Learn with Hridom

Learn with Hridom Nazim Uddin Hridom is a Graphic Design and Digital Marketing expert in Bangladesh. He enriched exper

22/04/2024
একজন সফল ব্যক্তির হাতে এত সময় নেই, যে ২ টাকার জন্য কোর্স বিক্রি করবে। যদি কেউ করে।তাহলে বুঝতে হবে, হয় তার আয় কমে গেছে।  ...
02/03/2024

একজন সফল ব্যক্তির হাতে এত সময় নেই,
যে ২ টাকার জন্য কোর্স বিক্রি করবে। যদি কেউ করে।
তাহলে বুঝতে হবে,
হয় তার আয় কমে গেছে।
অথবা তার অন্য কোন প্লান তার মাথায় ঘুরতেছে।

পড়াশোনার পেছনে ১৫/২০ বছর সময় ব্যায় করে ২/৩ টা সনদ অর্জন করেছেন?কিন্তু স্কিল ডেভেলপমেন্ট এর জন্য কয় বছর সময় ব্যায় করেছেন!...
30/01/2024

পড়াশোনার পেছনে ১৫/২০ বছর সময় ব্যায় করে
২/৩ টা সনদ অর্জন করেছেন?
কিন্তু স্কিল ডেভেলপমেন্ট এর জন্য কয় বছর সময় ব্যায় করেছেন!
সনদ গুলো শুধু আপনার সরকারি চাকরির ক্ষেত্রেই বেশি গুরুত্ব পাবে।
বাকি সব কিছুতে আপনার স্কিল টা বেশি গুরুত্বপূর্ণ।

খুব সম্ভবত ২০০৪ সালের দিকে। পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না।সেই জন্যই হয়তো, আমাদের বাসার পাশের এক শিক্ষিত পরিবারের এক লো...
04/01/2024

খুব সম্ভবত ২০০৪ সালের দিকে। পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না।
সেই জন্যই হয়তো, আমাদের বাসার পাশের এক শিক্ষিত পরিবারের এক লোক গ্রামের টং এ বসে লোকজনকে আমাকে দেখিয়ে বলেছিল,
এই যে দেখছো না, দাদা ছিল অমুক পেশার, তার বাপো সেটাই করে। এসব পোলাপানও বড় হয়ে সেটাই করবে, বলেই হাসাহাসি শুরু করলো আমাদের নিয়ে।
সেদিন চুপ ছিলাম। আর মনে মনে একটা জেদ হয়েছিল।
পড়াশোনা শেষে তার সেই লোকের ছেলেই কোথাও কিছু না করতে পেরে এখন জমি দেখাশোনা করে।
বি. দ্র: বড় হয়ে ভালো চাকরিই করতে হবে এমনটা নয়। চাকরি করা ছাড়াও দুনিয়াতে অনেক পেশা আছে। সব পেশাকেই আমাদের সম্মান করা উচিত।

With AI
02/01/2024

With AI

আসসালামু আলাইকুম,অনেকেই আমাকে ম্যাসেজ করেন, আমার কাজ সম্পর্কে জানতে চান, আমি কি কি করি সেটা জানতে চান। তাদের জন্যই পোস্ট...
18/12/2023

আসসালামু আলাইকুম,
অনেকেই আমাকে ম্যাসেজ করেন, আমার কাজ সম্পর্কে জানতে চান, আমি কি কি করি সেটা জানতে চান। তাদের জন্যই পোস্ট টা করা।
আমি নাজিম উদ্দিন হৃদম,
হোম টাউন কুড়িগ্রামের ভুরুঙ্গামারির কোন এক চর এলাকায়। যেখানেই বিদুৎ এর ছোয়া পেয়েছি ২০২০ সালে। তবে আমার বেড়ে উঠা প্রায় ছোট বেলা থেকেই শহর কেন্দ্রীক। পড়াশোনার পাঠ চুকিয়ে গত ২ বছর থেকে আমি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করি পাশাপাশি আমার ই-কমার্স বিজনেস নিয়ে আছি। যেটা আমার পেশনের সাথে যায়, আলহামদুলিল্লাহ গত ৪/৫ বছর থেকেই নিজের স্কিল অনুযায়ী ইন্টারন্যাশনালী সেবা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ এখন বলতে পারেন মোটামুটি সেবা দেয়ার মত তৈরি করতে পেরেছি, তার পরেও নিজেকে আরো অনেক বেশি স্কিল ফুল করতে হবে।
আমার মনে হয়, যারা অনলাইনে কিছু করতে চায়, তাদের প্রথমেই অনেক ভালো একটা স্কিল গেইন করতে হবে। তার পর মাঠে নেমে দেখতে হবে।
কিন্তু আমাদের মাঝে অনকেই আছে, নিজেদের সেবা গুলো প্রদান করার জন্য শুধু Fiverr, Upwork কে বেছে নেয়।
যেটা তার জন্য বেশ কঠিন হয়ে যায়। প্রথমেই আমাদের উচিত এমন কোন সাইট বা মাধ্যম বেছে নেয়া যেটাতে সময় দিলে কিছু দিন পর হলেই সেখান থেকে ভালো একটা রেভিনিউ আসবে ইনশাআল্লাহ। সেটা হতে পারে Blogging, content Creation, Amazon, Freepik সহ আরো অনেক কিছু।
এমনকি আমার শুরুটাও ছিল কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে, বর্তমানে আবারো এমাজন কেডিপি, বা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে নতুন করে ভাবছি।
যাই হোক এই ধরনের ছোট পোস্ট এ আমার অভিজ্ঞতা আর আমার স্কিল এখন নিতমিত পোস্ট করবো ভাবছি।

পরিচিত কাউকে ফ্রীতে বা পেইডে জ্ঞান দিতে নাই,তারা আপনার ট্যালেন্ট কে মূল্যায়ন করবে,আপনি কত টাকা আয় করেন সেটার উপর।
21/11/2023

পরিচিত কাউকে ফ্রীতে বা পেইডে জ্ঞান দিতে নাই,
তারা আপনার ট্যালেন্ট কে মূল্যায়ন করবে,
আপনি কত টাকা আয় করেন সেটার উপর।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Learn with Hridom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn with Hridom:

Share