UR • Rajib

UR • Rajib আশহাদু-আল লা-ইলাহা ইল্লাল্লাহ।☝️🕌
আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই।☝️🕋

কারো কাছে আমি গুরুত্বহীন, তবু ভাব দেখাই সব ঠিক আছে।🙂
24/10/2025

কারো কাছে আমি গুরুত্বহীন, তবু ভাব দেখাই সব ঠিক আছে।🙂

24/10/2025

অবশ্যই 🌿
শুক্রবার হলো মুসলমানদের জন্য বরকতপূর্ণ ও বিশেষ একটি দিন। নিচে এমন কিছু সহজ আমল দেওয়া হলো, যা যে কেউ করতে পারে এবং এতে অনেক সওয়াব রয়েছে 👇

-------------------------------------------------------------

🌸 সহজ কিন্তু বরকতময় শুক্রবারের আমলসমূহ:

1. গোসল করা ও সুন্দর পোশাক পরা
➤ রাসুল ﷺ বলেছেন:
“যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সুগন্ধ ব্যবহার করে, সুন্দর পোশাক পরে মসজিদে যায় এবং খুতবা মনোযোগ দিয়ে শোনে, তার আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত গুনাহ মাফ করে দেওয়া হয়।”
(সহিহ বুখারি)

--------------------------------------------------------------

2. সূরা কাহফ তিলাওয়াত করা
➤ হাদীস:
“যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করে, তার জন্য এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত নূর (আলো) তৈরি হয়।”
(হাকিম, বায়হাকি)

--------------------------------------------------------------

3. বেশি বেশি দরুদ পাঠ করা ﷺ
➤ হাদীস:
“তোমরা তোমাদের উপর বেশি বেশি দরুদ পাঠ করো জুমার দিনে, কারণ তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়।”
(আবু দাউদ)

-------------------------------------------------------------

4. দোয়া করা (বিশেষ সময়ে)
➤ শুক্রবারে এমন একটি সময় আছে, যেখানে দোয়া কবুল হয়।
অনেকে বলেন, এটি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়।
তাই এই সময়ে বেশি বেশি দোয়া করা উচিত।

------------------------------------------------------------

5. মসজিদে গিয়ে জুমার নামাজ পড়া
➤ নামাজের আগে খুতবা মনোযোগ দিয়ে শোনা
➤ নামাজ শেষে দোয়া করা ও কিছুক্ষণ জিকির করা

-----------------------------------------------------------

6. সদকা বা ভালো কাজ করা
➤ দরিদ্র কাউকে সাহায্য করা,
➤ পিতামাতার খোঁজ নেওয়া,
➤ কাউকে হাসিমুখে সালাম দেওয়া — এগুলোও সওয়াবের কাজ।

----------------------------------------------------------

7. ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা)
➤ অন্তত ১০০ বার “আস্তাগফিরুল্লাহ” বলা।
এতে মনও শান্ত হয়, গুনাহও মাফ হয়।

দিন পার হচ্ছে কোনো রকম। এভাভেই চলছে জীবন।🌸😔
23/10/2025

দিন পার হচ্ছে কোনো রকম।
এভাভেই চলছে জীবন।🌸😔

গন্তব্য হিন সময় পার করতাছি😔💔
23/10/2025

গন্তব্য হিন সময় পার করতাছি😔💔

21/10/2025

"আবু হুরাইয়া রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

দুটি কালিমা এমন, যা উচ্চারণে খুব হালকা কিন্তু পাল্লায় খুব ভারি, এবং দয়াময় আল্লাহর কাছে খুব প্রিয়। (কালিমা দুইটি হলো) সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম।

সহীহ বুখারী, হাদীস ৬৬৮২

আহ আমি শান্তিতে নাই😔
18/10/2025

আহ আমি শান্তিতে নাই😔

ফেসবুক আমার সাথে ৩বছর ধরে এমন করতাছে।আমি আর পারতাছি না। কি যে করবো। আমার ২৪টা ভিডিওতে বিনা কারণে কপিরাইট ধরছে।
16/10/2025

ফেসবুক আমার সাথে ৩বছর ধরে এমন করতাছে।
আমি আর পারতাছি না। কি যে করবো। আমার ২৪টা ভিডিওতে বিনা কারণে কপিরাইট ধরছে।

facebook আমারে অনেক শান্তিতে রাখছে। তিন দিন ধরে ভিডিও ছাড়তেছি। তিন দিনের ফলাফল এই।
15/10/2025

facebook আমারে অনেক শান্তিতে রাখছে। তিন দিন ধরে ভিডিও ছাড়তেছি। তিন দিনের ফলাফল এই।

14/10/2025

১৫ সেকেন্ডে ব্যাক টু ব্যাক😎

বিশাল এক সমস্যায় ভুগছি।কবে যে মুক্তি পাবো?😔
13/10/2025

বিশাল এক সমস্যায় ভুগছি।
কবে যে মুক্তি পাবো?😔

আপনার বাবা কাজে ব্যাস্ত থাকবে, আপনার মা রান্নার কাজে ব্যাস্ত থাকবে, আপনার ভাই কলেজে থাকবে, আপনার বোন স্কুলে থাকবে, আপনার...
12/10/2025

আপনার বাবা কাজে ব্যাস্ত থাকবে, আপনার মা রান্নার কাজে ব্যাস্ত থাকবে, আপনার ভাই কলেজে থাকবে, আপনার বোন স্কুলে থাকবে, আপনার আত্মীয়স্বজন তারা প্রত্যেকে তাদের নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকবে। পৃথিবী তার সময়ের গতিতে ঘুরতে থাকবে। সবকিছু চলমান অবস্থায় থাকবে।
শুধু পৃথিবী থেকে বিদায় নেব আমি আপনি।
কেউ মনে রাখবে না আপনাকে আমাকে।
সময় আছে আল্লাহর কাছে মাফ চান। তার কাছে মাথা নত করেন।

আসসালামু ওয়ালাইকুম। সম্প্রতি আমার এই ফেসবুক পেজটি হ্যাক করার চেষ্টা তারা করেছিল। আমি সচেতন থাকায় তারা কোনভাবেই তাদের পর...
11/10/2025

আসসালামু ওয়ালাইকুম।
সম্প্রতি আমার এই ফেসবুক পেজটি হ্যাক করার চেষ্টা তারা করেছিল।
আমি সচেতন থাকায় তারা কোনভাবেই তাদের পরিকল্পনা অনুযায়ী সফল হতে পারে নাই।
এমন ভাবে তারা চেষ্টা করছিল যে মানুষ প্রথমেই সেই ফেসবুক নোটিফিকেশন পেয়ে ভয় পেয়ে যায়।
আমাকেও সেই নোটিফিকেশন পাঠানোর পরে আমি ভালো করে যাচাই-বাছাই করে তারপর সেই নোটিফিকেশন টাকে ডিলিট করে দিয়েছি। এবং যেই পেজ থেকে আমাকে একটি ভুল ইনফরমেশন পাঠিয়েছিল সেই পেজটাকে আমি রিপোর্ট মেরে দিয়েছি।

আপনারা যারা অনেক বড় বড় পেজ ব্যাবহার করেন।আপনাদের জন্য অতি সতর্কতা একটা বার্তা।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when UR • Rajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UR • Rajib:

  • Want your business to be the top-listed Media Company?

Share