Mr & Mrs Chowdhury’s life in italy

  • Home
  • Mr & Mrs Chowdhury’s life in italy

Mr & Mrs Chowdhury’s life in italy content creator📱 Photography📱 videography 🎥 home decor🏡 cooking♨️ outing 🏝️ life style vlo 🌼

হুমায়ূন আহমেদ স‍্যারের বিখ‍্যাত উপন্যাস দারুচিনি দ্বীপের শেষাংশে নায়ক শুভ্রকে দেয়া তার বাবার ডায়লগটা মনে আছে? তিনি বলেছি...
25/08/2025

হুমায়ূন আহমেদ স‍্যারের বিখ‍্যাত উপন্যাস দারুচিনি দ্বীপের শেষাংশে নায়ক শুভ্রকে দেয়া তার বাবার ডায়লগটা মনে আছে? তিনি বলেছিলেন, “তুই একটা ফার্স্ট ক্লাস বগি অফার করিস। সবাই তোকে পছন্দ করবে। কিন্তু ট্রেনে খাওয়ার সময় চেষ্টাট করবি যেন অন্য কেউ বিল দেয়।”
শুভ্র বিস্ময় নিয়ে প্রশ্ন করে, “আমি যদি একটা ফুল ফার্স্ট ক্লাস বগি অফার করতে পারি, তাহলে সামান্য চায়ের বিল দিতে পারি না?”
উত্তরে তার বাবা বলেন, “না, পারবি না। কারণ তুই যদি সব সময় বিল দিতে থাকিস, সবাই তোকে দেখবে দুগ্ধবতী গাভী হিসেবে—যারে ইচ্ছা মতো দোয়ানো যায়। তোকে বুঝাতে হবে তুই চাইলে খরচ করতে পারিস, কিন্তু কখন করবি, সেটা নির্ভর করে তোর মুড আর চয়েজের উপর।”

এই কথাটা ভীষণ সত‍্য এবং রিলেটেবল।

বাংলাদেশে কারো ইনকাম একটু ভালো হলেই আশেপাশের মানুষজন হঠাৎ এমন এক পর্যায়ে চলে যায়, যেন ঐ মানুষটা ইনকাম করে শুধু আত্মীয়স্বজনের স্বপ্ন পূরণের জন্যই।
ভালো থাকা মানে এই না যে সবার দায়িত্ব এখন তার। করতে পারলে আপনি ভালো, না পারলে, ব্যাস আপনি হবেন খারাপ, অহং* কারী, দুইটা টাকার মুখ দেখে পরিবর্তন হয়ে গেছেন, কিপটা আরো বহু বিশেষন!

তারা সাহায্যকে আপনার সামর্থ্য হিসেবে না দেখে অধিকার মনে করে। এটা খুবই টক্সিক একটা মানসিকতা, জানেন?

এটা সাহায‍্য নেয়া না, সুবিধা নেয়া।

সবচেয়ে বড় কথা, একজন মানুষের অর্থনৈতিক উন্নতি মানে তার নিজের জন্যও কিছু স্বপ্ন আছে, কিছু লক্ষ্য আছে। সবসময় অন্যদের প্রত্যাশা পূরণ করতে গেলে নিজের মেন্টাল পিস শেষ হয়ে যায়। সাহায্য করা খারাপ না, কিন্তু সেটা নিজের ইচ্ছায়, নিজের সামর্থ্য অনুযায়ী, সম্মানের সঙ্গে হওয়া উচিত… চাপ দিয়ে নয়।

একটা কথা মাথায় রাখবেন,আপনার ভালো সবাই না চাইলেও , আপনি ভালো থাকলে শুধু আপনার সুবিধাটা নিতে চাইবে অনেকেই। এরা এমন লোক, যারা আপনাকে ইউজ করে যাবে, আর আপনি না বললেই আপনি হয়ে যাবেন মন্দ লোক। Don’t fall for this emotional blac%% kmail trap. নিজের মেন্টাল পিসটা গুরুত্বপূর্ণ। হেল্প করুন, অবশ্যই করুন, but on your terms, not under pressure. যারা শুধু নিজের দরকারে আপনাকে মনে রাখে, তারা deserve করে না আপনার time, energy বা টাকা। Simple.

In the end, helping others is a beautiful thing,but only when it’s done with choice, not pressure. Set boundaries, protect your peace, and don’t let anyone make you feel guilty for prioritizing your own life.

ইতালিতে লেকের পানিতে ডুবে প্রান গেল ১২ বছর বয়সী এক শিশুর!! ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।ঘটনা টি ঘটেছে ইতালির Molve...
14/08/2025

ইতালিতে লেকের পানিতে ডুবে প্রান গেল ১২ বছর বয়সী এক শিশুর!! ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।ঘটনা টি ঘটেছে ইতালির Molveno লেকে... বৃহস্পতিবার সকালে ভেনিস মেসরে থেকে ভৈরববাসীর একটি পিকনিক পার্টিতে পরিবারের সাথেই বাচ্চাটি যায়।আনন্দ ময় মুহুর্তে পানিতে ডুবে ১২ বছর বয়সী ভেনিসেরই বসবাসরত ভৈরব শম্ভুপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র মৃত্যু বরণ করে.

আল্লাহ তার পরিবার কে এই শোক সহ্যের জন্য ধৈর্য শক্তি দিক- আমিন😔😔

নেপলসের কাছে ভেসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ৫০০ হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে, ...
10/08/2025

নেপলসের কাছে ভেসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ৫০০ হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে, আগুন ছড়িয়ে পড়েছে টেরজিগনো শহরের দিকে। ইতালির সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে অতিরিক্ত সেনা ও সরঞ্জাম মোতায়েন করেছে।

ক্ষয়ক্ষতি ও জরুরি ব্যবস্থাঃ
- ৩ কিলোমিটার জুড়ে আগুনের দাবানল, শতাধিক বাড়িঘর হুমকির মুখে।
- ৬টি ক্যানাডেয়ার জলবিমান ও ৪টি হেলিকপ্টার দিয়ে নিরন্তর পানি ফেলা হচ্ছে।
- স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে, অনেকেই রাস্তায় রাত কাটিয়েছেন।
- সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য।

কারণ ও আশঙ্কাঃ
স্থানীয়রা অভিযোগ করছেন, গত ৫ দিন ধরে ছোট ছোট অগ্নিকাণ্ডের খবর উপেক্ষা করা হয়েছিল। এখন সন্দেহ করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হতে পারে। ২০১৭ সালের ভেসুভিয়াস অগ্নিকাণ্ডের মতোই এই ঘটনাটি ঘটেছে, যেখানে আগুন লাগানোর ঘটনা প্রমাণিত হয়েছিল।

পরিবেশগত ও অর্থনৈতিক প্রভাবঃ
- দুর্লভ উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে।
- ক্ষেত ও পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা স্থানীয় অর্থনীতির জন্য বড় ধাক্কা।

ইতালির অন্যান্য অঞ্চলেও অগ্নিকাণ্ডঃ
ভেসুভিয়াস ছাড়াও আর্জেন্টারিও অঞ্চলে (পোর্তো এরকোল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আপনি যদি মন থেকে দিন ইসলাম মানতে চান পালন করতে চান, তাহলে পৃথিবীর কোন পরিবেশ কিংবা পরিস্থিতি আপনাকে আটকাতে পারবেনা।নিউইয...
02/08/2025

আপনি যদি মন থেকে দিন ইসলাম মানতে চান পালন করতে চান,
তাহলে পৃথিবীর কোন পরিবেশ কিংবা পরিস্থিতি আপনাকে আটকাতে পারবেনা।

নিউইয়র্কে কর্মরত বাংলাদেশী বংশধর পুলিশ সুপার কর্মরত অবস্থায় সন্ত্রা*সী হাম*লা*য় নি*হত হয়, তাই নিউইয়র্ক পুলিশ তাকে রাজকীয় রাষ্ট্রীয় সংবর্ধনা উপহার দেয়।

ঐ পরিস্থিতিতে বিশ্ববাসীকে তাক লাগিয়ে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে তার দ্বীনদার স্ত্রী সন্তান এবং আত্মীয়-স্বজন।

মহান আল্লাহ পাক আমাদের মুসলিম মা-বোনদের সব পরিস্থিতিতে সর্ব অবস্থায় পর্দা মেইনটেইন করার তৌফিক দান করুন আমিন।

সীমান্তে ত্রাণবাহী ট্রাকের সারি এভাবে আটকে আছে। একটা অনুমতির(!) অভাবে ভিতরে মানুষগুলো ছিবড়ে শুকনো কাঠ হয়ে মারা যাচ্ছেন প...
26/07/2025

সীমান্তে ত্রাণবাহী ট্রাকের সারি এভাবে আটকে আছে। একটা অনুমতির(!) অভাবে ভিতরে মানুষগুলো ছিবড়ে শুকনো কাঠ হয়ে মারা যাচ্ছেন প্রতিদিন।দুধের শিশু থেকে বৃদ্ধ-জোয়ান সকলকে গ্রাস করছে ক্ষুধার মৃত্যুথাবা।

এই মৃত্যু পৃথিবীর সবচাইতে কঠিন মৃত্যু।একটু একটু করে শরীরের সমস্ত অর্গান শুকিয়ে অকেজো হয়ে ভিতরে আত্মা টিক টিক করে নষ্টঘড়ির কাটার মতন। পাশে বসে মা-বাবা অপেক্ষা করেন সন্তানের শেষ নি:শ্বাসের।দম ফুরিয়ে এলে মাছের কাটার মত দেহটা সাদা কাপড়ে মুড়িয়ে দাফন করে আসেন।এরপর নিজেদের পালা...
এর চাইতে কঠিন দৃশ্য আর কিছু আছে!

আর আমরা বসে বসে সংখ্যা গুনি!
উফ আল্লাহ, এই পৃথিবীটা আদৌ কি মানুষের?

25/07/2025

বার্ন হওয়া বাচ্চা গুলোর এখন প্রচুর জ্বর আসবে। ১০৪ এমন কি ১০৫ ডিগ্রি। শরীরে যদি ভাইরাস থাকে তাহলে এত সহজে এই জ্বর নামবে না। সকাল দুপুর বিকাল বারবার ব্লাড টেস্ট হবে৷ জার্ম সনাক্ত করতে না পারলে বিপদ। এটাই মরণব্যাধি। টানা ১০ দিন আমি জ্বরে ভুগেছি। জীবাণু শনাক্ত করা যাচ্ছিল না। প্রচুর ভিজিটর আসছিল দেখতে। আপনি যতই সেনিটাইজ হয়ে রোগীর কাছে যান না কেন রোগী এখন কোনভাবেই প্রোটেকটেড নয়। কারণ তার শরীরে চামড়া নেই। মানে প্রটেকশনও নেই। আপনার বয়ে আনা শরীরের জীবাণু অবধারিতভাবে রোগীর মধ্যে সংক্রমণ হচ্ছে এবং এটাই তাকে নিশ্চিত মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। রোগীদের যদি বাঁচাতে চান তাহলে রোগীদের দেখতে যাওয়া বন্ধ করুন, যতই পরম আত্মীয় হোন না কেনো। এটাই এখন একমাত্র ওষুধ 🙏🙏🙏।

প্রথম তিন চার দিন কিছু বোঝা যায় না। মনে হয় সবকিছু স্বাভাবিক। তারপর পানি শূন্যতা শুরু হবে। কারণ শরীর থেকে প্রচুর পানি নির্গত হবে। প্রতিদিন আমার বিছানাটা ভিজে চুপসে যেত, নার্স এসে বেডশীট বদলে দিত। শরীর দুর্বল হবে, নিস্তেজ হবে। আমারও তাই হয়েছিল । আমার দুই হাত, দুই পা, মুখ ঝলসে গিয়েছিল। রোগীকে প্রচুর প্রোটিন খাওয়ান, হসপিটাল থেকে দেয়া স্যুপ খাওয়ান, ওই স্যুপ টা অনেক কার্যকর, খেতে খুব কষ্ট হয়, এখন হয়তো নাকের নল দিয়ে খাওয়ানো হবে, সারাদিন ডিমের সাদা অংশ খাওয়ান, চামড়া রিকওভার করতে ডিমের সাদা অংশ ম্যাজিক এর মত কাজ করে, আমি প্রতিদিন ছয়টি ডিম খেতাম, অসহ্য লাগতো তাও খেতাম। আল্লাহর অসীম রহমতে আমি বেঁচে ফিরেছি চিকিৎসকদের সুচিকিৎসায়, চিকিৎসকদের প্রতিটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা, হাসপাতাল পরবর্তী প্রত্যেকটা নিয়মকানুন মেনে চলা, কোথাও এতোটুকু গাফিলতি করিনি। বার্ন ইন্সটিটিউট সাউথ এশিয়ার মধ্যে পোড়া রোগীদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করে। সাধারণ এবং স্পেশাল রোগী বলে কিছু নেই। হসপিটালে দু'মাস আমি এইচডিও, আইসিইউ এবং কেবিনে থাকাকালীন অবস্থায় সকল নার্স ডাক্তারকে দেখেছি সকল রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে। নিশ্চিত থাকতে পারেন এখানে সুচিকিৎসাই পাবেন । আল্লাহর উপরে ভরসা রাখেন। 🤲

Courtesy:Sharmeen Akhee

22/07/2025

আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ে আপনি প্রাণ হা'রাবেন।

রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে এক খুশির উপলক্ষ্য নিয়ে খেতে গেছেন, অননুমোদিত গ্যাস লাইনের বি'স্ফো'রণে আপনি প্রাণ হা'রাবেন৷

নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করছেন, ধনীর নেশাগ্রস্ত আদুরে দুলাল গাড়িচা'পা দিয়ে আপনার প্রাণ'না'শ করবে৷

প্রভাবশালীদের সাথে দ্ব'ন্দ্বে জড়াবেন, পাথর দিয়ে পি'ষে আপনার প্রাণ'না'শ করা হবে, আপনার লা'শের উপর উঠে নৃত্য করা হবে।

মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবেন, আয়না ঘর আপনাকে বলবে, "আহো ভাতিজা, আহো!"

গ্রাম থেকে ঢাকা এসে একটা ফ্যাক্টরিতে কাজ করে ঘষেমেজে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন, ভবন ধ্ব'সে প্রাণ হা'রাবেন।

নারী হয়ে নির্বিঘ্নে লেখাপড়া, চাকরি-বাকরি করতে যাবেন, যৌ'ন হয়'রানির শিকার হবেন একশোতে একশো৷ ধ'র্ষি'তা হওয়ার সুযোগও কম না৷

শাসনযন্ত্রের অপ'শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, আপনার পরিবার আপনার মৃ'তদেহটাও খুঁজে পাবে না৷

আপনার সন্তান বাহিরে খেলছে, সিটি কর্পোরেশনের অবহেলিত উন্মুক্ত ম্যানহোলে পড়ে প্রাণ হা'রাবে।

সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, তার মৃ'তদেহ পাবেন বিশ্ববিদ্যালয়ের পুকুরে।

সর্বশেষ, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, প্রশিক্ষণ বি'মান বি'ধ্ব'স্ত হয়ে আরো দুয়েকশো সন্তানের সাথে আপনার সন্তানেরও প্রাণ নিবে৷

আর হ্যাঁ, এগুলোর ন্যায় বিচার প্রত্যাশা করেন? তাহলে বলবো আপনারা বড্ড বোকা৷

জি, এটাই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মাছে ভাতে বাঙালির বাংলাদেশ।

© মূল লেখকের নাম পাওয়া যায়নি

22/07/2025

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।❤️‍🩹
©️

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি...
21/07/2025

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।
একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি থেকে গেলেন, শেষ মুহূর্ত অবধি ...জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে।
একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে ।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।
তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বাজেট চুরি হয়েছিল।যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।
তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।
সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া

এই দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।

আজ শুধু একজন পাইলট না,
নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।এই মৃত্যু দুর্ঘটনা নয়। এটা ব্যর্থতা। এটা দুর্নীতি। এটা বিশ্বাসঘাতকতা!!!

21/07/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাইলস্টোন স্কুলের (ইংলিশ ভার্সন) উপর জেট বিমান বিধ্বস্ত।
টিচার্স, স্টুডেন্ট সকলেই বিল্ডিংয়ের ভেতরে ছিলো।

জানা গেছে হতাহতের সংখ্যা অনেক। অধিকাংশই স্কুল লেভেলের বাচ্চা।

আহতদের সুস্থতা আর নিহতদের পরিবারের জন্য দোয়া করুন সবাই।

'গাযাকে অনাহারে মেরে ফেলা হচ্ছে' - এই স্লোগানে আজকের দিনটাকে অনাহারে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ পালন করার আহবান জানিয়েছেন ...
20/07/2025

'গাযাকে অনাহারে মেরে ফেলা হচ্ছে' - এই স্লোগানে আজকের দিনটাকে অনাহারে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ পালন করার আহবান জানিয়েছেন পবিত্র ভূমির মুজাহিদ ভায়েরা।

আহ! নিজের বাচ্চাকে অনাহারে মরতে দেখার চেয়ে কষ্ট পৃথিবীতে আর নেই। আমার ছেলেটা ঠিকমত না খাইলে ওর মা পেরেশান হয়ে যায়। বুক আর পিট একসাথে হয়ে যাওয়া এই শিশুটার মায়ের মনের অবস্থা ভাবতে পারেন?

এটাই গাযার বাস্তবতা।

দুধের শিশুরাও মারা যাচ্ছে। ক্ষুধার্ত মায়ের বুক দুধ নেই, ফর্মুলা মিল্কের সাপ্লাই নেই - ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা শিশুর কান্না আমাদের কানে পৌঁছায় না।

আলহামদুলিল্লাহ ইতালিতে আমার জামাইয়ের  লাগানো বাগানের ফ্রেশ সবজি।
17/07/2025

আলহামদুলিল্লাহ ইতালিতে আমার জামাইয়ের লাগানো বাগানের ফ্রেশ সবজি।

Address


Telephone

+8801984859067

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr & Mrs Chowdhury’s life in italy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr & Mrs Chowdhury’s life in italy:

  • Want your business to be the top-listed Media Company?

Share