
24/06/2025
বড় ঘৃনা লাগে ভাবতে, খুন চেপে বসে রক্তে,
ইচ্ছে করে নিঃশেষ করে দেই সব জ্বালিয়ে পুড়িয়ে।
পরক্ষণেই ক্লান্ত লাগে,সব শূণ্যতা আঁকড়ে ধরে
সব অভিযোগ মেনে নিয়ে ধ্বংস করছি নিজেকে
হ্যাঁ আমি উন্মাদ, মত্ত,পাগল, নির্বোধ;
তাই বুঝিনি তুমি নির্দয়, মিথ্যেবাদী প্রতারক!
যাইহোক সব কথা ফেলো। এখন কেমন আছো বলো?
অন্যকারো বাহুডোরে,নিশ্চই সব যাচ্ছে ভালো।
কান্না কান্না চোখ নিয়ে এখনো কি মিথ্যে বলো?
কাঁপা স্বরে তাকে ও কি মিথ্যে ভালোবাসি বলো?