
30/01/2025
আগামী 01-Feb-2025 তারিখে চালু হবে আইটি হিসাব প্রো। কি কি থাকছে আইটি হিসাব প্রো তে? আইটি হিসাব প্রো একটি ডাইনামিক হিসাব টুলস্। এর মাধ্যমে আপনি আপনার সকল পিসি থেকে ব্যবসার হিসাব এন্টি করতে ও দেখতে পারবেন। আজ, গত কাল, এই সাপ্তাহ, এই মাস, এই বছর ও এই পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন তা জানতে পারবেন। ফিল্টার করে তারিখ অনুযায়ী হিসাব দেখতে পারবেন। এছড়া ক্যাটাগরি বা সার্ভিস এর বিক্রয়ের তথ্য আলদা করতে পারবেন।