Shoaib Sports

  • Home
  • Shoaib Sports

Shoaib Sports Bangladesh news

06/05/2025

ফ্যাক্ট চেক
ভারতের একটি রাফায়েল বিধস্ত করার ছবি ছড়ানো হচ্ছে। শুধুমাত্র এই ছবিটি ফেক। তবে পাকিস্তান দুটা রাফায়েল বিমান ভূপাতিত করার খবর জানাচ্ছে।

06/05/2025

🚨🇮🇳🇵🇰
পা-কি-স্তা-ন দাবি করেছে, ভা র ত যেসব লক্ষ্যবস্তুতে হা/ম/লা চালিয়েছে, সেগুলো স/ন্ত্রা/সী ঘাঁ'টি নয়, বরং বে/সা/ম'রি'ক এলাকা।

06/05/2025

Let's all stay united to protect national security and sovereignty.

We want justice for Asiya ✊
13/03/2025

We want justice for Asiya ✊

28/12/2024

🤍🤍

26/12/2024

❤️

Thank you Mahmudullah Riyad bhai ❤️
08/10/2024

Thank you Mahmudullah Riyad bhai ❤️

লাল বলের এই সাদা পোশাকে বাংলার মহা-তারকার হতে পারে এটাই  শেষ, বিদেশের মাটিতে শেষ তো বটেই। কিংবদন্তি সাকিব ভাইয়ের আগামীর ...
01/10/2024

লাল বলের এই সাদা পোশাকে বাংলার মহা-তারকার হতে পারে এটাই শেষ, বিদেশের মাটিতে শেষ তো বটেই। কিংবদন্তি সাকিব ভাইয়ের আগামীর জন্য থাকলো অনেক শুভকামনা। আশা করে শেষ ম্যাচটা যেনো নিজের দেশের মাটিতেই হয়!🇧🇩🐅

ক্ষুদার যন্ত্রনায় কাতরাতাম তবুও খেতাম না। সালটা ২০০৮ কিংবা ২০০৯। প্রাইমারি স্কুলে পড়াকালীন সময়ে পরিবারের অর্থাভাবের জের...
27/09/2024

ক্ষুদার যন্ত্রনায় কাতরাতাম তবুও খেতাম না। সালটা ২০০৮ কিংবা ২০০৯। প্রাইমারি স্কুলে পড়াকালীন সময়ে পরিবারের অর্থাভাবের জেরে বাসা থেকে স্কুলে যাওয়ার সময় আম্মু ২/৩ টাকা করে দিতো স্কুলে গিয়ে কিছু খাওয়ার জন্য।

নিজে না খেয়ে সেই টাকা জমিয়ে রাখতাম। টানা ৫ দিন না খেলে একটা পেপসি কেনার টাকা জোগাড় হতো। আহ আমি তখন মহাখুশি হতাম। পেপসি কেন কিনতাম জানেন? তখনকার সময়ে পেপসির সাথে সাকিবের ছবিযুক্ত স্টিকার পাওয়া যেত। সেই তাড়না থেকে নিজে না খেয়ে টাকা বাঁচিয়ে সাকিবের স্টিকার পাওয়ার নেশায় পেপসি কিনতাম।

শৈশবে আমাদের ঘরে তখনো টিভি ছিলোনা। পাশের বাড়িতে গিয়ে ধরনা ধরতাম সাকিবের খেলা দেখার জন্য। ২০১১ সালে বড় ভাইয়ার ইউনিভার্সিটির এক ছোট ভাইয়ের সঙ্গে মিরপুরে খেলা দেখায় অভিষেক হয় আমার। তখন বাংলাদেশ আর পাকিস্তানের টেস্ট ম্যাচ চলছিল। আমি যেদিন খেলা দেখতে যাই সাকিব সে ম্যাচে ১৪৪ রানের ইনিংস খেলে রান আউটে কাটা পড়েন। আমি তখন ভেবেছিলাম আমি খেলা দেখতে এসেছিলাম বলেই হয়তো সাকিব আজ দেড়শ পূর্ণ করতে ব্যার্থ হয়েছেন।

ক্রিকেটের মহারাজকে নিয়ে এমন কতশত গল্পই না আনন্দের বাড়তি মাত্রা যোগ করেছে আমাদের জীবনে। দেশের ক্রিকেটের অজস্র অসম্পূর্ণতার মাঝেও সম্পূর্ণ তুমি সাকিব ভাই, করজোড়ে জানাই তোমায় বিদায় রজনী।

শত মন খারাপের মাঝেও সাকিবের একটি দুরন্ত ইনিংস কিংবা একটি মাত্র উইকেট জন্ম দিয়েছে আমাদের হাসিমাখা মুখের। বিদায় বেলায় অশ্রু ঝরে, মুক্তি। বিদায় বন্ধু। আপনি থাকবেন হৃদয়ের প্রগাঢ়ে প্রিয় ফয়সাল। বিদায় হে শৈশবের প্রথম ভালোবাসা।

একটা কথা মাথায় রাখবেন,তামিম ইকবালের সমান সামর্থ্যবান কোনো ব্যাটার বাংলাদেশে আর একটাও তৈরী হয়নি এখন পর্যন্ত
24/06/2024

একটা কথা মাথায় রাখবেন,তামিম ইকবালের সমান সামর্থ্যবান কোনো ব্যাটার বাংলাদেশে আর একটাও তৈরী হয়নি এখন পর্যন্ত

Address


Telephone

+8801743509405

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoaib Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share