26/03/2024
পরিবারে অনেক চাপ?? immediately কিছু করে পরিবারের পাশে দাড়াতে চাচ্ছেন?? সময় কম চাপে পরে এখনই কিছু করতে চাচ্ছেন??
এরকম হলে আমি বলবো freelancing আপনার জন্য না!! Freelancing করতে হলে সময় নিয়ে মাঠে নামতে হবে। এইখানে শুধু আপনার কাজটাই fact. আপনি ছেলে না মেয়ে, সাদা না কালো, কোন প্রকিষ্ঠান থেকে কি করলেন না করলেন এসব কিছুই fact না। প্রচুর পরিমানে skilled হতে হবে, সময় আর ধৈর্য্যের কোনো অভাব রাখা যাবে না।
freelancing এর কাজ গুলো কোনো মুখস্থ বিদ্যা না যে একবার শিখলাম আর ১০ জায়গায় রাট্টা মারলাম। no never হবে না!!
এটা মূলত একটা creative sector. এখানে কাজ করতে হলে অনেক creative and researcher হতে হবে। মাথার মধ্যে যদি সারাক্ষণ নানা প্রকার মানসিক চাপ থাকে, সমস্যা জর্জরিত মন থাকে তাহলে না কাজ শিখতে পারবেন না কাজ করতে পারবেন।
একটা পরিবেশ তো দরকার। মনের মধ্যে হাজার রাশ ক্ষুধা, ধৈর্য্য, একাগ্রতা অার জেদ নিয়ে যদি না আসতে পারেন, তাহলে ভাই freelancing আপনার জন্য না।
আপনি একবারে সফল হবে না। আপনাকে অনেকবার অসফল হতে হবে ঠোকর খেতে হবে, আমিও হইসি অসফল অনেকবার, তাই বলে "ধুর কিছু হবে না এইখানে, আমাকে দিয়ে হবে না" এরকম করা যাবে না।
এটা একটা smart পেশা সো আপনাকেও সেরকম স্মার্ট and sharp হতে হবে।
আপনার হাতে যদি minimum ৬ মাস সময় না থাকে তাহলে আপনি কোনো বেসরকারী অফিসে চাকরি তে ঢুকে যান, এটাই আপনার জন্য ভাল হবে।