14/09/2025
পর্ব-০১ জানতে হবে।
সরকারী খরচে আইনি সহায়তা কিভাবে পাবেন?
সমাজের অধিকাংশ লোকেরই আইনি সহায়তার প্রয়োজন হয়। আইনি সহায়তার প্রয়োজন হলেও অর্থের অভাবে অনেকেই আইনি ঝামেলায় জড়াতে চান না। সাধারণ মানুষের আইনি সহায়তার কথা বিবেচনা করে সরকার চালু করেছে বিনা মূল্যে আইনি সহায়তা সেবা। ‘আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ এই আইনের আওতায় প্রণীত হয়েছে বিধিমালা। এই বিধিমালাকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।
কারা আইনি সহায়তা পাবেন :
১। অসচ্ছল ব্যক্তি, যাঁর বার্ষিক গড় আয় ৫০ হাজার টাকার উর্ধ্বে নয়
২। মুক্তিযোদ্ধা (কর্মহীন), যার বার্ষিক গড় আয় ৭৫ হাজার টাকার বেশি নয়
৩। ভিজিডি ও বয়স্ক ভাতা পাচ্ছেন এমন ব্যক্তি
৪। পাচারের ফলে ক্ষতিগ্রস্ত নারী বা শিশু
৫। দুর্বৃত্ত দ্বারা অ্যাসিডদগ্ধ নারী বা শিশু
৬। স্বামী-পরিত্যক্তা, অসচ্ছল, দুস্থ ও বিধবা নারী
৭। উপার্জনে অক্ষম ও সহায়-সম্বলহীন প্রতিবন্ধী নারী
৮। আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে অধিকার প্রতিষ্ঠা করতে অক্ষম ব্যক্তি
৯। আদালত কর্তৃক ঘোষিত ‘অসচ্ছল’ ব্যক্তি
১০। জেল কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত ‘অসচ্ছল’ ব্যক্তি