সরকারি শাহসুলতান কলেজ বগুড়া

সরকারি শাহসুলতান কলেজ বগুড়া Hello, hope you are all well. Here you will find all information about Shah Sultan College. Don't post anything bad here. Thank you all for staying with us.

২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরমপূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি
31/08/2025

২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরমপূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি

কাদের স্বার্থে এমন আচরণ করছে দেশের আইনশৃংখলা বাহিনী ?মন্তব্য প্রতিবেদন: ঢাকার সাম্প্রতিক ঘটনার পর গোটা জাতি গভীরভাবে উদ্...
31/08/2025

কাদের স্বার্থে এমন আচরণ করছে দেশের আইনশৃংখলা বাহিনী ?

মন্তব্য প্রতিবেদন: ঢাকার সাম্প্রতিক ঘটনার পর গোটা জাতি গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োজিত হলেও, গত রাতে তাদের অতি উৎসাহী ও বেপরোয়া আচরণে পরিস্থিতি ভিন্নরূপ নিয়েছে।

গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ সমাবেশে বড় বড় লাঠি হাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে হামলা চালিয়েছেন, তা দেখে দেশবাসী হতবাক। বিশেষত ভিপি নুরুল হক নুরের মতো একজন পরিচিত জাতীয় নেতার ওপর এমন নির্মম হামলা জাতিকে স্তম্ভিত করেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় স্পষ্ট, ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির দোসররা পূর্বপরিকল্পিতভাবে “হলুদ হেলমেট বাহিনী”কে ভাড়া করে এনে রাজধানীতে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে। অথচ জনগণের প্রতিপক্ষ শক্তিকে রক্ষা করতেই আইনশৃঙ্খলা বাহিনী নৃশংস আচরণে লিপ্ত হয়েছে এমন অভিযোগ এখন জনমনে গভীরভাবে প্রতিষ্ঠিত।

২৮ ্রআগস্ট রাতে বুয়েট শিক্ষার্থীদের ওপরও অমানবিক হামলার ঘটনা জাতিকে আরও ব্যথিত করেছে। রাফিদ জামান খান, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র, তিনি নিজে পুলিশের নৃশংসতার শিকার হয়েছেন। তার বর্ণনায় উঠে এসেছে, ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ তাকে পিছন থেকে ধরে ফেলে মাটিতে আছড়ে দেন, লাঠিপেটা করেন, বুট দিয়ে লাথি মারেন এবং হেলমেট দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেন। দেশের সবচেয়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত আক্রমণ কোনোভাবেই ন্যায়সংগত নয়।

প্রশ্ন জাগে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যদি একের পর এক রাজনৈতিক নেতা ও মেধাবী শিক্ষার্থীদের রক্তাক্ত হতে হয়, তবে সরকারের নৈতিক বৈধতা কোথায় থাকে? ২৪-এর গণঅভ্যুত্থানের পর যাদের রক্তের বিনিময়ে নতুন সরকার গঠিত হয়েছিল, সেই শক্তির ওপর যদি আজ হামলা হয়, তবে তা গোটা জাতির জন্য সতর্ক সংকেত।

এখন স্পষ্ট, দেশের ১৮ কোটি মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে এই দেশ ও এর জনগণ কার হাতে নিরাপদ থাকবে। রাষ্ট্রীয় শক্তির নামে যদি জনতার কণ্ঠরোধ, রাজনৈতিক নেতার রক্তাক্ত দেহ এবং শিক্ষার্থীদের উপর দমন-পীড়ন চালানো হয়, তবে সেই শক্তির প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।

গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই চূড়ান্ত ক্ষমতার উৎস। সেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। কিন্তু যদি জনগণ বারবার রক্তাক্ত হয়,

31/08/2025

১৩+ হাজার ভিউস ১১+ প্রায় ১২ হাজার ফলোয়ার তার পর ও ফেসবুকের চোখেই পরলাম না আমি। কন্টেন্ট মনিটাইজেশন দিল না।সবাই পেজ টা এগিয়ে নিয়ে যেতে হেল্প করবেন। লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ।

18কোটি মানুষের মধ্যে কোন মানুষটার কতটুকু ভালোবাসেন অনলাইনে জরিপ চলতাছে আপনার পছন্দ ব্যক্তি কে রিয়েক্ট দিয়ে আপনার মতামত দ...
23/08/2025

18কোটি মানুষের মধ্যে কোন মানুষটার কতটুকু ভালোবাসেন অনলাইনে জরিপ চলতাছে আপনার পছন্দ ব্যক্তি কে রিয়েক্ট দিয়ে আপনার মতামত দিন °°=°° ধন্যবাদ






























18/08/2025

•• সফলতা অর্জন করতে ••
~ পরিশ্রমের বিকল্প নেই ~

২০২৩-২০২৪
07/08/2025

২০২৩-২০২৪

২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটায় মেধা তা...
07/08/2025

২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটায় মেধা তালিকার ফলাফল ১১ আগস্ট বিকাল ৪ টায় প্রকাশিত হবে।
@ কলেজে ভর্তি হতে হবে ১২ আগস্ট থেকে ১৯ আগস্টের মধ্যে।রিলিজ স্লিপের আবেদন আগস্টের শেষে।

কপি পোস্টHDP ,তারা সব সময় সেবা দিয়ে যাচ্ছে 🚨"আপডেট"🚨রুমার চিকিৎসার জন্য অনুদান প্রয়োজন।রুমার জন্য আমাদের কাছে আর কোনো ...
27/07/2025

কপি পোস্ট

HDP ,তারা সব সময় সেবা দিয়ে যাচ্ছে 🚨"আপডেট"🚨
রুমার চিকিৎসার জন্য অনুদান প্রয়োজন।রুমার জন্য আমাদের কাছে আর কোনো সংগ্রহিত অনুদান নেই।রুমাকে আরো ১০ থেকে ১২ দিনের মতো হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন ডাক্তার।
রুমাকে হাসপাতালে ছুটি দেওয়ায় কথা থাকলেও চোখের দিকে স্বাভাবিক না থাকায় ছুটি দেয়া হয়নি।শারীরিক ভাবে স্বাভাবিক আছে কিন্তু চোখের দিকে ফুলে আছে রুমার।

বরাবরের মতো সবাই একটু একটু করে এগিয়ে আসলে হয়তো রুমার চিকিৎসা সম্পন্ন করে সুস্থ হয়ে সুন্দর জীবন যাপন করতে পারবে।ইনশাআল্লাহ।

আমাদের সহযোগিতা করুন,আমাদের পাশেই থাকুন।👈

চাইলে সরাসরি দেখা করেও অনুদান দিয়ে আসতে পারবেন।👉

অথবা,

আমাদের মাধ্যমেও অনুদান পাঠাতে পারবেন।👇

আপনি/আপনাদের সবার দোয়া এবং সহোযোগিতা একান্ত কাম্য🤲

Reference লিখবেন "Ruma"

01774713794 personal বিকাশ1
[OSMAN JAMAL]


01774713794- personal নগদ

ব্যাংক একাউন্ট তথ্য👇
ACCOUNT NAME :
UNITED HUMANITY AND HEALTH DEVELOPMENT PROGRAM FOUNDATION.

(1)SONALI BANK LIMITED
সোনালী ব্যাংক লিমিটেড👇
ACCOUNT NUMBER:
4443802000851
ROUTING NUMBER:
200263047
SWIFT CODE : BSONBDDH
মিরপুর শিল্পাঞ্চল শাখা।

(2)CITY BANK
সিটি ব্যাংক👇
ACCOUNT NUMBER:
1254079508001
ROUTING NUMBER:
225263585
SWIFT CODE : CIBLBDDH
মিরপুর পল্লবী শাখা।

মূল পোষ্ট:-👇
🚨জরুরী আবেদন🚨
২ বছর বয়সী ছোট্ট রুমার জীবনের শুরু থেকেই এক অদ্ভুত লড়াই!!! জন্মের পর থেকেই রুমার মাথার হাড় সামনের দিকে অস্বাভাবিক ভাবে বাড়তে শুরু করেছে।সময়ের সঙ্গে সঙ্গে সেটি এতটাই বেড়ে গেছে যে,এখন তা শুধু শারীরিক কষ্ট নয়—একটি বড় অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন,রুমার মাথার এই অস্বাভাবিক পরিবর্তনের জন্য অপারেশন ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু তার আগে করাতে হবে একটি জরুরি MRI,যাতে বোঝা যায় সমস্যার গভীরতা কতটা?

কিন্তু বাস্তবতা এতটাই নিষ্ঠুর যে, সেই প্রয়োজনীয় MRI করানোর সামর্থ্যটুকুও নেই রুমার পরিবারের। একদিকে মেয়ের শারীরিক কষ্ট, অন্যদিকে চোখে মুখে শুধু অসহায়ত্ব।চিকিৎসার খরচ তো দূরের কথা,MRI করানোর টাকাটুকুও এখন তাদের জন্য এক বিশাল স্বপ্ন।

নাম- রুমা
বয়স- ২ বছর
বাবা- মোঃশরীফ
মা- জোসনা
ঠিকানা- বেরা,নাটোর,রাজশাহী।

দেখা করতে ও যে কোনো ব্যপারে বিস্তারিত কথা বলতে-
Cell: +8801877977100

উত্তরার আকাশে আজকের ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে।নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ক...
21/07/2025

উত্তরার আকাশে আজকের ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে।
নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।
আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন—এই প্রার্থনা করছি পরম করুণাময়ের কাছে।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন।
আমিন।

Address

Bogura
Rajshahi
5800

Alerts

Be the first to know and let us send you an email when সরকারি শাহসুলতান কলেজ বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সরকারি শাহসুলতান কলেজ বগুড়া:

Share