Addopanto-আদ্যোপান্ত।

  • Home
  • Addopanto-আদ্যোপান্ত।

Addopanto-আদ্যোপান্ত। অবাক করা নিত্য নতুন সব তথ্য জানুন এখানে।

05/10/2024

আজ মহান বিশ্ব শিক্ষক দিবস।
শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা।

01/10/2024

ইরান ই*স*রা*য়ে*লে*র তেল আবিব এবং জেরুজালেমকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে।

১০০র অধিক ব্যা*লি*স্টিক মি*সা*ই*ল ই*স*রা*য়ে*লে*র উদ্দেশ্যে ছোঁড়া হয়েছে। সম্ভবত আরো মি*সা*ই*ল ব্যারেজ আসতে যাচ্ছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে,
এই আক্রমণ ইসমাইল হানিয়াহ, হাসান নাসরুল্লাহর হ*ত্যা*কা*ন্ডে*র প্রতিশোধ স্বরুপ চালানো হচ্ছে।

গাজা হোক বা লেবানন; নিরপরাধ বেসামরিকদের লক্ষ্য করে চলা ইসরায়েলি যুদ্ধাপরাধ ধারাবাহিকভাবে এখনো চলমান। লেবাননে ইসরায়েলি ...
27/09/2024

গাজা হোক বা লেবানন; নিরপরাধ বেসামরিকদের লক্ষ্য করে চলা ইসরায়েলি যুদ্ধাপরাধ ধারাবাহিকভাবে এখনো চলমান।

লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আর গাজায় হয়েছে ৪১ হাজারেরও বেশি।

Sakib CDI.
26/09/2024

Sakib CDI.

25/09/2024

Congratulations DU.  প্রোগ্রামিং এর বিশ্বকাপে..ICPC 48 Finalঢাবি ৫৬ তম সাস্ট ৭০ তমকুয়েট ১১৫ তমবুয়েট ফাইনালে কোয়ালিফাই কর...
22/09/2024

Congratulations DU.

প্রোগ্রামিং এর বিশ্বকাপে..ICPC 48 Final

ঢাবি ৫৬ তম

সাস্ট ৭০ তম
কুয়েট ১১৫ তম
বুয়েট ফাইনালে কোয়ালিফাই করতে পারে নি।

আইআইটি খড়গপুর - ৫৯ তম
আইআইটি দিল্লি- ৬৩
আইআইটি ভুবনেশ্বর- ৭৫
আইআইটি মাদ্রাজ- ৮৬
আইআইটি বোম্বে- ৯৬
আইআইটি কানপুর - ৯৮

যারা আমার ফাঁসি চাই বইটি পড়েছেন, তারা বইয়ের সবকিছু বিশ্বাস করেছেন কিনা জানি না। কিন্তু বইয়ের একদম শেষে মতিউর রহমান রেন্ট...
22/09/2024

যারা আমার ফাঁসি চাই বইটি পড়েছেন, তারা বইয়ের সবকিছু বিশ্বাস করেছেন কিনা জানি না। কিন্তু বইয়ের একদম শেষে মতিউর রহমান রেন্টু আজ থেকে ২৫ বছর আগে যে কথা লিখে রেখেছিলেন, সেটাই কিন্তু হয়েছে। রেন্টু সাহেব বলেছিলেন হাসিনা পালাবে এবং পালানোর আগে দেশটা ভারতীয় বাহিনীর হাতে দিয়ে যাবে।
হাসিনা পালিয়েছে এবং ভারতীয় বাহিনীর হাতে তুলে না দিতে পারলেও ব্যবস্থা অলরেডি করে ফেলেছিল। ভারতীয় রেল বাংলাদেশে ঢুকার শর্তাবলী যারা জানেন, তারা বুঝবেন।
গত কয়েকদিন আগে ঢাবি এবং জাবিতে যে দুইজনকে মেরে ফেলা হল, এটার সাথেও আমার ফাঁসি চাই বইয়ের কিছু তথ্যের মিল আছে।
হাসিনার যখন কাউকে ফাঁসানোর প্রয়োজন হয়, তখন তার দরকার হয় লাশ। এবং হাসিনা যেহেতু এই দুইজনের হত্যাকান্ডের কারণে ড. ইউনুস সাহেবের পদত্যাগ দাবি করেছে, তাই সহজেই দুইয়ে দুইয়ে চার মিলানো যায়। কারণ দুইটা হত্যাকান্ডের ক্ষেত্রেই নিহত ব্যক্তিকে পুলিশের হাতে জীবিত তুলে দেয়ার পরে দেড় / দুই ঘন্টা পুলিশ এই ব্যক্তিকে নিয়ে কোথায় ছিল সেই সময়ের হিসাব নাই।
ঢাবিতে তোফাজ্জলকে যখন প্রক্টরিয়াল টিমের গাড়িতে হাতে তুলে দেয়া হয়, তখন সে হেঁটে হেটেই গাড়িতে উঠেছে। কিন্তু এরপর ঘন্টা দুয়েক পরে তাকে মেডিকেলে মৃত ঘোষণা দেয়া হয়।
জাবিতে পুলিশের হাতে ছাত্রলীগ নেতাকে তুলে দেয়ার পরে গণস্বাস্থ্য পর্যন্ত যেতে দেড় ঘন্টা লেগেছে পুলিশের। এই দেড় ঘন্টায়ই যা করার করা হয়েছে।
দুইটা হত্যাকান্ডের পুলিশের হাতে দেয়ার পরেই মানুষগুলো মারা গিয়েছে।
বিষয়টা সন্দেহজনক। এবং দুইটা হত্যাকান্ডেরই এখন পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট দেয়া হচ্ছে না।
সবাই যদি এই ব্যাপারে সোচ্চার না হয়, তাহলে আওয়ামী দালালরা আরো কত কিছু করবে কে জানে।

আনসার নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। পিছন থেকে লোক ভাড়া করে উস্কানি দিয়েছে কে? - লীগের এমপি শামীম।  আশুলিয়া এলাকায় গার্মেন্...
22/09/2024

আনসার নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। পিছন থেকে লোক ভাড়া করে উস্কানি দিয়েছে কে? - লীগের এমপি শামীম।
আশুলিয়া এলাকায় গার্মেন্টসগুলোতে গ্যাঞ্জাম লাগছে। নেতৃত্ব দিচ্ছে কে? - ছাত্রলীগের লোকজন।
বায়তুল মোকাররমে খতিব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। ঘটনার জন্য দায়ী কে? - গোপালগঞ্জের হুজুর (যিনি শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন) কয়েকটা বাস ভাড়া করে গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসেছে।
ঢাবিতে হলের ভিতরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যতম হামলাকারী কে? - ছাত্রলীগের সাবেক নেতা (সাথে আরও কিছু শিক্ষার্থী)।
পাহাড়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে পাহাড়িদেরকে উস্কানি দিয়েছে কে? - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা।
তারপরও, যখন কোনো ঘটনার পর কাউকে প্রমাণসহ বলি যে, এই লোক তো লীগের, তখন ধীরে এসে কমেন্ট করে, 'আগে সবাই শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করত, এখন লীগ ট্যাগ দিয়ে করে।'
কী রে ভাই, দুইটার প্রেক্ষাপট কি এক হলো? যাদের মজ্জাগত স্বভাব মারামারি, দাঙ্গা লাগানো, তারা কি এত সহজে তাদের চিরাচরিত স্বভাব বদলাতে পারবে?

রিং নেবুলা, যাকে মেসিয়ার ৫৭ (M57) নামেও ডাকা হয়, এটি একটি সুন্দর প্ল্যানেটারি নেবুলা। এটি লিরা নক্ষত্রমণ্ডলে প্রায় ২,...
17/09/2024

রিং নেবুলা, যাকে মেসিয়ার ৫৭ (M57) নামেও ডাকা হয়, এটি একটি সুন্দর প্ল্যানেটারি নেবুলা। এটি লিরা নক্ষত্রমণ্ডলে প্রায় ২,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।

এই নেবুলার উজ্জ্বলতা সৃষ্ট হয় কেন্দ্রীয় সাদা বামন তারার অতিবেগুনি রশ্মির কারণে, যা এর গ্যাসগুলোকে আয়নিত করে। এই গ্যাসগুলো মূল লাল দৈত্য তারার জেটিসন করা বায়ুমণ্ডলের অবশিষ্টাংশ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বেও সর্বশ্রেষ্ঠ মহাম...
16/09/2024

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বেও সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি, মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (স.) বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ্কে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।


তিনি বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুহাম্মদ (স.)-কে বিশ্বজগতের হেদায়েত ও নাজাতের জন্য ‘রহমাতুল্লিল আলামিন’ তথা সারা জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবী করিম (স.) সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি।’ (সুরা আল-আম্বিয়া ১০৭)।

চোখ বুজে থাকাই তাদের কাজ।
16/09/2024

চোখ বুজে থাকাই তাদের কাজ।

The freedom we enjoy today is built upon the sacrifices of countless individuals.
16/09/2024

The freedom we enjoy today is built upon the sacrifices of countless individuals.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Addopanto-আদ্যোপান্ত। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Addopanto-আদ্যোপান্ত।:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share