06/05/2025
কাজিবাড়ী বাইক দুর্ঘটনায় ৩ জন মারাত্মক আহত!
📍 কাজীবাড়ি, কালিহাতী , টাঙ্গাইল
আজ কাজিবাড়ীতে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় ৩ জন ভয়াবহভাবে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকটি ছিল এবাদতের( রামপুর উত্তরপাড়া ব্রিজপার এলাকার)।
আর চালাচ্ছিলেন তার চাচাতো ভাই। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তারা ভয়ানকভাবে সড়কে ছিটকে পড়েন।
🩸 স্থানীয় সূত্রে জানা যায়, একজনের মাথার মগজ ঘটনাস্থলেই বের হয়ে যায়।
বাকি ২ জনের অবস্থাও আশঙ্কাজনক, তাদেরকে দ্রুত টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
🚨 স্থানীয়দের ভাষ্য, বাইকের গতি এত বেশি ছিল যে নিজেরাই তা নিয়ন্ত্রণে রাখতে পারেননি।