হবেনা,আমেরিকান সুযোগসুবিধাও চালু করতে হবে। সেখানে যেমন ছেলেমেয়েরা যখনতখন যেখানে খুশি সেক্স করে বাংলাদেশেও এরকম সুযোগসুবিধা চালু করুন। ১০০% গ্যারান্টি দিলাম ধর্ষণ হবেনা। আপনারা মেয়েদের বলবেন আমেরিকান স্টাইলে চলার জন্য আর ছেলেদের বলবেন সৌদিআরব স্টাইলে চলার জন্য এটা তো হতে পারেনা।
অনেকে আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন, ধর্ষণের জন্য যদি পোশাক দায়ী হয় তাহলে ৫,৭,৯ বছরের ছোটছোট মেয়েরা ধর্ষিত হয় কেন?
এক্ষেত্রেও বলব পোশাক দায়ী। না, ছোটছোট মেয়েদের পোশাক নয় বরং যুবতী মেয়েদের পোশাক।
ধর্ষনের জন্য অবশ্যই পোশাক দায়ি,আমরা আজ থেকে ২৫/৩০ বছর আগে তো কখনো দেখিনি ৭/৮ বছরের মেয়েরা ধর্ষনের শিকার হয়,এখন কেন হচ্ছে?
কারনটা সিম্পল পশ্চিমা সংস্কৃতি আর পার্শ্ববর্তি
দেশের সিনামেটিক পোশাক আমাদের সামাজিক এবং চারিত্রিক মুল্যবোধ কে ধংষ করেছে যার প্রভাবে
প্রাপ্ত বয়স্ক নারী থেকে শুরু করে বৃদ্ধা মহিলা এমন কি শিশুরাও এর বলি হচ্ছে,,, সেই কারনেই নষ্ট চরিত্রের মানুষ রুপি পশুগুলা দুধের স্বাধ ঘোলে মিটাতেই শিশুদের ধর্ষন করছে,,,,। আশা করি বুঝতে পেরেছেন।
একজন পুরুষের নগ্ন যুবতী মেয়েদের দেখে কামনাভাব জেগে উঠল কিন্তু সে যখন ওসব যুবতী মেয়েদের ধারেকাছে ঘেঁষত